1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোভিশন কনটেস্ট

৮ মার্চ ২০১২

প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে ইউরোভিশন সং কনটেস্ট৷ ইউরোপের দেশগুলো তাতে অংশগ্রহণ করে৷ এবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজারবাইজানে৷ কিন্তু বেকে বসেছে আর্মেনিয়া৷

ছবি: ebu

গতকাল আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে জানানো হয় যে, আজারবাইজানের ইউরোভিশন সং কনটেস্টে আর্মেনিয়া অংশগ্রহণ করবে না৷ এর কারণ, আজারবাইজান হলো আর্মেনিয়ার শত্রু৷

যদিও আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে যে, আর্মেনিয়ার শিল্পীদের সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করবে আজারবাইজান৷ কিন্তু তার পরেও স্বস্তি পাচ্ছিল না আর্মেনিয়া৷ আর্মেনিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয় যে, কিছুদিন আগে আজারবাইজানের প্রেসিডেন্ট সরাসরি তাঁর এক ভাষণে বলেন, আজারবাইজানের প্রথম শত্রু হলো আর্মেনিয়া৷

এরপর আর্মেনিয়া সিদ্ধান্ত নেয় যে, প্রেসিডেন্টের বক্তব্যের পর সেই দেশে কোনো আর্মেনিয়ানকে পাঠানো একেবারেই উচিৎ হবে না৷ ইউরোভিশন সং কনটেস্টের এক্সিকিউটিভ সুপারভাইজার জন ওল স্যান্ড বলেন, পুরো ঘটনা খুবই দুঃখজনক৷ আর্মেনিয়া যে নিজেদের এবারের প্রতিযোগিতা থেকে তুলে নিচ্ছে - তা আমরা কেউ আশা করিনি৷ তিনি জানান, ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন এবং ইউরোভিশন সং কনটেস্ট আয়োজকরা অনেক চেষ্টা করেছেন পরিস্থিতি সামলাতে, আর্মেনিয়াকে রাজি করাতে কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন৷

গত বছর জার্মানির ডুসলডর্ফ শগরে আজারবাইজানের দুই সংগীত শিল্পী এল এবং নিকি ২০১১ সালের ইউরোভিশন সং কনটেস্ট জিতে নেয়৷ তাই এবার ইউরোভিশন সং কনটেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই দুই বিজয়ীর দেশ আজারবাইজানে৷ রাজধানী বাকুতে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ