1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইউরোপে মার্কিন উপস্থিতি বিশ্ব নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ’

২৪ জুন ২০২০

ন্যাটো মহাসচিব ইয়েনস স্টল্টেনব্যার্গ বলেছেন, ইউরোপে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বিশ্ব নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ৷ ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি ন্যাটোতে জার্মানিকে আরও নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন৷

ছবি: Reuters/F. Lenoir

ন্যাটোর শর্ত অনুযায়ী প্রতিরক্ষা বাজেট না বাড়ানোয় জার্মানির সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি জার্মানি থেকে প্রায় সাড়ে নয় হাজার মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন৷ এছাড়া জার্মানিকে তিনি ‘কর্তব্যবিমুখ’ বলেও অভিযুক্ত করেছেন৷

ট্রাম্পের এই ঘোষণা বাস্তবায়িত হলে জার্মানিতে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা ২৫ হাজারে নেমে আসবে৷

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার ও পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ট্রাম্পের ঘোষণার সমালোচনা করেছেন৷

ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব বলেন, ন্যাটো সদস্যদের মধ্যে সবসময় মতপার্থক্য ছিল৷ কিন্তু তা সত্ত্বেও ন্যাটোকে ইতিহাসের সবচেয়ে সফল জোট মনে করেন তিনি৷ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্টল্টেনব্যার্গ জানান, ন্যাটো গঠনের মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর একে অন্যকে রক্ষা করা৷ এই কাজ করতে গিয়ে সবাই সবসময় একমতে পৌঁছেছে৷

ফলে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে এখন যে মতের পার্থক্য দেখা যাচ্ছে তা কেটে যাবে বলে আশা করছেন ন্যাটো মহাসচিব৷ তিনি বলেন, গতসপ্তাহে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠক হয়েছে৷ সেখানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করে জানিয়েছেন যে, জার্মানি থেকে সেনা সরানোর ব্যাপারে প্রেসিডেন্টের ঘোষণা বাস্তবায়নের সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি৷

ন্যাটো মহাসচিব জানান, জার্মানি থেকে সেনা সরানোর ঘোষণার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে৷ সেইসময় তিনি ট্রাম্পকে জানান, ইউরোপে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ৷ ‘‘এটা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটা যুক্তরাষ্ট্রের জন্যও গুরুত্বপূর্ণ,’’ বলেন তিনি৷

স্টল্টেনব্যার্গ বলেন, ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা উত্তর অ্যামেরিকার নিরাপত্তার জন্য প্রয়োজনীয়৷ ‘‘আমাদের এটাও মনে রাখতে হবে যে, জার্মানি ও ইউরোপে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শুধুমাত্র ইউরোপকে রক্ষা নয়, বরং ইউরোপ ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, আফগানিস্তানসহ অন্যান্য জায়গায়ও যুক্তরাষ্ট্রের শক্তি দেখানোর একটি বিষয়,’’ বলেন ন্যাটো মহাসচিব৷

স্টল্টেনব্যার্গ বলেন, জার্মানি তার প্রতিরক্ষা বাজেট প্রায় ৪০ শতাংশ বাড়িয়েছে৷ আগামী এক দশকে বাজেট ৮০ শতাংশ বাড়ানোরও পরিকল্পনা করছে৷ এখনই ন্যাটোর সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর জার্মানির প্রতিরক্ষা বাজেটই সবচেয়ে বেশি৷ ‘‘বিশ্বের জন্য জার্মানির আরও নেতৃত্ব প্রয়োজন৷ ন্যাটোরও জার্মানির নেতৃত্ব প্রয়োজন রয়েছে৷ আমরা সবাই চাই জার্মানির আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক,’’ বলেন ন্যাটো মহাসচিব৷

ক্রিস্টিন মুনডোয়া/জেডএইচ

২০১৭ সালের মে মাসের ছবিঘরটি দেখুন..

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ