1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোভিশনে সেরা আজারবাইজানের এল-নিকি জুটি

১৫ মে ২০১১

প্রথমবারের মতো ইউরোভিশন সংগীত আসরে শিরোপা জিতল আজারবাইজান৷ জার্মানির ড্যুসেলডর্ফ শহরে আয়োজিত এই আসরের চূড়ান্ত প্রতিযোগিতায় সেরা হলো এল ও নিকি জুটি৷ সেরা গান ‘রানিং স্কেয়ার্ড’৷

Winners Ell/Nikki, Nigar Jamal and Eldar Gasimov, from Azerbaijan celebrate winning the final of the Eurovision Song Contest 2011 with their song 'Running Scared' in Duesseldorf, Germany, Saturday, May 14, 2011. (AP Photo/Frank Augstein)
ছবি: dapd

বিশ্বের বৃহত্তম টেলিভিশন অনুষ্ঠানগুলোর অন্যতম ইউরোভিশন৷ এ বছর ইউরোপ এবং ইউরোপের বাইরের মোট ৪৩টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেন পপ তারকাদের এই বার্ষিক আসরে৷ তাদের মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ২৫টি দেশ৷ ইউরোভিশনের ২০১১ আসরে চতুর্থবারের মতো অংশগ্রহণ করল আজারবাইজান৷ আর তাতেই বাজিমাত করল এল-নিকি জুটি৷

দ্বিতীয় হয়েছে ইটালি৷ তৃতীয় স্থানে সুইডেন এবং সর্বনিম্ন অবস্থানে সুইজারল্যান্ড৷ ইউরোভিশনের ৫৬তম আসরে নিজেদের সেরা হিসেবে ঘোষণা আসার পর আনন্দে ফেটে পড়েন এলডার গ্যাসিমভ৷ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘‘ধন্যবাদ, আমরা তোমাদের খুব ভালোবাসি৷ স্রষ্টাকে এবং আমার দাদাকে ধন্যবাদ৷ আমাদের স্বপ্ন সত্য হয়েছে৷ প্রথম দিন থেকেই আমি বিশ্বাস করতাম যে, আমরা এটা অর্জন করবো৷ বিশ্ব আরো বেশি করে প্রকৃত ভালোবাসা চায়৷'' ২০ বছর বয়সি নিগার জামাল নিকির উচ্ছ্বাস, ‘‘আমাদের দেশের মানুষ কতোটা আনন্দ অনুভব করছে তা আমরা খুব সামান্যই বুঝতে পারছি৷''

ছবি: picture alliance/dpa

যাহোক, ২০১০ আসরের সেরা শিল্পী জার্মানির লেনা লড়াই করছিল টানা দ্বিতীয়বারের মতো সেরা হওয়ার জন্য৷ তবে শেষ পর্যন্ত এবার লেনার অবস্থান দশের ঘরে৷ এছাড়া এল-নিকি জুটিকে লড়তে হয়েছে আইরিশ জেডওয়ার্ড এবং ফরাসি সংগীত প্রতিভা অ্যামোরি ভাসিলির মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের সাথে৷ দর্শকদের ভোট এবং পাঁচ জন বিচারকের রায়ে মোট ২২১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলো এল-নিকি জুটি৷

ইউরোভিশনের ঐতিহ্য অনুসারে আগামী আসর বসতে যাচ্ছে এবারের বিজয়ী দেশ আজারবাইজানে৷ ইউরোভিশনে এ পর্যন্ত ইংরেজি ভাষার ২৩ টি গান সেরা হলো৷ ফরাসি গান সেরা পুরস্কার পেয়েছে ১৪ বার৷ এছাড়া ডাচ এবং হিব্রু ভাষার গান সেরা হয়েছে তিনবার করে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ