পর পর দুই বছর ইউরোপে সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার জন্য শিরোপা জিতলেন বেলজিয়ামের কৃষক মাথিয়াস উইলেমিনস৷ তাঁর ফলানো কুমড়াটির ওজন এক টনেরও বেশি৷
বিজ্ঞাপন
বেলজিয়ামের কৃষক মাটিয়াস ভিলেমিনসের ‘কলোজাল' মিষ্টিকুমড়াটির ওজন ১ হাজার ৮ কিলোগ্রাম৷ ৮ই অক্টোবর জার্মানির শহর লুডভিগসবুর্গ এ কুমড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শিরোপা জেতেন মাটিয়াস৷ ২৪ বছর বয়সি এই কৃষকের গতবারের কুমড়াটির ওজন অবশ্য এবারের চেয়ে বেশি ছিল৷ সেবার তাঁর কুমড়ার ওজন ছিল ১ হাজার ১৯০ কেজি, যা বিশ্ব রেকর্ড গড়েছিল৷
বিশাল এই কুমড়াটি একশ দিনেরও বেশি সময় ধরে রেখে দেয়া হয়েছিল, বাড়ার জন্য৷ গ্রীষ্মে ভীষণ গরমে এটাকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন হয়েছিল কয়েক হাজার লিটার পানি৷ দিনে এটির ওজন ৩০ কেজি পর্যন্ত বাড়তে পারে৷
শীতের আগমনি সবজি মিষ্টি কুমড়ো
উচ্চ খাদ্যগুণ সম্পন্ন এবং সুন্দর রং ও সুন্দর আকৃতির এই সবজি জার্মানিতে শুধু খাওয়াই হয় না, জার্মানরা বাড়ি সাজাতেও ব্যবহার করেন মিষ্টি কুমড়ো, বিশেষ করে এই হেমন্তকালে৷
ছবি: AP Photo/Chicago Zoological Society, Jim Schulz
মিষ্টি কুমড়োর মিষ্টি ছবি
মিষ্টি কুমড়ো কে না চেনে? মিষ্টি কুমড়ো যে নানাভাবে খাওয়া যায় এবং খেতেও ভালো, তা আমরা কম বেশি সবাই জানি৷ উচ্চ খাদ্যগুণ সম্পন্ন এবং সুন্দর রং ও সুন্দর আকৃতির এই সবজি জার্মানিতে শুধু খাওয়াই হয় না, জার্মানরা বাড়ি সাজাতেও ব্যবহার করেন মিষ্টি কুমড়ো, বিশেষ করে এই হেমন্তকালে৷
ছবি: picture-alliance/dpa
নানাভাবে খাওয়া হয়
মিষ্টি কুমড়ো হচ্ছে মাটিতে চাষ করা সবজিগুলোর মধ্যে একটি৷ নানা ধরনের, বিভিন্ন দেশের মিষ্টি কুমড়ো পাওয়া যায় জার্মানিতে৷ এতে রয়েছে বেশ কয়েকটি ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট৷ মাত্র ১০০ গ্রাম কুমড়োতে রয়েছে ১৪ মিলিগ্রাম ভিটামিন ‘সি’৷ আছে ভিটামিন ‘এ’ এবং ‘ই’-ও৷ এছাড়া, কম ক্যালরি থাকায় অনেকেরই পছন্দ এই সবজি৷
ছবি: DW / Nelioubin
স্যুপ
মিষ্টি কুমড়োর স্যুপ জার্মানদের খুবই পছন্দের একটি খাবার৷ এখন, অর্থাৎ যখন শীত আসে আর গ্রীষ্ম বিদায় নেয় – ঠিক এ সময়টাতে মিষ্টি কুমড়োর স্যুপ খাওয়া হয়৷ ডয়চে ভেলের ক্যান্টিনেও তৈরি করা হয় এই মজার স্যুপ৷ রং-এর কারণে মিষ্টি কুমড়োর স্যুপ দেখতে অনেকটা আমাদের ডালের মতো৷
ছবি: Fotolia/Bernd Jürgens
মিষ্টি কুমড়োর মিষ্টি খাবার
মিষ্টি কুমড়ো দিয়ে স্যুপ ছাড়া জার্মানরা বেশিরভাগই মিষ্টি খাবার তৈরি করে থাকেন৷ একেবারে শেষপাতে সেসব খাওয়া হয়৷ এগুলি মূলত কেক বা বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার৷ তবে মিষ্টি কুমড়োতে ক্যালরি খুব কম বলে সবাই এইসব মিষ্টি খেতে পারেন৷ মিষ্টি কুমড়ো উচ্চ রক্তচাপ কমাতেও ভূমিকা রাখে৷
ছবি: Fotolia/cycros
মিষ্টি কুমড়োর প্রদর্শনী
জার্মানিতে মিষ্টি কুমড়োর প্রদর্শনী হয়েছিল বন শহরের কাছাকাছি অবস্থিত ‘লোমার’ এলাকার এক খামার বাড়িতে৷ জার্মানিতে শীত আসার আগে খেত থেকে সব ধরনের সবজি তুলে ফেলা হয় এবং তখনই এই উৎসব পালন করা হয়, যা বর্তমানে জার্মানির ঐতিহ্যে পরিণত হয়েছে৷
ছবি: DW / Nelioubin
কী সুন্দর!
প্রথম দেখা, তারপর খাওয়া – তাইনা? এভাবে মিষ্টি কুমড়ো দেখলে কারই বা খেতে ইচ্ছে করবে না বলুন? তবে বেশি মিষ্টি কুমড়ো খেলেও কিন্তু কোনো ভয় নেই৷ কারণ, ক্যালরি কম থাকার পাশিপাশি মিষ্টি কুমড়োর তেল নাকি কোলেস্টোরেল কমাতেও সাহায্য করে৷
ছবি: DW / Nelioubin
মিষ্টি কুমড়োর রুটি
জার্মানিতে এক ধরনের রুটিতে মিষ্টি কুমড়োর বিচি দেওয়া হয় এবং সেই রুটি খেতে খুবই সুস্বাদু৷ সাধারণত, এই রুটি মেয়েদের চেয়ে পুরুষরাই বেশি পছন্দ করে খেয়ে থাকেন৷ তাছাড়া ডাক্তারদের মতে, মিষ্টি কুমড়োর বিচি পুরুষদের বেশি উপকার করে এবং প্রোস্টেট ক্যানসার মোকাবিলায় সহায়তা করে৷
ছবি: dapd
মিষ্টি কুমড়ো যখন ‘ডেকোরেশন পিস’
হেমন্তকাল আসার আগে থেকেই অনেক বাড়ির বাগানে বা বাড়ির সামনেই সুন্দর করে সাজিয়ে রাখা হয় মিষ্টি কুমড়ো৷ তবে সাজানো বা ডেকোরেশনের জন্য এই মিষ্টি কুমড়োগুলোকে বিশেষ এক নিয়মের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়, যাতে তা দীর্ঘদিন টিকে থাকে৷
ছবি: DW / Nelioubin
হ্যালোউইন
গত বেশ কয়েক বছর যাবৎ অ্যামেরিকার মতো বিশ্বের অন্যান্য দেশেও ‘হ্যালোউইন’ উৎসব উদযাপন করা হয়৷ এই উৎসবেও কিন্তু ব্যবহার করা হয় মিষ্টি কুমড়ো৷ গত কয়েক বছর থেকে জার্মানিতেও শুরু হয়েছে এই উৎসব পালন৷ ছোটদের মধ্যে এরই মধ্যে একটি জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে ‘হ্যালোউইন’৷
ছবি: AP Photo/Chicago Zoological Society, Jim Schulz
9 ছবি1 | 9
এ বছরের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইটালির স্তেফানো কুতুরুপি৷ তাঁর কুমড়ার ওজন ছিল ৮৪৯ কেজি৷ আর তৃতীয় স্থান অধিকার করেছে পোল্যান্ডের এক কৃষকের মিষ্টি কুমড়া৷ ডোমিনিক কেদসিয়াকের কুমড়াটির ওজন ছিল ৮৩৬ কেজি৷
এর আগে জার্মানিতে অনুষ্ঠিত হয় বড় কুমড়ার প্রতিযোগিতা৷ সেই প্রতিযোগিতায় বিজয়ীরা ইউরোপের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল৷ জার্মানিতে সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার শিরোপা জিতেছিল বাভেরিয়ার একদল কৃষক৷ তাদের কুমড়াটির ওজন ছিল ৭৯২ দশমিক ৫ কিলোগ্রাম৷ দ্বিতীয় অবস্থানে ছিল হেসের একটি দল, তাদের কুমড়ার ওজন ছিল ৬৪৪ কেজি৷
কিন্তু এবারের কোনো কুমড়াই গতবারের কুমড়ার ওজনের কাছাকাছি যেতে পারেনি৷ গতবার জার্মানিতে যে কুমড়াটি চ্যাম্পিয়ন হয়েছিল, তার ওজন হয়েছিল ৯০১ কেজি৷ গত বছর সেই কুমড়ার জন্য পুরস্কার জিতেছিলেন পেটার বোনার্ট, যিনি এই কুমড়া ফলাতে দিনে ৬ ঘণ্টা মাঠে কাজ করতেন এবং গত কয়েক বছর ধরেই তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন৷ তিনি সেসময় সাংবাদিকদের বলেছিলেন, ইন্টারনেটে এ ধরনের কুমড়ার বীজ বিক্রি হয় নিলামে৷ এক একটির বীজের দাম কয়েকশ' ইউরো পর্যন্ত হয়ে থাকে৷ মে মাসে এই বীজ বোনা হয় এবং ধীরে ধীরে এটি থেকে চারা হয় এবং তা বাড়তে থাকে৷
নভেম্বরের ৫ তারিখে এই কুমড়াগুলি ছোট ছোট আকারে টুকরো করা হবে৷ এছাড়া অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শুরু হবে কুমড়া উৎসব৷