1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

৫ জুন ২০১২

বিক্রি হচ্ছে না টিকিট৷ বিশেষ করে ইউক্রেনে৷ হাজার দশেক ইউরোকাপের খেলার টিকিট এখনও পড়ে রয়েছে৷ যা কিনা কখনও হয়নি৷ অথচ প্রতিযোগিতা শুরু হতে আর বাকি মাত্র তিনটি দিন৷

ছবি: picture-alliance/dpa

একে কি অভাবনীয় পরিস্থিতি বলা যাবে? ইউকরোকাপের ইতিহাসে এমন ঘটনার নজির দেখা যায়নি, বলছেন বিশেষজ্ঞরা৷ কারণ সচরাচর ক্ষেত্রে ইউরোকাপে যে ধরণের উত্তেজক আর উচ্চমানের ফুটবল খেলা হয়ে থাকে তার জন্য টিকিটের হাহাকারটাই চেনা ছবি৷ এমন তো কখনো হয়না বা হয়নি যে বিশ্বসেরা মানের ফুটবল খেলা হবে, অথচ সেটা দেখার জন্য গ্যালারিতে দর্শকের অভাব থাকবে৷

কিন্তু এবারেই সেরকমটা হতে চলেছে৷ উয়েফা-র মুখপাত্র টোমাস জিওর্দানো সাংবাদিকদের মঙ্গলবার বললেন, এই মুহূর্তে বেশ কয়েক হাজার টিকিট বিক্রি হয়নি৷ কয়েক হাজার মানে কত? টোমাসের জবাব, সংখ্যাটা ১০ হাজারের ওপর৷ তাও আবার এমন সব খেলার টিকিট এখনও অবিক্রিত হয়ে পড়ে রয়েছে, যেসব খেলার টিকিটের বিপুল চাহিদা হওয়ার কথা৷ যেমন ধরা যাক, ১১ জুন তারিখে ইংল্যান্ডের এবারের ইউরোকাপের প্রথম খেলাটা৷ যেটায় তারা মুখোমুখি হবে ফ্রান্সের৷

প্রতিযোগিতায় অংশ নিতে পোল্যান্ড পৌঁছেছে জার্মান দলছবি: Reuters

দেখা যাচ্ছে, মূলত ইউক্রেনে আয়োজিত খেলাগুলোর টিকিট বিক্রি হচ্ছে না তেমন৷ এর দু'টো কারণ দেখাচ্ছে আয়োজক সংস্থা উয়েফা৷ এক তো ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছানোর প্লেনের টিকিট সহজে মেলেনা৷ যদিও বা মেলে তার দাম চড়া৷ তারপরে ইউক্রেনের পরিকাঠামো নিয়েও বিস্তর সন্দেহ রয়েছে ফুটবল ফ্যানেদের মধ্যে৷ একটা স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামের দূরত্ব বিপুল৷ রয়েছে যানবাহনের সংকট৷ হোটেলগুলো নাকি ব্যাপক বাড়িয়ে দিয়েছে তাদের ভাড়া৷ তারপরে ভাষা ইত্যাদির সমস্যা তো রয়েইছে৷ ইউক্রেনে ইংরেজি জানা লোক খুঁজে বের করাটা অনেকটা সেই খড়ের গাদায় সুঁচ খোঁজার মতই কঠিন ব্যাপার৷

এসব কথাই শোনা যাচ্ছে চারদিকে যখন ইউরোকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই তিনটে দিন৷ তবে উয়েফা মুখপাত্র টোমাস জিওর্দানি বলছেন, মোট ১.৪ মিলিয়ন টিকিট আমরা ছেপেছি৷ তার মধ্যে ১০ শতাংশ যদি বিক্রি না হয়, সেটাকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই৷ তবে তিনি আশাবাদী যে খেলা শুরু হওয়ার মধ্যে বাকি টিকিটগুলোও বিক্রি হয়ে যাবে৷

তা হতেই পারে৷ তবুও, এবারের ইউরোকাপে ইউক্রেনকে পোল্যান্ডের সঙ্গে আয়োজক দেশ হিসেবে রেখে ইতিমধ্যেই বেশ সমালোচনার মুখোমুখি হচ্ছে উয়েফা৷ ইউক্রেন আদৌ পরিকাঠামোগত দিক থেকে এই ইউরোকাপ উৎরোতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ এখনও ঘোচেনি বহু মহলে৷ দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়৷ 

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় (ডিপিএ, এএফপি)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ