1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রপ্তানি হ্রাস

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ ফেব্রুয়ারি ২০১৩

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে বাংলাদেশের রপ্তানি কমে যাচ্ছে৷ এর প্রভাব পড়ছে তৈরি পোশাক খাতে৷ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সুভাশিস বোস অবশ্য এ কথা স্বীকার করার পর জানিয়েছেন, এতে দেশের মোট রপ্তানি আয় কমেনি৷

Bangladeshi workers work in a textile factory on the outskirts of Dhaka, Bangladesh, Wednesday, Feb. 2, 2005.The European Union has decided to give Bangladesh zero tariff entry into its $ 70 billion clothing market from July this year, a move that may boost the country's export to the EU, according to media reports. Bangladesh, a nation of 140 million people, earns three-fourths of its foreign exchange from textile exports. The industry directly employs 1.8 million people and indirectly provides work for about 5 million. (AP Photo/Manish Swarup)
ছবি: AP

বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজার ইউরোপের দেশগুলো৷ কিন্তু সাম্প্রতিক সময়ে ঐ সব দেশে রপ্তানি কমে যাওয়ার প্রবণতা লক্ষ্য করার মতো৷ গেল বছরে যেখানে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল ২০,৬৮৯.৭ কোটি টাকা, সেখানে তার আগের বছর মোট রপ্তানির পরিমাণ ছিল ২১,২৪০.২০ কোটি টাকা৷

অর্থাৎ, যেখানে ইউরোপের বিভিন্ন দেশে বাংলদেশের রপ্তানি বাড়ার কথা সেখানে প্রায় ৬০০ কোটি টাকার রপ্তানি কমেছে৷ আর এর জন্য বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সুভাশিস বোস দায়ী করেন ইউরোপের অর্থনৈতিক মন্দাকে৷ সেখানকার মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে বলে মন্তব্য করেন তিনি৷

ঢাকার এক গার্মেন্টস শ্রমিক...ছবি: AP

এর প্রভাব পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে৷ কারণ, ইউরোপে বাংলাদেশের প্রধান রপ্তানিজাত পণ্য তৈরি পোশাক৷ সুভাশিস বোস বলেন, বিলাসবহুল গার্মেন্টস পন্য এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সত্য, তবে দৈনন্দিন তৈরি পোশাকের চাহিদা কমেনি৷

অন্যদিকে, বাংলাদেশের আরেকটি রপ্তানিপণ্য চিংড়ি আন্তর্জাতিক বাজারে চ্যালেঞ্জের মুখে পড়েছে৷ কারণ, ভারতসহ বিভিন্ন দেশ কম খরচে নতুন ধরণের চিংড়ি উৎপাদন করায় প্রতিযোগিতায় মার খাচ্ছে বাংলাদেশের চিংড়ি৷ এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে বাংলাদেশকে আবার নতুন করে ভাবতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ