1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেভিড বেকহ্যাম

১ ডিসেম্বর ২০১২

দীর্ঘ সাড়ে পাঁচ বছর যুক্তরাষ্ট্রে সকার খেলে বেড়িয়েছেন৷ এবার ইউরোপে ফিরছেন আবারও ফুটবল খেলতে৷ কারণ বুট জোড়া তুলে রাখার আগে চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ নিতে চান ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম৷

President Barack Obama holds up a Los Angeles Galaxy soccer jersey as he stands with David Beckham, during a ceremony at the White House in Washington, Tuesday, May 15, 2012, where he honored the 2011 Major League Soccer champion, Galaxy. (Foto:Pablo Martinez Monsivais/AP/dapd).
ছবি: AP

মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবলকে বলা হয় সকার, কারণ এটি নাকি মেয়েদের খেলা৷ অন্তত বহু মার্কিনিদের তাই ধারণা৷ তবে গত পাঁচ বছরে সেই সকারই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে গোটা মার্কিন মুলুকে৷ তার পেছনের ব্যক্তিটি এই বেকহ্যাম৷ ফুটবলার হিসেবে যতটা খ্যাতি কামিয়েছেন, একজন খেলোয়াড় হিসেবে তার চেয়েও নিজেকে বেশি পরিচিত করে তুলেছেন ইংরেজ বেকহ্যাম৷ তাঁর সেলিব্রিটি পরিচয় যুক্তরাষ্ট্রে ফুটবলকে পরিচিত করে তুলেছে, পাশাপাশি লস এঞ্জেলেস গ্যালাক্সিতে পাঁচ বছরের বেশি সময় ধরে ভালো ফুটবলের নমুনা তুলে ধরেছেন৷ এবার ফেরার পালা, গ্যালাক্সির হয়ে শনিবারের ম্যাচটিই তাঁর শেষ ম্যাচ৷

ছবি: picture-alliance/dpa

এরপর বেকহ্যাম ফিরছেন ইটালির এসি মিলান ক্লাবে৷ ম্যান ইউতে প্রায় সারা জীবন খেলেছেন, রেয়াল মাদ্রিদেরও অন্যতম তারকা ছিলেন, বাকি ছিলো ইটালি৷ এবার সেটিই পূরণ হতে যাচ্ছে তাঁর৷ এসি মিলানের মতো ঐতিহ্যবাহী জায়ান্ট ক্লাবে খেলবেন ডেভিড বেকহ্যাম৷ আর চ্যাম্পিয়ন্স লিগের সেই পুরনো স্বাদটাও পেতে চান তিনি৷ বেকহ্যাম বলেন, ‘‘এসি মিলানের হয়ে চ্যম্পিয়ন্স লিগে খেলার কথা ভাবতে আমার সবসময়ই ভালো লাগে৷''

দেখতে দেখতে বয়স এখন ৩৭ হয়েছে ইংল্যান্ড দলের সাবেক এই অধিনায়কের৷ একসময়ের সতীর্থ পল স্কোল্স এবং রায়ান গিগস এখনও খেলে বেড়াচ্ছেন৷ সেটা দেখে নিজেও অনুপ্রেরণা পান বেকহ্যাম৷ তাই জানিয়েছেন, যতদিন পা দুটি সাড়া দেবে ততদিন খেলে যেতে চান৷ তবে অবসরের পর কোচ নয় কোন দলের মালিকানার অংশ হয়ে থাকার প্রতি আগ্রহ তাঁর৷ তিনি বলেন, ‘‘আমি খেলা এবং কোচিং দুটিই পছন্দ করি৷ তবে আমি বরং কোন ক্লাবের মালিকই হবো৷'' খেলোয়াড়ি জীবনের আয় থেকে ইতিমধ্যেই ২৬ কোটি ডলারের মালিক হয়েছেন ডেভিড বেকহাম৷

আরআই/এএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ