1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের যে শহরগুলি গানে ভরা

২৭ সেপ্টেম্বর ২০১৮

‘সেই ঢাকা মেল নেই তো আর...’ শুধু বাংলাদেশের রাজধানী নয়, ইউরোপের অনেক শহর সম্পর্কেও অসংখ্য গান লেখা হয়েছে৷ সংখ্যার ভিত্তিতে শীর্ষ স্থানে রয়েছে এমন একটি শহর, যাকে নিয়ে ২০,০০৭টি গান লেখা হয়েছে৷

ছবি: picture-alliance/R. Schlesinger

ইউরোপে পাঁচটি শহর সম্পর্কে এত যে গান লেখা হয়েছে, অনেকেরই সে বিষয়ে হয়ত কোনো ধারণা ছিল না৷

ইটালির মিলান শহর শুধু ফ্যাশনের জন্যই বিখ্যাত নয়, সংগীতকেন্দ্র এবং দু-দু'টি বড় ফুটবল ক্লাবও সেখানে অবস্থিত৷ সবচেয়ে বেশি গান বাঁধা হয়েছে, ইউরোপে এমন শহরের তালিকায় মোট ৩,৮৫৪টি গান নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মিলান৷

নিজেদের রাজধানী শহরের সঙ্গে জার্মানদের অম্লমধুর সম্পর্ক৷ অন্তত একটি গানের কথায় তার প্রতিফলন দেখা যায় – ‘আমি বার্লিনে যাবো না’৷ তবে বার্লিনবাসীর কাছে তাদের শহর সারা বিশ্বের সেরা৷ তবে ৬,২৬৭টি গান নিয়ে বার্লিন চতুর্থ স্থানে রয়েছে৷

ইটালির রাজধানী রোম চিরন্তন শহর হিসেবে পরিচিত৷ একবার গেলে বার বার ফিরে যেতে ইচ্ছা করে৷ অনেক গানের মধ্যে তার সৌন্দর্য ও ‘লা দলচে ভিটা’-র উল্লেখ রয়েছে৷ এমনকি এলভিস প্রেসলিও রোম নিয়ে গান বেঁধেছেন৷ ১১,৮৫৯টি গান নিয়ে ইটালির রাজধানী শহর তালিকার তৃতীয় স্থান দখল করেছে৷

বহু দশক ধরে নানা ব্যান্ড ও সংগীতশিল্পী এই শহরেই থেকেছেন, কাজ করেছেন৷ অতএব বলা বাহুল্য, এই শহর নিয়ে তো তাঁরা গান বাঁধবেনই৷ যেমন অ্যাডেল লন্ডনেই জন্মগ্রহণ করেছেন৷ অথবা এড শিরান, যাঁকে এই শহরে এসে নিজেকে মানিয়ে নিতে হয়েছে৷ ব্রিটেনের রাজধানী ১৩,৮০৫টি গান নিয়ে ইউরোপীয় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে৷

এডিট পিয়াফ তাঁর শহরকে বড় ভালোবাসতেন৷ বিষণ্ণতা ও রোমান্টিক মেজাজ নিয়ে প্যারিস সম্পর্কে বার বার গান লেখা হয়েছে৷ মার্কিন গায়িকা এলা ফিৎসজেরাল্ড-ও এমন গান বেঁধেছেন৷ ২০,০০৭টি গান নিয়ে তালিকার শীর্ষে রয়েছে প্যারিস৷ কারণ ফ্রান্সের রাজধানী প্রেম-ভালবাসার রাজধানী হিসেবেও পরিচিত৷ প্যারিস নিয়ে লেখা বেশিরভাগ গানের বিষয়ও ভালবাসা৷ সংগীতশিল্পীরা এমনকি প্যারিসের রাস্তার প্রেমেও পড়েছেন৷

মাইকে ক্র্যুগার/এসবি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ