1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে চরম বেকারত্ব

২১ মে ২০১৩

সরকারি ব্যয়-সংকোচ ও সংস্কারের মতো পদক্ষেপের মাধ্যমে ইউরোপ তার ঘর সামলাবার চেষ্টা করলেও চরম বেকারত্ব ও মন্দার মতো সমস্যার ফলে মানুষের মনে অসন্তোষ বাড়ছে৷ বুধবার ইইউ শীর্ষ সম্মেলনে এ বিষয়ে আলোচনা হবে৷

ARCHIV - Ein Mann geht am 11.02.2009 im Career Center in Brooklyn, New York, an einem Plakat mit der Aufschrift «Find A Job. Advance Your Career» vorüber. US-Präsident Obama startet derzeit einen verzweifelten Versuch, den Etatstreit in letzter Minute zu lösen. Sollte es keine Einigung mit den Republikanern geben, drohen massive Kürzungen. Unter anderem könnten bestimmte Hilfen für Arbeitslose ab Januar 2013 schlagartig wegfallen. Zwei Millionen Menschen bekämen diese Einschnitte sofort zu spüren. Foto: Justin Lane epa (Zu dpa «Obama greift in Etatstreit ein - Chancen auf Einigung schwinden» vom 27.12.2012) pixel
ছবি: picture-alliance/dpa

ইউরোপে বেশ কিছুদিন ধরে অনেক সংকট বিচ্ছিন্নভাবে আলোচিত হচ্ছে৷ বুধবার ব্রাসেলস-এ একদিনের ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে সেগুলি নিয়ে সার্বিক আলোচনা হবার কথা৷ তবে বিশেষ প্রাধান্য পাবে চরম বেকারত্ব ও ইউরো এলাকায় মন্দার আশঙ্কা৷ আপাতত গোটা এলাকায় বেকারদের সংখ্যা প্রায় ২ কোটি ৬০ লক্ষ৷ তাছাড়া প্রায় ১৮ মাস ধরে মন্দা চলছে, যা একটা রেকর্ড৷ মোটকথা তাত্ত্বিক আলোচনার বাইরে দ্রুত এমন পদক্ষেপ নেবার জন্য চাপ বাড়ছে, যাতে এখনই কর্মসংস্থান বাড়ে, অর্থনীতি চাঙ্গা হতে শুরু করে৷ ধৈর্যের বাঁধ ভেঙে পড়ার মুখে৷ সেই সঙ্গে ইইউ সম্মেলনে কর ফাঁকি বন্ধ করার উদ্যোগও জোরালো হবে বলে আশা করা হচ্ছে৷ লুক্সেমবুর্গ ও অস্ট্রিয়া এখনো ব্যাংকিং ক্ষেত্রে গোপনীয়তার নিয়ম শিথিল করার বিষয়ে পুরোপুরি রাজি হচ্ছে না, যদিও তাদের উপর চাপ কম নেই৷ কর ফাঁকির প্রশ্নে সুইজারল্যান্ডের সঙ্গেও ইইউ-র সার্বিক বোঝাপড়ার প্রয়োজন রয়েছে৷

এই অবস্থায় ইউরোপের রাজনৈতিক নেতাদের সামনে বেশি পথ খোলা নেই৷ সবার নজর জার্মানির দিকে৷ সেপ্টেম্বরে সাধারণ নির্বাচনের আগে সরকারের পক্ষে এমন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন, যার ফলে ভোটাররা অসন্তুষ্ট হয়৷ ফ্রান্সও মন্দার কবলে পড়ে নিজের ঘর গোছাতে ব্যস্ত৷ বাজেট ঘাটতি কমাতে ফ্রান্স কিছুটা বাড়তি সময় পেলেও মেয়াদ শেষ হওয়ার আগেই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সে দেশের উপর চাপ বাড়ছে৷ এই অবস্থায় দুই দেশ ইউরোপের চালিকা শক্তি হিসেবে নিজেদের ভূমিকা পালন করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে৷ ইটালির বিশাল ঋণভার, স্পেনের উপর বাড়তি নজরদারির প্রয়োজন, স্লোভেনিয়ার জন্য বেলআউটের মতো বিষয়ও ইউরোপীয় নেতাদের ভাবাচ্ছে৷ এর মধ্যে ২০১৭ সালে ব্রিটেন গণভোটের মাধ্যমে ইইউ-র সদস্য থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে৷ তার আগে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটেনের জন্য আরও ছাড় আদায় করার চেষ্টা করে চলেছেন৷

তবে এমন চাপের মুখে বাজেট ঘাটতি কমানো বা সংস্কারের গতি কমে যাবে, এমন সম্ভাবনা মোটেই দেখা যাচ্ছে না৷ তবে এই ধরণের পদক্ষেপের সুফল যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছতে পারে, তার জন্য কী কী করা প্রয়োজন, সেই বিষয়টি বাড়তি গুরুত্ব পাবে৷ জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে এ ক্ষেত্রে ইইউ প্রতিষ্ঠানগুলির কাজের কিছুটা সমালোচনা করেছেন৷

সোমবার জার্মানিসহ ইউরোপের অনেক দেশে ছুটি থাকায় বাজারের সার্বিক চিত্র ছিল কিছুটা অস্পষ্ট৷ তা সত্ত্বেও পুঁজিবাজার কিছুটা চাঙ্গা হয়ে উঠেছিল৷ ইটালির অর্থনীতির দুর্বল চিত্র উঠে এলেও অস্থিরতা দেখা যায় নি৷ বাজারের নজর আপাতত ইইউ শীর্ষ বৈঠকের দিকে৷

এসবি / জেডএইচ (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ