1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবসরপ্রাপ্তদের দরিদ্রতা

রাল্ফ বোজেন / জেডএইচ৬ জানুয়ারি ২০১৩

এক সময় বলা হতো, ইউরোপের সবচেয়ে সুখী মানুষ হচ্ছেন বয়স্করা৷ কেননা চাকরি জীবন শেষে তাঁরা প্রতি মাসে পেনশনের যে টাকা পেতেন তা দিয়ে ইচ্ছেমত ঘুরে বেড়াতেন৷ কিন্তু সুখের সেই দিনগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে৷

ছবি: picture-alliance/dpa

ইউরোপের প্রতি চারজনের একজন এখন অবসরপ্রাপ্ত৷ মোট সংখ্যা প্রায় ১২০ মিলিয়ন৷ ইউরোপীয় কমিশনের হিসেব এটা৷ আরও জানা গেছে, প্রতি বছরই ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা বাড়ছে প্রায় দুই মিলিয়ন করে৷ যেটা দশ বছর আগের তুলনায় প্রায় দ্বিগুন৷

ইউরোপের সরকারগুলো বর্তমানে তাদের জিডিপি'র প্রায় দশ শতাংশ ব্যয় করে পেনশন খাতে৷ এখন যেহেতু অবসরপ্রাপ্তের সংখ্যা বাড়ছে তাই পেনশন দিতে সরকারগুলোর ব্যয় আরও বাড়বে৷

কিন্তু সরকার রয়েছে অর্থ সমস্যায়৷ আর্থিক মন্দার কারণে সরকারের কাছে পর্যাপ্ত টাকা নেই৷ তাই আগের মতো আর বেশি বেশি পেনশন দিতে পারছে না সরকারগুলো৷

জার্মানির যেসব নাগরিকের বয়স ৬৫ তাদের মধ্যে দারিদ্রতার হার ১৫ শতাংশের মতোছবি: picture-alliance/dpa

আর্থিক মন্দা ছাড়াও মানুষের আয়ু বেড়ে যাওয়া আর জন্মহার কমে যাওয়ার কারণে সমস্যায় রয়েছে ইউরোপের সরকারগুলো৷ কেননা আয়ু বেড়ে যাওয়ায় অবসরপ্রাপ্তদের অনেকদিন ধরে পেনশন দিতে হচ্ছে৷ অন্যদিকে, জন্মহার কমে যাওয়ায় কর্মক্ষম লোকের সংখ্যা যাচ্ছে কমে৷ এর ফলে পেনশন খাতে অর্থ জমা হওয়ার পরিমাণও কমে যাচ্ছে৷

অর্থাৎ, একদিকে পেনশন তহবিলে অর্থ জমা হচ্ছে কম, অন্যদিকে বেশি মানুষকে পেনশন দিতে হচ্ছে৷ এর সঙ্গে যোগ হয়েছে ইউরো সংকট৷ সব মিলিয়ে সরকারগুলো পড়েছে বিপদে৷

জার্মানির সামাজিক গণতন্ত্রী দল এসপিডি'র গবেষণা শাখা ফ্রিডরিশ এবার্ট ফাউন্ডেশন এ বিষয়ে একটি গবেষণা করেছে৷ তাতে বলা হয়েছে ইউরোপের সমস্যাগ্রস্ত দেশ স্পেন, পর্তুগাল আর গ্রিসে বয়স্করা বেশি দারিদ্রতার মুখোমুখি হচ্ছে৷ অবস্থা ভাল নয় গ্রেট ব্রিটেনেরও৷ সেখানে এমনিতেই অন্যান্য দেশের তুলনায় পেনশনের হারটা কম৷

অনেক বয়স্ক লোককে বিনামূল্যের খাবার দেয় এমন কেন্দ্রে যেতে হচ্ছেছবি: picture alliance / dpa

তবে ফ্রিডরিশ ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদন বলছে, হল্যান্ডের অবসরপ্রাপ্তরা এদিকে থেকে কিছুটা ভাগ্যবান৷ জার্মানির অবস্থা মোটামুটি৷ অর্থাৎ ভাল আর খারাপের মাঝামাঝি৷ জার্মানির যেসব নাগরিকের বয়স ৬৫ তাদের মধ্যে দারিদ্রতার হার ১৫ শতাংশের মতো বলে জানিয়েছে ঐ গবেষণা প্রতিষ্ঠানটি৷

বয়স্কদের মধ্যে পুরুষদের তুলনায় নারীর অবস্থা খারাপ৷ ইউরোপে এখনো নারীরা পুরুষের তুলনায় গড়ে ১৭ শতাংশ কম বেতন পান৷ আর কম বেতন মানে পেনশন তহবিলে কম জমা, মানে অবসর সময়ে কম প্রাপ্তি৷ এছাড়া মাতৃত্বকালীন ছুটি অথবা পরিবারের বয়স্কদের দেখভাল করার জন্যও নারীরা কর্মজীবনে পুরুষের চেয়ে কম সময় কাজ করে থাকেন৷

বিদ্যমান সমস্যা সমাধানে ইউরোপীয় কমিশন অবসর নেয়ার সময়সীমা বৃদ্ধি ও নারীদের জন্য পুরুষের সমান কাজ করার ব্যবস্থা চালুর সুপারিশ করেছে৷ এক জরিপে দেখা গেছে ৬১ শতাংশ উত্তরদাতা বলেছেন অবসরের পরও তারা কাজ করতে আগ্রহী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ