ইউরোপের সঙ্গে বোঝাপড়া এখনো চ্যালেঞ্জের মুখে
২৮ ফেব্রুয়ারি ২০২৩দীর্ঘ টালবাহানার পর সোমবার অবশেষে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট নিয়ে বচসা বন্ধের লক্ষ্যে বোঝাপড়া হলো৷ ফলে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ব্রিটেনের মূল ভূখণ্ড এবং প্রতিবেশী ইইউ সদস্য দেশ আইরিশ প্রজাতন্ত্রের বাণিজ্যের ক্ষেত্রে জটিলতা দূর হবে বলে আশা করা হচ্ছে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন সোমবার এই বোঝাপড়া চূড়ান্ত করেন৷
‘উইন্ডসর ফ্রেমওয়ার্ক' নামের সেই রফার আওতায় ব্রিটেনের মূল ভূখণ্ড থেকে শুধু উত্তর আয়ারল্যান্ডের বাজারের জন্য নির্দিষ্ট পণ্য ‘গ্রিন চ্যানেল' দিয়ে যাবে৷ ফলে সে ক্ষেত্রে নামমাত্র নিয়ন্ত্রণের প্রয়োজন হবে৷ যে সব পণ্য সীমান্ত পেরিয়ে আয়ারল্যান্ডে প্রবেশ করবে, সেগুলির জন্য ‘রেড চ্যানেল'-এর মাধ্যমে আগের মতো শুল্ক সংক্রান্ত ছাড়পত্রের ব্যবস্থা করতে হবে৷ ইইউ সেই তথ্যভাণ্ডারের উপর নজর রাখতে পারবে৷ ইইউ পণ্য সংক্রান্ত নিয়ম পরিবর্তন করলে উত্তর আয়ারল্যান্ড ভেটো শক্তি প্রয়োগ করতে পারবে৷ বিরোধ দেখা দিলে উত্তর আয়ারল্যান্ডের আদালতেই নিষ্পত্তির চেষ্টা করা হবে৷ একেবারে শেষ উপায় হিসেবে ইউরোপীয় আদালতের হস্তক্ষেপ চাওয়া যেতে পারে৷ ফলে একদিকে ব্রিটেনের ঐক্য ও অখণ্ডতা বজায় রেখেও ইইউ-র সাধারণ বাজারের সুরক্ষা সম্ভব হবে বলে দুই পক্ষ আশা করছে৷
প্রায় তিন দশক ধরে হিংসার পর উত্তর আয়ারল্যান্ডে শান্তি ফেরাতে ‘গুড ফ্রাইডে' চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এপ্রিল মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্ভবত মিলিত হবেন৷ তার আগে ইইউ-র সঙ্গে বোঝাপড়া কার্যকর করা সম্ভব হলে সুনাক এক ঢিলে ব্রাসেলস ও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের উন্নতি করে ব্রিটেনের বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করার পথ প্রশস্ত করতে পারবেন৷ ব্রিটেনের ব্যবসা-বাণিজ্য জগত সোমবারের বোঝাপড়ার প্রশংসা করলেও সুনাকের সামনে কঠিন রাজনৈতিক বাধার আশঙ্কা রয়ে গেছে৷
ক্ষমতায় আসার মাত্র চার মাসের মাথায় ঋষি সুনাক আপাতত ইইউ-র সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে পারলেও ‘উইন্ডসর ফ্রেমওয়ার্ক' কার্যকর করার ক্ষেত্রে তাঁর নিজের টোরি দলের কট্টর ব্রেক্সিটপন্থি অংশ এবং উত্তর আয়ারল্যান্ডের ব্রিটেন-পন্থি ডিইউপি দলের সহযোগিতা পাবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়৷ এ বিষয়ে দল ও সরকারের মধ্যে ঐকমত্য অর্জিত না হলে প্রধানমন্ত্রী সুনাক দুর্বল হয়ে পড়বেন৷ অন্যদিকে ডিইউপি প্রায় এক বছর ধরে উত্তর আয়ারল্যান্ডের সরকারে অংশ না নেবার সিদ্ধান্তে অটল থাকলে সেই প্রদেশে যে রাজনৈতিক অনিশ্চয়তা চলছে, তাও দূর হবে না৷ দুই পক্ষই নতুন বোঝাপড়ার খুঁটিনাটী বিষয়গুলি পরীক্ষা করে প্রতিক্রিয়া জানাবার আভাস দিয়েছে৷ বাকি রাজনৈতিক দলগুলিও সেই প্রক্রিয়া শুরু করেছে৷ তার পর সরকার সংসদের অনুমোদনের লক্ষ্যে ভোটগ্রহণের ব্যবস্থা করবে৷
শেষ পর্যন্ত সুনাক ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বোঝাপড়া কার্যকর করতে না পারলে শুধু তাঁর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে না, ব্রিটেনের সঙ্গে ইইউ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা সে দেশের অর্থনীতির উপর আরও চাপ সৃষ্টি করতে পারে৷ আইরিশ বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ব্রিটেন ও ইইউ-র মধ্যে বোঝাপড়াকে স্বাগত জানিয়ে বলেছেন, গুড ফ্রাইডে শান্তি চুক্তি টিকিয়ে রাখার লক্ষ্যে সেটা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)
২০২০ সালের ছবিঘর দেখুন...