1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে বাড়ছে বায়ু দূষণ

১৭ অক্টোবর ২০১৩

ইউরোপের দেশগুলোতে ভয়াবহভাবে বেড়ে চলেছে বায়ু দূষণ৷ এর ফলে জন্মের পর পর শিশু মৃত্যু বা গর্ভপাত, স্বাস্থ্য অবনতি, এমনকি শস্যের ফলন ভালো না হওয়ায় বেড়ে যাচ্ছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণও৷

Fabrikschornsteine Abgase; Architecture; Architektur; Fabrik; Industrial plants; Industrie; Industrieanlagen; Industriegebäude; Industry Buildings; Luftverschmutzung; Qualm; Rauch; Schornstein; Umwelt; Umweltschutz; Umweltverschmutzung; air pollution; chimney; chimneys; climate change; environment; environment protection; environmental pollution; factory; fume; fumes; global warming; globale Erwärmung; industrial; industriell; industry; klimawandel; qualmen; qualmend; qualmende; qualmender; qualmendes; schlot; schlote; smoke; smokestack; smoking; smoky
ছবি: picture-alliance/chromorange

মঙ্গলবার ইউরোপের পরিবেশ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, গত কয়েক দশকে ইউরোপে কার্বন নিঃসরণের হার কমেছে, কিন্তু বেড়েছে ডিজেল চালিত গাড়ির সংখ্যা৷ সেইসাথে বাড়িতে গ্যাসের বিকল্প হিসেবে কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করার প্রবণতাও বেড়ে গেছে৷ ফলত কঠিন হয়ে পড়েছে দূষণ রোধ করা৷

এ কারণে চলতি বছরের শেষ নাগাদ বাতাসে ‘পার্টিকুলেট ম্যাটার' বা পিএম নামে পরিচিত এক ধরণের অণুবীক্ষণিক কণা কমানোর প্রস্তাব দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷

বায়ু দূষণের প্রতি নজর না দিলে তা আরো ক্ষতিকর হবে৷ তাই দ্রুত পদক্ষেপ নিতে ইউরোপিয়ান ইউনিয়নকে চাপ দিচ্ছে সংস্থাটিছবি: imago/blickwinkel

ফ্রান্স, ইটালি, পোল্যান্ডসহ ইউরোপের ২২টি দেশ ২০১১ সালে ইউরোপীয় ইউনিয়নের দেয়া পিএম সীমারেখা অতিক্রম করে৷ ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি বা ইইএ-র দেয়া প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া ‘গাইডলাইন' মানেনি কেউ৷

গত দশকে জ্বালানি কেন্দ্রগুলোতে ইউরোপিয়ান বিধিনিষেধের কারণে সালফার ডিঅক্সাইডের নিঃসরণ ৫০ ভাগ কমে গিয়েছিল৷ এই সালফার ডিঅক্সাইডের কারণে অ্যাসিড বৃষ্টি হয়৷

কিন্তু এরপরও বাতাসে ক্ষতিকারক পদার্থ এবং ওজনের পরিমাণ খুব সামান্যই কমেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তাদের পাওয়া তথ্য অনুযায়ী, বায়ু দূষণের প্রতি নজর না দিলে তা আরো ক্ষতিকর হবে৷ তাই দ্রুত পদক্ষেপ নিতে ইউরোপিয়ান ইউনিয়নকে চাপ দিচ্ছে সংস্থাটি৷

ইইএ তাদের প্রতিবেদনে বলেছে, শহরাঞ্চলে পিএম দূষণের কারণে মানুষের ফুসফুস থেকে দূষিত বায়ু সরাসরি রক্তে প্রবেশ করছে, যা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে৷

অন্যদিকে, যুক্তরাষ্ট্র কিন্তু বাতাসে পিএম-এর পরিমাণ সীমাবদ্ধ রাখতে সমর্থ হয়েছে৷ দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার চেয়েও সেখানে বাতাসে পিএম-এর পরিমাণ কম৷

বাতাসে পিএম-এর পরিমাণ বেড়ে যাওয়ায় ভূমধ্যসাগর সংলগ্ন দেশ ইটালি, ফ্রান্স ও স্পেনের শস্য উৎপাদনে ক্ষতিকর প্রভাব পড়েছে৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ফসল৷ ওজন দূষণের কারণে ২০০০ সালে ইউরোপে ২ কোটি ৭০ লাখ টন ফসল নষ্ট হয়েছে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, ইউরোপের রাস্তায় ডিজেল চালিত যান বেড়ে যাওয়ার ফলে বাতাসে নাইট্রোজেন ডিঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে৷

গবেষকরা বলছেন, ডিজেল চালিত গাড়ি থেকে নিঃসৃত নাইট্রোজেন ডিঅক্সাইড মৌমাছিকে ফুলের গন্ধ চেনাতে বাধা দিচ্ছে, যা মৌ চাষে বিড়াট প্রভাব ফেলবে৷ এমনকি অন্যান্য খাদ্য উৎপাদনও এ কারণে ব্যাহত হতে পারে৷

এপিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ