1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় ব্যাংকগুলির ঋণ

৮ জানুয়ারি ২০১৪

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবির প্রকাশ করা এক জরিপে দেখা গেছে, বিভিন্ন কোম্পানিকে দেয়া ইউরোপের ব্যাংকগুলোর ঋণের পরিমাণ কিছুটা কমেছে৷ এর বেশ কয়েকটি অর্থ হতে পারে বলে জানান বিশ্লেষকরা৷

ছবি: DW/C. Nasman

তাঁরা বলছেন, হয় ব্যাংকগুলো অনিশ্চয়তার আশঙ্কায় নিজে থেকেই ঋণ দিচ্ছে না, কিংবা কোম্পানিগুলোর কাছে আগে থেকেই পর্যাপ্ত অর্থ থাকায় তাদের ঋণের প্রয়োজন নেই৷

এদিকে, বৃহস্পতিবার ইসিবির পলিসি বৈঠক অনুষ্ঠিত হবে৷ তবে সেখানে উল্লেখ করার মতো কোনো বড় সিদ্ধান্ত আসবে না বলেই মনে করা হচ্ছে৷ বিশ্লেষকরা বলছেন, গত নভেম্বরে ইসিবি হঠাৎ করেই ইন্টারেস্ট রেট কমানোর যে সিদ্ধান্ত নিয়েছিল এবার সেটা হওয়ার সম্ভাবনা কম৷ ইসিবি প্রেসিডেন্ট মারিও দ্রাগি বাজারকে মূলত এমন একটা ধারণা দেয়ার চেষ্টা করবেন যে, ভবিষ্যতের কোনো সমস্যার সমাধান করতে ইসিবি সবসময় প্রস্তুত রয়েছে৷

পিএমআই বেড়েছে

সপ্তাহের শুরুতে একটা ভালো খবর পায় ইউরোপের পুঁজিবাজার৷ সেটা পিএমআই অর্থাৎ ‘পারচেজিং ম্যানেজারস ইনডেক্স' সংক্রান্ত৷ একটি সংস্থা জানায় যে, নভেম্বরের চেয়ে ডিসেম্বরে পিএমআই বেড়েছে৷ এর মানে হচ্ছে, ইউরোপের বিভিন্ন কোম্পানি কাঁচামাল সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে বেশি টাকা খরচ করেছে – যেটা কোম্পানিগুলোর ভালো আর্থিক ভিতের একটা প্রমাণ৷ বিশ্লেষকরা বলছেন, বেশি পিএমআই মানে, ইউরোজোনের অর্থনীতি ধীরে হলেও সংকট কাটিয়ে উঠছে৷

ব্যাংকগুলো অনিশ্চয়তার আশঙ্কায় নিজে থেকেই ঋণ দিচ্ছে নাছবি: picture-alliance/AP

নতুন সদস্য লাটভিয়া

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দেশটি নতুন বছরের প্রথম দিন থেকে ইউরোজোনের ১৮তম সদস্য হিসেবে যাত্রা শুরু করেছে, যদিও দেশটির মাত্র ২৫ শতাংশ নাগরিক ইউরো নিয়ে উৎসাহী ছিলেন৷ অর্ধেক লাটভিয়ান মনে করেন, ইউরোজোন নিজেই একটা সংকটের মধ্যে আছে৷ সমস্যা সমাধানে সেখানকার পাঁচটি সদস্য রাষ্ট্রকে বেইলআউট সুবিধা দিতে হয়েছে৷ মূলত প্রধানমন্ত্রীর আগ্রহেই ইউরোজোনে প্রবেশ করেছে লাটভিয়া৷ তিনি এটাকে একটা ‘বড় সুযোগ' হিসেবে দেখছেন৷ সাম্প্রতিক বৈশ্বিক আর্থিক মন্দার প্রভাব বেশ ভালোভাবেই পড়েছিল লাটভিয়ার উপর৷ তবে বর্তমান প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেই অবস্থা কাটিয়ে উঠে বর্তমানে ভালো অবস্থানেই আছে দেশটি৷

জেডএইচ/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ