1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে বেকারদের অসন্তোষ

৮ মে ২০১৩

স্পেন ও ইটালির শীর্ষ নেতাদের মতে, ইউরো এলাকায় চরম বেকারত্ব কাটাতে না পারলে ইউরোপ-বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে৷ ব্যয় সংকোচের পাশাপাশি তাঁরা প্রবৃদ্ধি বাড়ানোর পথে চলার ডাক দিয়েছেন৷

ছবি: picture-alliance/dpa

গ্রিস, স্পেন, পর্তুগাল সহ ইউরো এলাকার বেশ কিছু দেশের অর্থনীতি বিপর্যস্ত৷ এই অবস্থায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বর্তমান সংকটের শুরু থেকেই সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করে আসছে৷ সোমবার ব্যাংকের প্রধান মারিও দ্রাগি বলেন, ইউরোপের অর্থনীতিকে চাঙ্গা করতে যদি সুদের হার আরও কমাতে হয়, ইসিবি অবশ্যই তা করবে৷ কিছু দেশে বেকারত্বের মারাত্মক হার নিয়ে তিনি দুশ্চিন্তা প্রকাশ করেন৷ স্পেন ও গ্রিসে বেকারত্বের হার এখন প্রায় ২৭ শতাংশ৷ তাছাড়া গোটা ইউরো এলাকায় চলতি বছর ১২ শতাংশের বেশি বেকারত্বের পূর্বাভাষের আলোকে অশান্তির আশঙ্কা বাড়ছে৷ চলতি সপ্তাহে পুঁজিবাজারে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ অথচ গত সপ্তাহান্তে সূচক বেশ উপরের দিকেই ছিল৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের অবস্থানের কারণে বাজারে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে৷

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগিছবি: Reuters

জার্মানির নেতৃত্বে একদল যখন সংস্কার ও ব্যয়-সংকোচের উপর জোর দিচ্ছে, তখন ইউরো এলাকার কোণঠাসা দেশগুলি এবার নিজেদের মধ্যে জোট বাঁধার চেষ্টা করছে৷ স্পেন ও ইটালিতে বিশেষ করে তরুণদের মধ্যে বেকারত্ব মারাত্মক হারে বেড়ে গেছে৷ এই অবস্থায় দুই দেশের প্রধানমন্ত্রী সোমবার একযোগে ইউরো এলাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন৷ তাঁদের মতে, শুধু ঋণের বোঝা কমালেই চলবে না৷ কারণ বর্তমান সংকটের ফলে জনমানসে ইউরোপ-বিরোধী আবেগ বেড়ে চলেছে৷

এই দুই প্রধানমন্ত্রী চান জুন মাসে ইইউ শীর্ষ সম্মেলনে নেতাদের সঠিক দিশায় জোরালো পদক্ষেপ নিতে৷ তা না হলে আগামী বছর ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে ইউরোপ-বিরোধী শক্তির ক্ষমতা আরও বেড়ে যাবার আশঙ্কা রয়েছে৷ মোটকথা, এই দুই নেতা চাইছেন সংকটগ্রস্ত দেশগুলি নিজেদের দেশে প্রয়োজনীয় সংস্কার চালিয়ে যাক৷ কিন্তু পরিস্থিতি সামাল দিতে পাশাপাশি ইউরোপীয় পর্যায়েও সংস্কার চালাতে হবে৷ এদিকে চাপে পড়ে পর্তুগাল সোমবার সরকারি ব্যয় কমাতে আরও কিছু অপ্রিয় পদক্ষেপের ঘোষণা করেছে৷ তবে জার্মান অর্থমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, সংকটের সময় জার্মানি বা তার চ্যান্সেলরের ঘাড়ে দায় না চাপিয়ে সংকটের মূল কারণ খুঁজে তা দূর করাই জরুরি৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ