1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে হামলার হুমকি গাদ্দাফির, গোপন আলোচনা চলছে

২ জুলাই ২০১১

লিবিয়ার নেতা মুয়ম্মর আল গাদ্দাফি ইউরোপের উপর হামলার হুমকি দিয়েছেন৷ অন্যদিকে তিনি নাকি বিদ্রোহীদের সঙ্গে গোপন আলোচনাও চালিয়ে যাচ্ছেন৷ লিবিয়ার ঘটনাবলির উপর নজর রাখছেন সঞ্জীব বর্মন৷

হামলার আশঙ্কায় এখন আর প্রকাশ্যে দেখা দিচ্ছেন না গাদ্দাফিছবি: Libya State Television via APTN/AP/dapd
গাদ্দাফির ভাষণ

আরও একবার গর্জে উঠেছেন লিবিয়ার নেতা মুয়াম্মার আল গাদ্দাফি৷ শুক্রবার রাজধানী ত্রিপোলির গ্রিন স্কোয়্যারে প্রায় এক লক্ষ সমর্থকদের উদ্দেশ্যে টেলিভিশনে ও বেতারে জ্বালাময়ী ভাষণ দেন গাদ্দাফি৷ সম্প্রতি গাদ্দাফির সমর্থনে এত বড় সমাবেশ দেখা যায় নি৷ তাঁর বাহিনীর উপর ন্যাটোর লাগাতার হামলার প্রতিশোধ নিতে তিনি ইউরোপে সরাসরি হামলা চালানোর হুমকি দেন৷ তিনি বলেন, ন্যাটো পিছু না হটলে বিপর্যয় ঘটে যাবে৷ ঔপনিবেশিক শক্তি লিবিয়ার পেট্রোলিয়াম ভাণ্ডার দখল করতেই এই অভিযান চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷ বিমান হামলা বন্ধ করে লিবিয়ার মানুষের সঙ্গে আলোচনার ডাক দেন তিনি৷ তবে ভাষণ শেষ হওয়ার ঘণ্টা দুয়েক পরেই গাদ্দাফির বাব-আল-আজিজিয়া ঘাঁটির কাছাকাছি কমপক্ষে ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷ ন্যাটোর বিমান হামলার ফলেই এই বিস্ফোরণ ঘটেছে বলে ধরে নেওয়া হচ্ছে৷ এছাড়া শহরের পূবের শহরতলিতেও হামলা চালিয়েছে ন্যাটো৷

বিদ্রোহীরা এখনো তেমন সুবিধা করতে পারছে নাছবি: dapd

বিদ্রোহীদের ব্যর্থতা

পাঁচ দিন আগে বিদ্রোহীরা ত্রিপোলির মাত্র ৮০ কিলোমিটার দক্ষিণে বর-আল-গানাম শহরের উপকণ্ঠে পৌঁছে গিয়েছিল৷ কিন্তু শুক্রবার গাদ্দাফি বাহিনীর হামলার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়৷ উল্লেখ্য, গাদ্দাফির বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিদ্রোহীরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সাফল্য ধরে রাখতে পারছে না৷ ফলে গোটা দেশের উপর গাদ্দাফির নিয়ন্ত্রণ দুর্বল করে দেওয়ার প্রচেষ্টাও পুরোপুরি সফল হচ্ছে না৷

গাদ্দাফি ও বিদ্রোহীদের মধ্যে আলোচনা

গাদ্দাফির মেয়ে আইশা এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, তাঁর বাবা সংঘর্ষ থামাতে বিদ্রোহীদের সঙ্গে বোঝাপড়ায় আসতে চান৷ গাদ্দাফি নিজে অবশ্য বিদ্রোহীদের ‘দেশদ্রোহী' হিসেবে গালি দিয়ে আসছেন৷ লন্ডন ভিত্তিক এক আরবী সংবাদপত্র দাবি করেছে, টিউনিশিয়ায় গাদ্দাফি ও বিদ্রোহীদের মধ্যে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে৷ এমনকি গাদ্দাফি নাকি ক্ষমতা ছেড়ে চলে যেতেও প্রস্তুত৷ তাঁর শর্ত হলো, তাঁকে নিরাপদে সির্ত শহরে থাকতে দিতে হবে এবং তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া চলবে না৷ আফ্রিকান ইউনিয়নও আবার দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতির উদ্যোগ নিচ্ছে৷

গাদ্দাফির সমর্থনেও কিছু মানুষ এগিয়ে আসছেছবি: picture alliance/dpa

ন্যাটোর বিড়ম্বনা

সামরিক জোট ন্যাটোর মধ্যেও লিবিয়া অভিযান নিয়ে কিছু মতপার্থক্য দেখা যাচ্ছে৷ গাদ্দাফি এখনো ক্ষমতায় টিঁকে থাকার ফলে অভিযানের ব্যয়, প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের অভাব ইত্যাদি বিষয় নিয়ে তর্ক-বিতর্ক দেখা দিয়েছে৷ ফ্রান্স জানিয়েছে, নিরীহ মানুষের সুরক্ষার স্বার্থে বিদ্রোহীদের হাতে সরাসরি অস্ত্র তুলে দিচ্ছে৷ রাশিয়া এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছে, এর ফলে লিবিয়ায় অস্ত্র সরবরাহের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হচ্ছে৷ ন্যাটোর অন্য কোনো সদস্য দেশও সরাসরি বিদ্রোহীদের সামরিক সাহায্য দিচ্ছে না বলে জানিয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ