1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোভিশন

৩১ মে ২০১২

২৬শে মে আজারবাইজান’এর রাজধানি বাকুতে এক বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ৫৭তম ‘ইউরোভিশন সং কনটেস্ট ২০১২’৷ ইউরোপের জনপ্রিয় এই টেলিভিশন সংগীত প্রতিযোগিতায় এ বছর জয়ের শিরোপা অর্জন করলো সুইডেন৷

ছবি: picture-alliance/dpa

সুইডেন'এর হয়ে এবার ‘ইউরোভিশন সং কনটেস্ট'-এ প্রতিদ্বন্দ্বিতা করেন ২৮ বছর বয়স্কা সংগীত শিল্পী লোরিন৷ টেকনো-পপ আঙ্গিকের ‘ইউফোরিয়া' গানটি গেয়ে তিনি ছিনিয়ে নেন ইউরোপের গুরুত্বপূর্ণ টেলিভিশন সংগীত প্রতিযোগিতার জয়ের মুকুট৷

১৯৯৯ সালের পর আবার বিজয়ী দেশ সুইডেন, এ নিয়ে মোট পাঁচবার জয় করলো ‘ইউরোভিশন'৷ ভুলে গেলে চলবে না, ১৯৭৪ সালে ‘ইউরোভিশন সং কনটেস্ট'-এর মধ্য দিয়েই আন্তর্জাতিক পপ সংগীতের জগতে আত্মপ্রকাশ করেছিল সুইডেনের কিংবদন্তি সংগীত গোষ্ঠি ‘আবা'৷

এবারের ‘ইউরোভিশন সং কনটেস্ট'-এ দ্বিতীয় স্থান অধিকার করেছে রাশিয়া৷ ৬৬ থেকে ৭৬ বছর বয়স্ক ছয় সদস্যের এক মহিলা সংগীত গোষ্ঠী ‘পার্টি ফর এভরিবডি' গানটি দিয়ে জয় করেছে অসংখ্য শ্রোতা-দর্শকের মন৷ আর জেলিয়েকো ইয়োক্সিমভিচ'এর ব্যালাড আঙ্গিকের গানের মধ্য দিয়ে সার্বিয়া অধিকার করে নেয় তৃতীয় স্থান৷

এই সংগীত প্রতিদ্বন্দ্বিতায় ইউরোপের প্রতিটি দেশের একজন সংগীত শিল্পী বা একটি গোষ্ঠি প্রতিনিধিত্ব করতে পারে৷ প্রতি বছর আগের বছরের বিজয়ী দেশে অনুষ্ঠিত হয় ‘ইউরোভিশন সং কনটেস্ট'৷ ২০১১ সালের বিজয়ী দেশ আজারবাইজান৷ তাই বাকুতে অনুষ্ঠিত হলো অত্যন্ত আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানটি ৷ প্রতিযোগিতায় ২৬টি দেশের শিল্পী বা প্রতিনিধির বিভিন্ন ধারার সংগীতে ভরপুর ছিল এই অনুষ্ঠান৷

‘ইউরোভিশন সং কনটেস্ট'-এ বিজয়ী নির্বাচিত হন টেলিফোনের মাধ্যমে গোটা ইউরোপব্যাপী টেলিভিশন দর্শকদের ভোটে৷ তবে নিজের দেশের প্রতিনিধিকে ভোট দেয়া যায় না৷ ১৯৫৬ সালে ‘ই বি উ' বা ‘ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন'-এর উদ্যোগে ‘ইউরোভিশন সং কনটেস্ট' শুরু হয়৷ এর পর থেকে জার্মানি এ অবধি জয়ের শিরোপা পেয়েছে দু'বার, ৮২ এবং ২০১০ সালে৷ জার্মানির হয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন নবীন সংগীত শিল্পী রোমান লব৷ তাঁর ‘স্ট্যান্ডিং স্টিল' গানটি অষ্টম স্থান অধিকার করে৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ