1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়ছে

৬ আগস্ট ২০২০

সংক্রমণের হার বেড়ে চলায় ইউরোপের বিভিন্ন দেশে আবার কড়া বিধিনিয়ম চালু করা হচ্ছে৷ মাস্ক ও কোয়ারান্টিন সংক্রান্ত কড়াকড়িও বাড়ছে৷ এদিকে ভুয়া দাবিসহ ভিডিও শেয়ার করে তোপের মুখে পড়েছেন ট্রাম্প৷

ছবি: picture-alliance/R. Utrecht

প্রথম ধাক্কা মোটামুটি সামলে নিলেও ইউরোপে করোনা ভাইরাস সংক্রমণের ‘সেকেন্ড ওয়েভ’ বা দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়ছে৷ অনেকে মনে করছেন, সেই পর্যায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে৷ গ্রীষ্মকালের পর আবহাওয়া শীতল হলে এই মহামারি আরও মারাত্মক আকার ধারণ করবে বলে কিছু বিশেষজ্ঞ মনে করছেন৷ করোনায় মৃত্যুর হিসেবে ইউরোপ এতকাল বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকার শীর্ষে ছিল৷ দুই লাখ এগারো হাজারেরও বেশি মানুষ এই মহাদেশে করোনার বলি হয়েছেন৷ মঙ্গলবার ল্যাটিন অ্যামেরিকা তালিকার শীর্ষে চলে গেছে৷

নতুন করে সংক্রমণের হার বাড়ায় ইউরোপের কয়েকটি দেশ আরও কড়া বিধিনিয়ম চালু করেছে৷ মুখ ঢাকার মাস্ক পরা ও কোয়ারান্টিনের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে৷ গ্রিসে ‘ওয়েক আপ উইক’ কর্মসূচির আওতায় সরকার জনসাধারণকে বিপদ সম্পর্কে আরও সচেতন করার উদ্যোগ নিচ্ছে৷ পরিস্থিতি অনুযায়ী প্রতিদিন নতুন পদক্ষেপ নেবার পরিকল্পনা করছে সে দেশের সরকার৷ ব্রিটেনেও স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে কড়াকড়ি বাড়ছে৷ যেমন স্কটল্যান্ডের অ্যাবার্ডিন শহরে সব রেস্তোরাঁ বন্ধ রাখা হচ্ছে৷ ফ্রান্সের একাধিক শহরে মাস্ক পরা বাধ্যতামূলক করার উদ্যোগ চলছে৷ বেলজিয়ানের অ্যান্টওয়ার্প প্রদেশে সংক্রমণের হার বেড়ে চলায় জার্মানি সেই অঞ্চলকে ‘কালো তালিকা’-য় অন্তর্ভুক্ত করেছে৷ অর্থাৎ করোনা ভাইরাস পরীক্ষার নেতিবাচক ফল দেখাতে না পারলে সেখান থেকে কেউ জার্মানিতে প্রবেশ করলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন মেনে চলতে হবে৷

দক্ষিণ অ্যামেরিকায়ও করোনা মহামারি মারাত্মক আকার ধারণ করছে৷ বিশেষ করে ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলেছে৷ প্রায় ২৯ লাখ মানুষ সে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ মৃতের সংখ্যা ৯৭,০০০-এরও বেশি৷ ফলে গোটা অঞ্চলে মৃতের সংখ্যার প্রায় অর্ধেক ব্রাজিলেই নথিভুক্ত হয়েছে৷ পেরুতেও সংক্রমণের হার দ্রুত বেড়ে চলেছে৷

বিশ্বজুড়ে করোনা মহামারির তাণ্ডব সত্ত্বেও এই ভাইরাস সম্পর্কে ভুয়া খবরের প্রসার বন্ধ করা যাচ্ছে না৷ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমনই একটি ভিত্তিহীন দাবিসহ ভিডিও শেয়ার করে কোণঠাসা হয়ে পড়েছেন৷ সেই দাবি অনুযায়ী শিশুরা নাকি করোনা ভাইরাস থেকে ‘প্রায়’ নিরাপদ৷ ফলে ফেসবুক এই প্রথম তাঁর অ্যাকাউন্ট থেকে কোনো কনটেন্ট সরিয়ে দিয়েছে৷ কোম্পানির এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, যে সেই কোভিড-১৯ সম্পর্কে ক্ষতিকর ভুয়া খবর প্রসার মোকাবিলার নীতির আওতায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে৷ টুইটার একই কারণে ট্রাম্পের প্রচার সংক্রান্ত অ্যাকাউন্ট ব্লক করেছে৷ সেই পোস্টে শিশুদের এই বিশেষ ‘ক্ষমতা’ উল্লেখ করে সেপ্টেম্বর মাসে অ্যামেরিকায় সব স্কুল খোলার পক্ষে সওয়াল করা হয়েছিল৷ সেই ভিডিওটি সরিয়ে ফেলার পর ‘টিমট্রাম্প’ অ্যাকাউন্ট আবার সক্রিয় করা হয়৷

এসবি/কেএম (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ