1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে শূককীট পালনের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ

২৩ ফেব্রুয়ারি ২০২২

সাপও মরবে, লাঠিও ভাঙবে না – পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এমন সমাধানসূত্রের চাহিদা বাড়ছে৷ কিন্তু ইউরোপে বিধিনিয়মের বেড়াজালে সাহসি পদক্ষেপ নেওয়া কঠিন৷ কিন্তু এক পোকা পালনকারী হাল ছাড়তে প্রস্তুত নন৷

ছবি: DW

সুড়ঙ্গের মধ্য দিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে ব্ল্যাক সোলজার ফ্লাই প্রজাতির মাছি প্রজনন ক্রিয়ায় লিপ্ত হয়৷ পোকামাকড় পালনের ক্ষেত্রে হাইনরিশ কাৎসের জুড়ি মেলা ভার৷ তিনি এই মাছির শুককীট সম্বল করে বড় আকারের টেকসই ব্যবসা শুরু করতে চান৷

ব্ল্যাক সোলজার ফ্লাই প্রায় সর্বভুক হিসেবে পরিচিত৷ শুধু খাবারের অবশিষ্ট অংশ নয়, এমনকি মলও খেয়ে নেয় সেই প্রাণী৷ প্রচণ্ড পেটুক হিসেবে সেগুলি মাত্র তিন সপ্তাহের মধ্যে নিজেদের ওজনের ৬,০০০ গুণ বেশি আকার ধারণ করতে পারে৷ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের বিধিনিয়ম অনুযায়ী ব্রিডাররা খাদ্য হিসেবে জঞ্জাল ব্যবহার করতে পারেন না৷ কাৎস মনে করেন, ‘‘পথিকৃত হিসেবে নতুন কিছু করতে গেলে মানুষ বিশাল উৎসাহ ও আনন্দ নিয়ে কাজে নামে৷ তারপর বাধা আসে, বিশেষ করে প্রচলিত রীতি ভেঙে একেবারে নতুন কিছু করলে আইনি সীমাও সমস্যা হয়ে দাঁড়ায়৷ কারণ ইউরোপে আমরা বলি, যা কিছুর অনুমতি নেই, সে সবই নিষিদ্ধ৷ কিন্তু নতুন কিছু করতে গেলে সেটা তো আগে থেকে নিষিদ্ধ হবেই৷’’

লার্ভা বা শূককীট পালনের পরিবেশ ইইউ পছন্দ করছে না, কারণ সেগুলি নিজস্ব বিষ্ঠা ও খোরাকের মধ্যেই থাকে৷ ইউরোপীয় খাদ্য নিরাপত্তা দপ্তরের স্টেফান ডে কেয়ারস্মেকার বলেন, ‘‘পোকাগুলি নিজস্ব খোরাকের মধ্যেই থাকে৷ তাই সেই খোরাক এবং চূড়ান্ত পণ্য হিসেবে পোকার প্রোটিনের মধ্যে বিষক্রিয়ার ঝুঁকি এড়ানো আবশ্যক৷

তিন সপ্তাহে ৬,০০০ গুণ বেশি ওজন হয় যে প্রাণীর

04:29

This browser does not support the video element.

বর্তমানে শূককীটকে শূকরের খোরাক খাওয়ানো হয়৷ হার্মেটিয়া সংস্থার প্রতিনিধি ডোরিন কিয়র্শহফ এ বিষয়ে বলেন, ‘‘সবার উপরে ওকাওয়া দেখা যাচ্ছে৷ আমাদের শূককীট উৎপাদনের ক্ষেত্রে সেটা খুব ভালো কাজ করে৷ টোফু তৈরির প্রক্রিয়ায় ওকাওয়া ব্যবহার করা হয়৷ সেটা উদ্বৃত্ত থেকে যায়৷’’

কেনিয়ায় বিষয়টিকে অপচয় হিসেবে দেখা হয়৷ সেখানে হাইনরিশ কাৎসের সহায়তায় এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে৷ বস্তি এলাকায় এক স্টার্ট-আপ কোম্পানি ছোট টয়লেট ইউনিট বসাচ্ছে, কারণ সেখানে টয়লেট নেই বললেই চলে৷

সেই টয়লেটের মলমূত্র সংগ্রহ করে পরে খাদ্যের আবর্জনার সঙ্গে মেশানো হয়৷ সেখানে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা বহাল তবিয়েতে বেড়ে ওঠে৷ পোকামাকড় পালক হিসেবে হাইনরিশ কাৎস বলেন, ‘‘সেই শূককীট শুকর ও মুরগির খোরাক হিসেবে কাজে লাগানো হয়৷ বেশ কয়েক বছর ধরে কোনো সমস্যা ও রোগব্যাধী ছাড়াই এমনটা চলছে৷''

যাবতীয় সংশয় সত্ত্বেও ইইউ শূককীট পালনের কাজে আসলে কিন্তু সহায়তা করতে চায়৷ কারণ শূককীট বিশেষভাবে টেকসই প্রোটিনের উৎস ও মাংসের বিকল্প হিসেবে পরিচিত৷ ডে কেয়ারস্মেকার বলেন, ‘‘আপনি জানেন, ইউরোপীয় ইউনিয়ন সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতি তরান্বিত করতে স্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে৷ আমরা খামারকে ভিত্তি করে মজবুত ও টেকসই খাদ্য সরবরাহ শৃঙ্খল সৃষ্টির কৌশল বার করতে চাই৷ পোকার খোরাক হিসেবে বাতিল খাদ্য কতটা উপযুক্ত, সেটা বিশ্লেষণ করা এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য৷’’

কিন্তু অনুমতির ক্ষেত্রে ইইউ একেবারেই নমনীয় নয়৷ খোরাক হিসেবে জঞ্জাল ব্যবহারে সায় দেবার আগে প্রমাণ দিতে হবে, যে সেটা নিরাপদ৷ হাইনরিশ কাৎস বলেন, ‘‘বৈজ্ঞানিক মানদণ্ড অনুযায়ী প্রমাণ দিতে হবে যে এই উৎস বিপজ্জনক নয়৷ সেটা আমাদের কাছে স্পষ্ট৷ কিন্তু ইইউ আমাদের ব্যতিক্রমী অনুমতিই দিচ্ছে না৷ একদিকে গবেষণার ফলাফল চাইলে, অন্যদিকে আমাদের সুযোগ না দিলে চলবে না৷ স্থানীয় পর্যায়ে বিশেষ ছাড়ের জন্য চেষ্টা চলছে৷ ইইউ এ ক্ষেত্রে বেশি হস্তক্ষেপ করবে না বলে আমাদের আশা৷’’

চূড়ান্ত পণ্য হিসেবে শূককীটের গুঁড়া আপাতত শুধু কুকুর ও মাছের খোরাক হিসেবে ব্যবহারের অনুমতি রয়েছে৷ কিন্তু এ ক্ষেত্রে ব্যবসার বিশাল সম্ভাবনা লুকিয়ে রয়েছে৷

মিল্টো স্মিট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ