1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে ট্যাক্সির যুগ শেষ?

১২ জুন ২০১৪

ট্যাক্সি বলতে ট্যাক্সি ক্যাব-এর কথাই বলা হচ্ছে, যাদের লাইসেন্স ও মিটার থাকে৷ তাদের এখন লাইসেন্সবিহীন, মোবাইল ফোন ও অ্যাপ-এর মাধ্যমে যুক্ত ‘ব্ল্যাক কার’ সার্ভিসগুলির সঙ্গে যুঝতে হচ্ছে৷ আর সে কারণেই যত প্রতিবাদ ও ধর্মঘট!

Deutschland Taxifahrer demonstrieren in Hamburg gegen Smartphone Taxi App
ছবি: picture-alliance/dpa

এই যেমন বুধবার রোম, প্যারিস, বার্লিন অথবা মিলান-এ৷ ক্ষুব্ধ ট্যাক্সি-চালকদের অভিযোগ হলো, তাঁরা এই সব বেসরকারি কার সার্ভিসের তরফ থেকে অন্যায় প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে৷ ‘উবার' অথবা ‘শোফার প্রিভে'-র মতো ভুঁইফোড় কোম্পানিগুলির না আছে প্রশিক্ষণ, না আছে নিয়ন্ত্রণ৷

ট্যাক্সি-চালকদের মূল আক্রোশ হলো ‘উবার' নামধারী একটি মার্কিন শোফার কার কোম্পানি৷ ২০০৯ সালে প্রতিষ্ঠিত স্টার্ট-আপটির বাজারদর আজ ১৭ বিলিয়ন ডলার! উবার অ্যাপটির মাধ্যমে গ্রাহক সরাসরি বিভিন্ন ‘‘ব্ল্যাক কার'' সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷ উবার-এর অনুকরণে বিশ্বে জুড়ে অন্যান্য নানা কোম্পানি ব্যবসা শুরু করেছে এবং সকলেরই ছছল-বছল৷

শুধু ফ্রান্সেই আজ আনুমানিক দশ হাজার গাড়ি ও মোটরসাইকেল এভাবে বেসরকারি ট্যাক্সি হিসেবে ভাড়া খাটে৷ ড্রাইভাররা শুধুমাত্র আগে রিজার্ভেশন করা থাকলে যাত্রী তুলতে পারে; রাস্তায় গাড়ি থামিয়ে এ সব বেসরকারি ট্যাক্সিতে ওঠা যায় না৷ অপরদিকে এই লাইসেন্সবিহীন ট্যাক্সি চালকদের সরকারি লাইসেন্সের জন্য প্রায় আড়াই লাখ ইউরো নগদ গুনোগার দিতে হয় না৷

বুধবার প্রথাগত ট্যাক্সি ক্যাবের ড্রাইভাররা নানা অভিনব পন্থায় তাঁদের রোষ ও ক্ষোভ ব্যক্ত করেছেন৷ প্যারিসের ট্যাক্সি চালকরা শার্ল দ্য গল ও অর্লি বিমানবন্দর দু'টিতে সম্মিলিত হয়ে ধীরে ধীরে শহরের দিকে যাবার পরিকল্পনা করেছেন৷ রোমে ট্যাক্সি ড্রাইভাররা একটি ‘‘পাল্টা ধর্মঘট'' করেছেন প্রতি ট্রিপে ১০ ইউরোর বেশি চার্জ না করে৷ অপরদিকে প্যারিসে উবার বলেছে যে, তারা তাদের পরিষেবার পারিশ্রমিক ৫০ শতাংশ কমিয়ে দেবে৷

সান ফ্রান্সিসকো ভিত্তিক উবার কোম্পানিটিতে পুঁজি বিনিয়োগ করেছে গোল্ডম্যান স্যাক্স এবং গুগল-এর মতো কোম্পানি৷ উবার-এর গ্রাহকরা তাঁদের স্মার্টফোনে একটি অ্যাপ ব্যবহার করে ট্যাক্সি বুক করতে পারেন ও পরে ভাড়া চোকাতে পারেন৷ উবার-এর একটি দ্বিতীয় অ্যাপ দিয়ে ড্রাইভাররা যাত্রার ভাড়া নির্ধারণ করতে পারেন৷ এবং সেখানেই লন্ডনের সুবিখ্যাত ব্ল্যাক ক্যাব ড্রাইভারদের আপত্তি৷ তাদের বক্তব্য: এই দ্বিতীয় অ্যাপটি বস্তুত একটি ট্যাক্সিমিটার এবং সে বিচারে বেআইনি৷

এসি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ