1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভুয়া খবর'-এর শিকার ম্যার্কেল

২৪ জানুয়ারি ২০১৭

ইউরোপীয় ইউনিয়নের একটি সংস্থা বলছে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে নিয়ে সবচেয়ে বেশি ভুয়া খবর তৈরি হয়েছে৷ এই পরিস্থিতি সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছে জার্মানি৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল
ছবি: Getty Images/AFP/J. Macdougal

ইইউ-র কাউন্টার প্রোপাগান্ডা বিষয়ক টাস্কফোর্সের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো বলছে, ২০১৫ সালের সেপ্টেম্বরে গঠিত হওয়ার পর টাস্কফোর্স এখন পর্যন্ত আড়াই হাজারেরও বেশি ভুয়া খবর নিয়ে কাজ করেছে৷ ১৮টি ভাষায় প্রকাশিত এসব খবরের শিকার হয়েছে ফ্রান্স আর নেদারল্যান্ডসও৷ জার্মানির পাশাপাশি এই দুটি দেশেও চলতি বছর নির্বাচন অনুষ্ঠিত হবে৷

সূত্র জানায়, ইউরোপে ম্যার্কেলকে নিয়েই সবচেয়ে বেশি ভুয়া খবর তৈরি হয়েছে৷ বিশেষ করে তাঁর শরণার্থী নীতিকে ঘিরে এসব খবর প্রকাশিত হয়েছে৷

উল্লেখ্য, ইউক্রেনের বিরুদ্ধে চলা রাশিয়ার ‘ডিসইনফরমেশন ক্যাম্পেন' ঠেকাতে ২০১৫ সালের সেপ্টেম্বরে কাউন্টার প্রোপাগান্ডা বিষয়ক টাস্কফোর্স গঠন করেছিল ইইউ৷ অসৎ উদ্দেশ্য পূরণের লক্ষ্যে ইচ্ছে করে মিথ্যা তথ্য দিয়ে অনলাইনে নিয়মিতভাবে প্রতিবেদন প্রকাশ করার বিষয়টি হচ্ছে ডিসইনফরমেশন ক্যাম্পেন৷

নির্বাচন ‘হ্যাকিং'

রাশিয়া গত বছরের মার্কিন নির্বাচন ‘হ্যাক' করেছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করেছে৷ অনলাইনে ভুয়া খবর প্রকাশ করে নিজেদের পছন্দের প্রার্থী ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে রাশিয়া ‘হ্যাকিং'-এর আশ্রয় নিয়েছে বলে অভিযোগ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর৷

যুক্তরাষ্ট্রের পর এবার ‘ভুয়া খবর' দিয়ে জার্মান নির্বাচনকেও প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ জার্মানির বিচারমন্ত্রী হাইকো মাস গতবছরই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন৷ ‘‘দুর্ভাগ্যবশত এটি (ভুয়া খবর প্রকাশ) ইন্টারনেটের একটি কালো অধ্যায়৷ বিষয়টি নিয়ে আমাদের খুব ভালভাবে ভাবতে হবে'', গত বছর বলেছিলেন তিনি৷ এরপর অনলাইনে ভুয়া খবর মোকাবিলা করতে জার্মানি একটি সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করছে বলে গতমাসে জানা যায়৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)

এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ