1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনে সন্তুষ্ট পুঁজিবাজার

২৮ মে ২০১৪

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে চরমপন্থিদের সাফল্য সত্ত্বেও ইউরোপপন্থি দলগুলির আধিপত্য বজায় থাকছে৷ ইউক্রেনেও আপাতত সংঘাতের আশঙ্কা কম৷ এই দুই ঘটনায় পুঁজিবাজার চাঙ্গা হয়ে উঠেছে ইউরোপে৷

ছবি: picture-alliance/dpa

ইউক্রেন ও ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে ইউরোপের পুঁজিবাজার বেশ সন্তুষ্ট৷ ইউক্রেনের পরবর্তী প্রেসিডেন্ট একই সঙ্গে ইউরোপপন্থি এবং পুটিনের সঙ্গেও তিনি ভাল সম্পর্ক গড়ে তোলায় আগ্রহী৷ অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্টে দক্ষিণপন্থি, পপুলিস্ট ও ইউরোপ-বিরোধীদের সাফল্য সত্ত্বেও এখনো ইউরোপপন্থি দলগুলিরই সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকছে৷ ফলে প্রয়োজনীয় সংস্কারের কাজগুলি গতি পাবে বলে আশা করা হচ্ছে৷ এই অবস্থায় ইউরোপ-জুড়ে পুঁজিবাজার সোমবার বেশ চাঙ্গা হয়ে উঠেছিল৷ তবে ব্রিটেন, ফ্রান্স ও ডেনমার্কের মতো দেশে ইউরোপ-বিরোধীদের বিপুল সাফল্য সে সব দেশের সরকারের অবস্থান দুর্বল করে তুলেছে৷

নির্বাচনে পপুলিস্ট ও ইউরোপ-বিরোধীদের সাফল্য ভোটারদের প্রতিবাদী মনোভাব স্পষ্ট করে দিচ্ছে৷ ফলে প্রতিষ্ঠিত মূল-স্রোতের রাজনৈতিক দলগুলির দুর্বলতা স্পষ্ট হয়ে উঠছে৷ সংকটের সময় সংস্কার, ব্যয়-সংকোচের মতো নীতি দায়িত্বশীলতার পরিচয় হলেও চরম বেকারত্ব ও দু্র্বল অর্থনীতির ফলে সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ সেই ক্ষোভই ব্যালট বাক্সে দেখা গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন৷ ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তরান্বিত করতে জাতীয় ও ইউরোপীয় পর্যায়ে নেতারা এবার সুস্পষ্ট পদক্ষেপ নিতে বাধ্য হবেন৷ হাতেনাতে তার ফল দেখা গেলে সাধারণ মানুষের ক্ষোভও কেটে যাবে৷ অর্থনীতি চাঙ্গা হলে পুঁজিবাজারও সন্তুষ্ট হবে৷ তবে এর অর্থ এই নয় যে, অতীতের লাগামহীন সরকারি ব্যয়ের দিন ফিরে আসছে৷ বাজেট ঘাটতি সামলেই অর্থনীতিকে চাঙ্গা করার ব্যবস্থা নিতে হবে৷ ইউরোপীয় পার্লামেন্টের পর ইউরোপীয় কমিশনের পুনর্বিন্যাস হবে৷ সে ক্ষেত্রেও পরিবর্তনের হাওয়া দেখা যাবে বলে আশা করা হচ্ছে৷

সংস্কার চালিয়েও জনপ্রিয়তা বজায় রাখতে পেরেছেন ইটালির প্রধানমন্ত্রী মাটেও রেনসি, কারণ তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন৷ ইউরোপীয় নির্বাচনেও ভোটাররা তাঁর দলের প্রতি সমর্থন দেখিয়েছেন৷ ফলে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ছাড়া তিনিই ইউরোপের হাতে গোনা ক্ষমতাসীন নেতাদের অন্যতম, যিনি ভোটারদের সমর্থন পেলেন৷ বাকি সংকটগ্রস্ত দেশগুলিও এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে৷ আয়ারল্যান্ড ও পর্তুগালের সরকার সাফল্য দেখিয়েছে৷ এবার গ্রিস ও স্পেনেও উন্নতির প্রত্যাশা বাড়ছে৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স, এপি, এএফপি)

আয়ারল্যান্ড ও পর্তুগালের সরকার সাফল্য দেখিয়েছে, এবার গ্রিস ও স্পেনেও উন্নতির প্রত্যাশা বাড়ছেছবি: picture-alliance/dpa
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ