ক্রিসমাসের সময় ইউরোপীয়দের বড় ডিপার্টমেন্ট স্টোরগুলোর বিশেষ আয়োজন থাকে৷ এর মধ্যে ‘ডিসপ্লে উইন্ডো’ একটি৷ পথচারীদের আকৃষ্ট করে স্টোরের ভেতরে নিয়ে যাওয়া এর অন্যতম উদ্দেশ্য৷
বিজ্ঞাপন
ক্রিসমাসে প্যারিসের বড় দোকানগুলোর আয়োজন
02:51
যেমন, প্যারিসে বড় স্টোরগুলোর ডিসপ্লে উইন্ডোর অপেক্ষায় থাকেন বেশিরভাগ প্যারিসবাসী৷ এসব আয়োজনে সত্যিকারের শিল্পকর্ম ব্যবহৃত হয়ে থাকে৷ শিল্পীরা প্রতি বছর নতুন পরিকল্পনা করে দর্শকদের চমক দেন৷ বিশ শতকের শুরুতে এর চল শুরু হয়৷ সেই সময় যারা বড়দিনের নতুন এই ঐতিহ্য শুরু করেছিল, প্রাঁতঁ ডিপার্টমেন্ট স্টোর ছিল তাদের অন্যতম৷ এই স্টোরের ডেভিড মলিয়ে জানান, ‘‘প্রথম বিশ্বযুদ্ধের পর ডিসপ্লে উইন্ডোর চল শুরু৷ সময়টা ছিল শোকাবহ৷ প্যারিস, তথা ফ্রান্সবাসীর মুড ভালো করতে এর শুরু৷''
ব়্যাপিং পেপার দেখেই চেনা যায় মানুষ
উৎসব মানেই চকচকে কাগজে মোড়ানো উপহার দেয়া-নেয়া৷ মজার ব্যাপার হচ্ছে, উপহারটি আপনি যে কাগজে মুড়িয়ে দিচ্ছেন, তার রং বা ‘ব়্যাপিং পেপার’ দেখেই বোঝা যাবে, আপনি কেমন মানুষ৷ বিশ্বাস না হলে মিলিয়ে নিতে পারেন৷
ছবি: picture alliance/landov/T. Sweeny
রুপালি রং যা জানান দেয়
রুপালি বা সিলভার রং যাঁদের পছন্দ, তাঁরা মিশুক প্রকৃতির মানুষ হয়৷ তারপরও হৈ হট্টগোল নয়, বরং একটু চুপচাপ থাকতেই পছন্দ করেন তাঁরা৷ প্রথম প্রথম বন্ধুত্ব হতে একটু সময় লাগলেও, একবার বন্ধুত্ব হয়ে গেলে এঁরা বন্ধুর প্রতি সারা জীবন বিশ্বস্ত থাকেন৷
লাল ব়্যাপিং পেপার
লাল রং সকলেরই দৃষ্টি কাড়ে৷ তবে এই রং যে শুধু ভালোবাসার রং, তা-ই নয়৷ যাঁরা লাল রঙের কাগজ দিয়ে উপহার ‘প্যাক’ করেন, তাঁরা নাকি বড়দিন বা অন্য কোনো উৎসবে আগত অতিথীদের মন-মেজাজের দিকে বিশেষভাবে খেয়াল রাখেন৷ সকলকে আনন্দ দিতে চান৷ তাছাড়া এঁরা নাকি যে কোনো ‘সারপ্রাইজ’ বা বিস্ময়ের জন্য প্রস্তুত থাকেন সবসময়৷
ছবি: Colourbox
জিনিস নতুন, পছন্দ পুরনো
জার্মানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষ্যে প্রতিবারই বাজারে আসে নতুন উপহার এবং উপহার মোড়ানোর জন্য নানা রঙের ‘ব়্যাপিং পেপার’৷ আর ব়্যাপিং পেপার বাছাই করতে গিয়ে অনেকেই কিন্তু আগের রংটা বেছে নেন৷ এ সম্পর্কে মনোবিজ্ঞানীরাও জানান, মানুষের পছন্দের রং নাকি তার স্বভাবের অনেকটাই জানিয়ে দেয়৷
ছবি: imago
সবুজ রং যাঁদের পছন্দ
শান্তিপ্রিয় মানুষদের সবুজ রং পছন্দ৷ বেশি হৈচৈ তাদের পছন্দ নয়৷ অর্থাৎ নিজের খুব কাছের মানুষদের নিয়েই উৎসবের আনন্দে ভাসতে চান তাঁরা৷ উত্তেজনা বা অ্যাডভেঞ্চার এঁদের তেমন পছন্দ নয়৷ তাই যে কোনো উৎসবে জলসার মধ্যমণি নয়, বরং ‘ব্যাকগ্রাউন্ড’-এ থাকতেই স্বাচ্ছন্দ বোধ করেন তাঁরা৷
ছবি: picture-alliance/dpa
সোনালি রং
সোনালি রং যাঁদের পছন্দ, সাধারণত তাঁরা জীবনে জয়ী হতে পছন্দ করেন৷ জীবনকে উপভোগ করতে ভালোবাসেন তাঁরা, পছন্দ করেন যে কোনো অনুষ্ঠানের মধ্যমণি হতে৷ এঁরা আত্মবিশ্বাসী ও আশাবাদী হন৷ তাই শুধু বড়দিন বা উৎসবে নয়, সবসময়ই তাঁদের ‘গ্ল্যামার’ জীবন পছন্দ ৷
ছবি: Colourbox
যাঁদের পছন্দ গাঢ় নীল রং
গাঢ় নীল রং যাঁদের পছন্দ, তাঁদের বেশিরভাগই শান্ত স্বভাবের মানুষ হয়ে থাকেন৷ নীরবতার মধ্যে তাঁরা শক্তি খুঁজে পান৷ এছাড়া যে কোনো পরিস্থিতিতেই উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে পারেন এঁরা৷
ছবি: picture-alliance/ZB/R. Hrischberger
6 ছবি1 | 6
নতুন পরিকল্পনা করতে প্রায় এক বছর লাগে, বাস্তবায়নে লাগে তিন মাস৷
প্রায় ৪২ বছর ধরে পুতুল তৈরি করছেন জ্য-ক্লদ ডেহি৷ তিনি বলেন, ‘‘গত বছর চরিত্রগুলো জানালার মধ্যে ঘোরাফেরা করেছে৷ পুরো সময়ে এগুলো প্রায় বারোশ' কিলোমিটার চলেছে৷ পুতুলগুলো ইস্পাতের তৈরি৷ ফলে বেশ শক্ত আর ভারি৷ এটাই এবার বড় চ্যালেঞ্জ ছিল৷''
কিছু ডিসপ্লে উইন্ডোতে বিশেষ গল্পের ছোঁয়া পাওয়া যায়৷ ডেভিড মলিয়ে বলেন, ‘‘২০১৬ সালে আমরা জুল আর ভিয়োলেট চরিত্র দু'টি বানিয়েছি৷ গত বছর তারা উপহারের খোঁজে পুরো বিশ্ব ঘুরেছে৷''
প্যারিসের অন্যান্য ডিপার্টমেন্ট স্টোরগুলোতেও ডিসপ্লে উইন্ডোর চল শুরু হয়েছে৷ একেকটি স্টোরের থিম একেকরকম৷ ব্যবসার ধরনের উপর তা নির্ভর করে৷ তবে সবার লক্ষ্য একটিই – বড়দিনের আগের সময়টুকু উৎসবমুখর করে তোলা৷