1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইউরোপের ভালোমানুষির দিন শেষ’

২৬ মার্চ ২০২১

প্রাথমিক ব্যর্থতা পেছনে ফেলে নাগরিকদের জন্য আরো দ্রুত করোনা টিকা দেবার উদ্যোগ নিচ্ছে ইইউ৷ ন্যায্য বণ্টনের স্বার্থে অ্যাস্ট্রাজেনিকা কোম্পানির টিকা রপ্তানি বন্ধ রাখার হুমকি দিয়েছেন শীর্ষ নেতারা৷

মাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, এবার ভালোমানুষির দিন শেষছবি: Eliot Blondet/MAXPPP/dpa/picture alliance

করোনা ভাইরাস মোকাবিলায় টিকার অনুমোদন ও টিকা কেনার ক্ষেত্রে ঠিক সময়ে যথেষ্ট উদ্যোগ না নেওয়ার অভিযোগে জর্জরিত ইউরোপীয় কমিশন৷ সদস্য দেশগুলি টিকা কেনা ও বণ্টনের যাবতীয় দায়-দায়িত্ব কমিশনের হাতে ছেড়ে দেওয়ায় সেই চাপ আরো বেড়ে চলেছে৷ যথেষ্ট পরিমাণ টিকা হাতে না পাওয়ায় টিকাকরণ কর্মসূচি অত্যন্ত ধীর গতিতে চলছে৷ এদিকে  করোনা সংক্রমণের ‘তৃতীয় ঢেউ' ইউরোপে সংকটের মাত্রা বাড়িয়ে দিচ্ছে৷ এমনই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে ইইউ শীর্ষ নেতারা পরিস্থিতি পর্যালোচনা করলেন৷ তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিতে করোনা টিকা উৎপাদন আরো বাড়ানোর অঙ্গীকার করেছেন৷

পাকা চুক্তি, আগাম অর্থ ও প্রতিশ্রুতি সত্ত্বেও টিকা সরবরাহে বার বার ব্যর্থ হচ্ছে ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনিকা৷ ইউরোপে বিপুল পরিমাণ টিকা উৎপাদন হলেও তার সিংহভাগ বাইরে পাঠিয়ে দিচ্ছে৷ অথচ ইউরোপের বাইরে থেকে টিকা আনার কোনো উদ্যোগ দেখাচ্ছে না৷ ইইউ শীর্ষ নেতারা কোম্পানির এমন আচরণের ফলে চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে টিকা রপ্তানির প্রক্রিয়ায় আরো কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিলেন৷ এর আওতায়  প্রতিশ্রুতি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নকে যথেষ্ট টিকা সরবরাহ না করলে অ্যাস্ট্রাজেনিকা টিকার রপ্তানি বন্ধ রাখা হবে৷ উল্লেখ্য, চুক্তি অনুযায়ী জুন মাসের শেষের মধ্যে এই কোম্পানিকে ৩০ কোটি টিকা সরবরাহ করতে হবে৷ অথচ ইইউ এখনো পর্যন্ত মাত্র ১০ কোটি টিকা হাতে পেয়েছে৷ ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, কমিশনকে বোঝাতে হবে যে, ইউরোপের নাগরিকরা টিকার ন্যায্য ভাগ পাচ্ছেন৷

টিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞার প্রস্তাবকে কেন্দ্র করে ইইউ সামগ্রিকভাবে দোটানায় রয়েছে৷ অনেক নেতা আশা করছেন, যে, হুমকির ফলেই কাজ হবে, বাস্তবে এমন সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর করতে হবে না৷ তা না হলে পালটা নিষেধাজ্ঞা শিল্পজগতের ক্ষতি বয়ে আনতে পারে৷ তবে অ্যাস্ট্রাজেনিকা কোম্পানি যেভাবে ব্রিটেনের প্রতি ‘পক্ষপাত' দেখিয়ে একতরফাভাবে সে দেশে টিকা রপ্তানি করে চলেছে, সেই পথ বন্ধ করার বিষয়ে ঐক্যমত দেখিয়েছেন ইইউ নেতারা৷ ব্রিটেন ইইউ-তে উৎপাদিত দুই কোটি দশ লাখ টিকা পেলেও সে দেশ থেকে একটি টিকাও ইউরোপে না আসার কারণে সেই ক্ষোভ আরো বেড়ে গেছে৷ বুধবার দুই পক্ষই সব নাগরিকের কল্যাণে  বিরোধ মেটানোর অঙ্গীকার করেছে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, এবার ভালোমানুষির দিন শেষ৷

চলতি বছরের প্রথম তিন মাসে করোনা টিকার ব্যাপক ঘাটতির পর আগামী তিন মাসে সরবরাহ অনেক বেড়ে যাবে বলে আশা করছে ইইউ৷ বায়োনটেক-ফাইজার কোম্পানি ২০ কোটি, মডার্না কোম্পানি সাড়ে তিন কোটি এবং জনসন অ্যান্ড জনসন সাড়ে পাঁচ কোটি টিকা সরবরাহের অঙ্গীকার করেছে৷ ইইউ সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল বলেন, এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ টিকা সরবরাহ বাড়ানো এবং ইইউ সদস্য দেশগুলিতে টিকার ন্যায্য বণ্টন চালিয়ে যাওয়া হবে৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ