1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সীমান্তবিহীন শিক্ষা’

মার্কুস ল্যুটিকে/এসি২ এপ্রিল ২০১৩

ইইউ-বহির্ভূত দেশগুলি থেকে ইউরোপীয় ইউনিয়নে পড়াশুনা করতে আসা অতীব জটিল৷ ইউরোপীয় কমিশন এবার ভিসা প্রদান প্রণালী একীকরণ করার উদ্যোগ নিচ্ছে৷ কিন্তু তার ফলেই সব সমস্যার সমাধান হবে না৷

ছবি: picture alliance / ZB

ভিসা প্রদান প্রণালী যে কত বিচিত্র হতে পারে, তার প্রমাণ: আফ্রিকার বেনিন থেকে একজন ছাত্রের বেলজিয়ামে পড়তে আসার ভিসা পেতে তিন মাস সময় লেগে যায়, যদিও সেই একই দেশ থেকে কোনো ফরাসি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার ভিসা পেতে লাগে দু'সপ্তাহ৷

প্রতিবছর প্রায় দু'লাখ ছাত্র-ছাত্রী এবং বিজ্ঞানী-গবেষক ইইউ-বহির্ভূত দেশগুলি থেকে সীমিত সময়ের জন্য ইউরোপীয় ইউনিয়নে আসেন৷ কিন্তু ইউরোপে আসার ভিসা পেতে তাদের বিভিন্ন ধরনের প্রক্রিয়ার সম্মুখীন হতে হয়, কেননা সব ইইউ দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া কিংবা ভিসা প্রদান করার নীতি একরকম নয়৷ আবার একটি দেশ থেকে ইইউ-এর অপর কোনো দেশে পড়তে যাওয়াটাও দুঃসাধ্য৷

শিক্ষার কেন্দ্র হিসেবে ইউরোপীয় ইউনিয়ন যা-তে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়ার মতোই আকর্ষণীয় হয়ে উঠতে পারে, সেজন্য ইউরোপীয় কমিশন ভিসা প্রদানের নিয়মাবলী একীকরণের ব্যবস্থা করতে চায়৷ ইইউ-এর সদস্যদেশগুলিকে ভবিষ্যতে ভিসার আবেদন জমা পড়ার ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে৷ একটি সদস্যদেশের বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি সদস্যদেশের বিশ্ববিদ্যালয়ে বদলিও সহজ করা হবে৷ এছাড়া বিদেশি ছাত্রদের সপ্তাহে ২০ ঘণ্টা করে কাজ – অর্থাৎ অর্থোপার্জন করার সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে৷

ইইউ সব দেশ থেকে ভিসা প্রদান প্রণালী এক করতে চায়ছবি: Universität Regensburg/Gerhard Schneider

তবে ইউরোপে পঠনপাঠনের একটি সমস্যা যে ভাষা, সেটা উন্নয়নশীল বিশ্বের অনেক ছাত্রছাত্রীই জানেন৷ বলতে কি, জার্মানিতেও স্নাতকোত্তর পর্যায়ে আরো বেশি পাঠক্রম ইংরিজিতে হওয়া উচিত বলে কিছু বিশেষজ্ঞর মতো৷ সেই সঙ্গে রয়েছে বিদেশি স্কুল-কলেজ-ইউনিভার্সিটির ডিগ্রি-ডিপ্লোমা স্বীকৃতির সমস্যা: এগুলিকে দেশ হিসেবে বিচার করা চাই, বলছেন বিশেষজ্ঞরা৷ নয়ত একজন মার্কিন ছাত্র স্কুল থেকে পাশ করে বেরনোর পর স্বদেশে এবং সম্ভবত বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির আবেদন করতে পারে – কিন্তু জার্মানিতে নয়!

ইউরোপীয় সংসদ এবং ইউরোপীয় পরিষদ এবার প্রস্তাবগুলি বিবেচনা করে দেখবে৷ ইউরোপীয় কমিশনের আশা, ২০১৬ সালের মধ্যেই সেগুলি কার্যকর করা সম্ভব হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ