1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের নিরাপত্তা বাড়াতে তিন দেশের উদ্যোগ

১৩ ফেব্রুয়ারি ২০২৪

জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ড ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদার করতে ত্রিপাক্ষিক সহযোগিতা আরো নিবিড় করার অঙ্গীকার করেছে৷ জার্মান চ্যান্সেলর শলৎস সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছেন৷

বার্লিনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস (বাঁ দিকে) ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টুস্ক সোমবার বার্লিন সফর করেনছবি: Ebrahim Noroozi/AP/picture alliance

ইউক্রেনের উপর গত প্রায় দুই বছর ধরে রাশিয়ার লাগাতার হামলা ইউরোপের দীর্ঘকালীন নিরাপত্তার জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠেছে৷ শুধু সামরিক জোট ন্যাটোর উপর ভরসা করে সেই নিরাপত্তা নিশ্চিত করা যে পুরোপুরি সম্ভব নয়, ইউরোপে সেই উপলব্ধি বাড়ছে৷ বিশেষ করে ডনাল্ড ট্রাম্পের মতো নেতা আবার অ্যামেরিকার হাল ধরলে তো নয়ই৷ তুরস্ক ও হাঙ্গেরির মতো ন্যাটো সদস্য দেশের সাম্প্রতিক আচরণও সামরিক জোটের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে৷ এমন পরিস্থিতিতে ইউরোপের নিরাপত্তা আরো জোরদার করার অঙ্গীকার করলো ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড৷

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টুস্ক সোমবার বার্লিনে ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স' বইয়ের উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোরমধ্যে এই তিন দেশের বিশেষ সহযোগিতার ডাক দেন৷ প্রথমে প্যারিস, তারপর বার্লিন সফর করে তিনি ইউরোপের প্রতিরক্ষা জোরদার করতে এই তিন দেশের সহযোগিতার প্রয়োজন তুলে ধরেন৷ ১৯৯১ সালে ‘ভাইমার ফরম্যাট' নামে তিন দেশের সহযোগিতার কাঠামো আবার চাঙ্গা করার কথা বলেন টুস্ক৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসও তিন দেশের সেই সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ পোল্যান্ডের ‘আস্থাভাজন ও ইউরোপপন্থি সহযোগী' হিসেবে টুস্কের সরকারের প্রশংসা করেন৷ উল্লেখ্য, উগ্র জাতীয়তাবাদী ও ইউরোপ-বিরোধী পিস পার্টির অধীনে পোল্যান্ড বহুকাল জার্মানি ও ফ্রান্সের সঙ্গে দুরত্ব বজায় রেখে আসছিল৷ গত জানুয়ারি মাসেই মাক্রোঁ বলেছিলেন, যে ওয়াশিংটন ইউক্রেনের জন্য সাহায্য বন্ধ করে দিয়ে ইউরোপকেই সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসতে হবে৷ সোমবারই ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের কূটনীতিকরা রাশিয়ার পক্ষ থেকে ভুয়া খবর ছড়ানোর অভিযান বানচাল করতে যৌথ উদ্যোগ চালু করেন৷

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সোমবার বার্লিনে টুস্কের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেন৷ তাঁর মতে ন্যাটোর কোনো সদস্য আক্রান্ত হলে, সে দেশের সহায়তার গ্যারেন্টি আপেক্ষিক করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক৷ শলৎস চলতি বছর থেকে শুরু করে জার্মানির প্রতিরক্ষা সংক্রান্ত ব্যয় জিডিপি-র দুই শতাংশের মাত্রা পেরিয়ে যাবে বলে মনে করিয়ে দেন, যা সামরিক জোট ন্যাটোর লক্ষ্যমাত্রা৷

শলৎসও অস্ত্র, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদন দ্রুত বাড়াতে ইউরোপীয় স্তরে সহযোগিতার উপর জোর দেন৷ সোমবারই শলৎস জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম কোম্পানি রাইনমেটালের গোলাবারুদ উৎপাদনের নতুন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোপীয় স্তরে যৌথ অর্থায়নের মাধ্যমে দ্রুত ও বড় আকারে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের আহ্বান জানান৷ ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ক্ষেত্রে ইউরোপের বাকি দেশগুলি যথেষ্ট অবদান রাখছে না বলে তিনি আগেই অভিযোগ করেছিলেন৷ ইউরোপীয় স্তরে এমন এক কাঠামো সৃষ্টি করলেও ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে ইউক্রেনকে ১০ লাখ কামানের গোলা সরবরাহের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না৷

এসবি/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ