ইউরোপে বছরে ৩৩ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় সুপারবাগ
৬ নভেম্বর ২০১৮
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বা সুপারবাগের কারণে প্রতিবছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রাণ হারাচ্ছে ৩৩ হাজারের বেশি মানুষ৷ নতুন একটি গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, পরিস্থিতি আগের চেয়ে অনেক ভয়াবহ৷
ছবি: Imago/Science Photo Library
বিজ্ঞাপন
ইউরোপের দেশগুলোর মধ্যে গ্রিস আর ইটালিতে সুপারবাগ সংক্রমণের হার সবচেয়ে বেশি৷ ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইসিডিসি'র এই গবেষণা ল্যানসেট জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছে৷ গবেষকরা বলছেন, এই সুপারবাগ হলো এইচআইভি, ফ্লু এবং যক্ষার মিলিত রূপ৷ গবেষকরা লিখেছেন, ‘‘বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় বড় আঘাত হেনেছে সুপারবাগ৷ ২০০৭ সাল থেকে এর প্রকোপ বেড়ে চলেছে, কেননা, এর আগে পর্যন্ত সুপারবাগে বছরে ২৫ হাজার মানুষের মৃত্যু হতো৷''
ইসিডিসি গবেষণায় ২০১৫ সালের তথ্য ব্যবহার করা হয়েছে এবং এ থেকে গবেষকরা পাঁচ ধরনের সংক্রমণের খোঁজ পেয়েছেন৷ গ্রিস আর ইটালিতে সংক্রমণের হার সবচেয়ে বেশি, অন্যদিকে ইউরোপের উত্তরাঞ্চলে সংক্রমণের হার সবচেয়ে কম৷ জার্মানিতে প্রতি বছর সুপারবাগে অন্তত ৫৫ হাজার মানুষ আক্রান্ত হয়৷ এর মধ্যে মারা যায় অন্তত আড়াই হাজার মানুষ৷
স্বাস্থ্য সম্পর্কে সাম্প্রতিক গবেষণার কিছু তথ্য
আপনি কি প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পাচ্ছেন? শরীর ও মনের ব্যথা ভুলতে মাসাজের কোনো ভূমিকা আছে কি? কিংবা গ্লুটেন কেন খাবেন অথবা টিনিটাস হলেই বা কী করবেন৷ এরকম নানা প্রশ্নের উত্তর জেনে নিন বিভিন্ন গবেষণার ফলাফল থেকে৷
ছবি: Colourbox
কানের রোগ টিনিটাস
ঘরে বা বাইরের বিকট বা জোরে শব্দ থেকে অনেকের কানে হঠাৎ করে মাঝে মাঝে শোঁ শোঁ শব্দ হয়৷ এই অসুখকে ডাক্তারি ভাষায় টিনিটাস বলা হয়৷ সাম্প্রতিক সময়ের এক সুইডিশ গবেষণা থেকে জানা গেছে যে, টিনিটাস শুধু শব্দ থেকে নয়, বংশগত কারণেও হতে পারে৷ এই ফলাফল টিনিটাস রোগীকে সুচিকিৎসা দিতে সহজ হবে বলেই গবেষকরা মনে করছেন৷
ছবি: Fotolia/Jürgen Fälchle
গ্লুটেন কেন খাবেন
স্বাস্থ্যসম্মত না হওয়া বা অ্যালার্জির কারণে অনেকে ময়দার মধ্যে থাকা আঁঠালো পদার্থ বা ‘গ্লুটেন’ খান না৷ অন্যদিকে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও বলছেন গ্লুটেন স্বাস্থ্যসম্মত নয়, তবে গ্লুটেনের অভাব নাকি ডায়াবেটিস টাইপ ২-এর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে৷
ছবি: Colourbox
অ্যান্টিবায়োটিক পেটকে বিভ্রান্ত করে
অ্যান্টিবায়োটিক সেবনের পর অনেকেরই পেটে সমস্যা দেখা দেয় বা বদহজম হয়৷ এক্ষেত্রে ঘরে পাতা সাদা দই বেশ উপকারী, কারণ দই-এ থাকা ল্যাকটিক এসিড ব্যাকটেরিয়া যা পেটকে শান্ত করে এবং হজমশক্তি বাড়ায়৷
ছবি: picture-alliance/dpa/F. May
হৃদয় ব্যথায় করণীয়
আপনি কি প্রেমে ব্যর্থ, হৃদপিন্ডে ব্যথা হচ্ছে? চিন্তা নেই৷ প্লাসিবো নামের পিল বা ট্যাবলেট সেবন করুন, ভাঙা হৃদয় আবার সুস্থ হয়ে যাবে৷ এটি শরীরেও অন্য কোনো ক্ষতি করে না৷ হ্যাঁ এই তথ্যই প্রকাশ করেছে ‘জার্নাল অফ নিউরোসায়েন্স’৷ গবেষণাটি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদল৷ যাদের নিয়ে গবেষণাটি করা হয়েছে তাদের অতিরিক্ত লবণযুক্ত এই পিল সেবন করায় তারা হালকা অনুভব করেছেন৷
ছবি: picture-alliance/dpa/L. P. Sakki
মাসাজ শরীর ও মনে সুখ আনে
ঘাড় বা শরীর ব্যথা করলে পার্টনারকে মাসাজ করতে দিন৷ দেখবেন, এতে যে শুধু ব্যথা কমবে তা নয়, মনও ভালো হবে৷ হ্যাঁ, গবেষণার মাধ্যমে এই তথ্যটি খুঁজে বের করেছেন নর্থআম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ যার ফলাফল ব্রাইটনে অনুষ্ঠিত ব্রিটিশ সাইকোলজি সোসাইটির বাৎসরিক কনফারেন্সে পেশ করা হয়েছে৷
ছবি: picture-alliance/chromorange
5 ছবি1 | 5
স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা সুপারবাগ সংক্রমণ নিয়ে বহু আগে থেকে সতর্ক করে দিয়েছিলেন৷ তাঁদের ধারণা, মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণের ফলে এই সংক্রমণ বাড়ছে৷ রয়টার্সে প্রকাশিত ইসিডিসি'র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যখন অ্যান্টিবায়োটিক কাজ করে না, তখন এই সংক্রমণকে মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ে৷''