1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফ্রান্স

ইউরোপে ‘ইসলামপন্থি সন্ত্রাস' বাড়ছে: মাক্রোঁ

১৮ অক্টোবর ২০২৩

ইউরোপে ইসলামপন্থি সন্ত্রাসের ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷

এমানুয়েল মাক্রোঁ ও রামা
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁছবি: Albania/Press office of the Prime Minister

মঙ্গলবার আলবেনিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে বৈঠক করেন মাক্রোঁ৷ রাজধানী তিরানায় এ বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন তিনি৷ তখন এক পর্যায়ে মাক্রোঁ এই প্রসঙ্গে কথা বলেন৷ একদিন আগে ব্রাসেলসে দুই ফুটবল সমর্থককে হত্যার ঘটনাটি ঘটে৷

‘‘আমরা ব্রাসেলসে কাল আবার দেখলাম৷ ইউরোপীয় দেশগুলো ঝুঁকিতে আছে, আর বোঝাই যাচ্ছে ইসলামপন্থি সন্ত্রাস আবারো বেড়েছে,'' বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷

‘‘এখানে আমি আমাদের বেলজিয়ান বন্ধুদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি,'' যোগ করেন মাক্রোঁ৷ 

অনলাইনে নিজেকে ইসলামিক স্টেটের সদস্য দাবি করা ৪৫ বছর বয়সি এক ব্যক্তি সোমবার দুই সুইডিশ ফুটবল সমর্থককে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হত্যা করেন৷

আগের সপ্তাহে প্যারিসের উত্তরাঞ্চলের আরাস এলাকায় ২০ বছর বয়সি এক তরুণ একজন স্কুল শিক্ষকসহ চারজনকে ছুরিকাঘাত করে৷ ঐ শিক্ষক মারা যান৷ ঐ তরুণও নিজেকে ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে৷

সংবাদ সম্মেলনে ইসরায়েল-গাজা পরিস্থিতি নিয়েও কথা বলেন মাক্রোঁ৷ শিগগিরই ইসরায়েল সফরে যাবেন বলে জানান৷

‘‘যখন সেখানে যুদ্ধ বন্ধ বা মানবিক ইস্যু, অর্থাৎ, পুরো বিষয়টি নিয়ে একটা পরিষ্কার সমঝোতার পরিস্থিতি তৈরি হবে, তখন সেখানে যাবার ইচ্ছে আছে আমার,'' বলেন মাক্রোঁ৷

ইসরায়েলের নিরাপত্তা, সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ এবং শান্তি প্রক্রিয়া ও রাজনৈতিক সমাধান সবকিছুই একটি আরেকটির সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেন তিনি৷

জেডএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ