1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়দিনের আকর্ষণ ‘ডিসপ্লে উইন্ডো’

২৬ জানুয়ারি ২০১৮

ক্রিসমাসের সময় ইউরোপীয়দের বড় ডিপার্টমেন্ট স্টোরগুলোর বিশেষ আয়োজন থাকে৷ এর মধ্যে ‘ডিসপ্লে উইন্ডো’ একটি৷ পথচারীদের আকৃষ্ট করে স্টোরের ভেতরে নিয়ে যাওয়া এর অন্যতম উদ্দেশ্য৷

প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/F. Hanson/PA Wire

ক্রিসমাসে প্যারিসের বড় দোকানগুলোর আয়োজন

02:51

This browser does not support the video element.

যেমন, প্যারিসে বড় স্টোরগুলোর ডিসপ্লে উইন্ডোর অপেক্ষায় থাকেন বেশিরভাগ প্যারিসবাসী৷ এসব আয়োজনে সত্যিকারের শিল্পকর্ম ব্যবহৃত হয়ে থাকে৷ শিল্পীরা প্রতি বছর নতুন পরিকল্পনা করে দর্শকদের চমক দেন৷ বিশ শতকের শুরুতে এর চল শুরু হয়৷ সেই সময় যারা বড়দিনের নতুন এই ঐতিহ্য শুরু করেছিল, প্রাঁতঁ ডিপার্টমেন্ট স্টোর ছিল তাদের অন্যতম৷ এই স্টোরের ডেভিড মলিয়ে জানান, ‘‘প্রথম বিশ্বযুদ্ধের পর ডিসপ্লে উইন্ডোর চল শুরু৷ সময়টা ছিল শোকাবহ৷ প্যারিস, তথা ফ্রান্সবাসীর মুড ভালো করতে এর শুরু৷''

নতুন পরিকল্পনা করতে প্রায় এক বছর লাগে, বাস্তবায়নে লাগে তিন মাস৷

প্রায় ৪২ বছর ধরে পুতুল তৈরি করছেন জ্য-ক্লদ ডেহি৷ তিনি বলেন, ‘‘গত বছর চরিত্রগুলো জানালার মধ্যে ঘোরাফেরা করেছে৷ পুরো সময়ে এগুলো প্রায় বারোশ' কিলোমিটার চলেছে৷ পুতুলগুলো ইস্পাতের তৈরি৷ ফলে বেশ শক্ত আর ভারি৷ এটাই এবার বড় চ্যালেঞ্জ ছিল৷''

কিছু ডিসপ্লে উইন্ডোতে বিশেষ গল্পের ছোঁয়া পাওয়া যায়৷ ডেভিড মলিয়ে বলেন, ‘‘২০১৬ সালে আমরা জুল আর ভিয়োলেট চরিত্র দু'টি বানিয়েছি৷ গত বছর তারা উপহারের খোঁজে পুরো বিশ্ব ঘুরেছে৷''

প্যারিসের অন্যান্য ডিপার্টমেন্ট স্টোরগুলোতেও ডিসপ্লে উইন্ডোর চল শুরু হয়েছে৷ একেকটি স্টোরের থিম একেকরকম৷ ব্যবসার ধরনের উপর তা নির্ভর করে৷ তবে সবার লক্ষ্য একটিই – বড়দিনের আগের সময়টুকু উৎসবমুখর করে তোলা৷

প্রতিবেদন: মেগিন লেই/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ