1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে বছরে ৩৩ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় সুপারবাগ

৬ নভেম্বর ২০১৮

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বা সুপারবাগের কারণে প্রতিবছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রাণ হারাচ্ছে ৩৩ হাজারের বেশি মানুষ৷ নতুন একটি গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, পরিস্থিতি আগের চেয়ে অনেক ভয়াবহ৷

Neues Bakterium entdeckt MCR-1 Antibiotikaresistenz
ছবি: Imago/Science Photo Library

ইউরোপের দেশগুলোর মধ্যে গ্রিস আর ইটালিতে সুপারবাগ সংক্রমণের হার সবচেয়ে বেশি৷ ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইসিডিসি'র এই গবেষণা ল্যানসেট জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছে৷ গবেষকরা বলছেন, এই সুপারবাগ হলো এইচআইভি, ফ্লু এবং যক্ষার মিলিত রূপ৷ গবেষকরা লিখেছেন, ‘‘বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় বড় আঘাত হেনেছে সুপারবাগ৷ ২০০৭ সাল থেকে এর প্রকোপ বেড়ে চলেছে, কেননা, এর আগে পর্যন্ত সুপারবাগে বছরে ২৫ হাজার মানুষের মৃত্যু হতো৷''

সুপারবাগের সংক্রমণে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকে নবজাতক এবং বয়স্করা৷ তিন চতুর্থাংশ সংক্রমণ ঘটে হাসপাতাল এবং ক্লিনিকগুলোর মাধ্যমে৷

ইসিডিসি গবেষণায় ২০১৫ সালের তথ্য ব্যবহার করা হয়েছে এবং এ থেকে গবেষকরা পাঁচ ধরনের সংক্রমণের খোঁজ পেয়েছেন৷ গ্রিস আর ইটালিতে সংক্রমণের হার সবচেয়ে বেশি, অন্যদিকে ইউরোপের উত্তরাঞ্চলে সংক্রমণের হার সবচেয়ে কম৷ জার্মানিতে প্রতি বছর সুপারবাগে অন্তত ৫৫ হাজার মানুষ আক্রান্ত হয়৷ এর মধ্যে মারা যায় অন্তত আড়াই হাজার মানুষ৷ 

স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা সুপারবাগ সংক্রমণ নিয়ে বহু আগে থেকে সতর্ক করে দিয়েছিলেন৷ তাঁদের ধারণা, মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণের ফলে এই সংক্রমণ বাড়ছে৷ রয়টার্সে প্রকাশিত ইসিডিসি'র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যখন অ্যান্টিবায়োটিক কাজ করে না, তখন এই সংক্রমণকে মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ে৷''

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ