1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোর বিনিময় মূল্য

১৩ ফেব্রুয়ারি ২০১৩

ইউরোর বিনিময় মূল্য এত বেড়ে চলেছে যে, রপ্তানির ক্ষেত্রে আর্থিক ক্ষতির আশঙ্কা করছে ফ্রান্স৷ জি টোয়েন্টি বৈঠকে বিষয়টি আলোচিত হবে৷ এদিকে সাইপ্রাসকে নিয়ে আশঙ্কা বাড়ছে৷

ছবি: picture-alliance/dpa

ইউরোর বিনিময় মূল্য

গত বছর আর্থিক ও অর্থনৈতিক সংকটের সময় অভিন্ন মুদ্রা ইউরোর অস্তিত্ব নিয়ে সন্দেহ দেখা গিয়েছিল৷ সেই শঙ্কা কেটে গেছে৷ উল্টে ইউরোর বিনিময় মূল্য যেভাবে বেড়ে চলেছে, তার ফলে রপ্তানির ক্ষতি হবে বলে আশঙ্কা করছে ফ্রান্স৷ তাদের যুক্তি, এই অবস্থায় সংকট থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে চেষ্টা চলছে, তাও ক্ষতিগ্রস্ত হবে৷ অর্থাৎ উৎপাদনের ব্যয় থেকে শুরু করে বেতন-মজুরি বজায় রেখে বিদেশের বাজারে আকর্ষণীয় মূল্যে ইউরোপের পণ্য বা পরিষেবা বিক্রি করা কঠিন হবে৷ বিনিময় মূল্য কম থাকলেই রপ্তানির বাজারে প্রতিযোগিতায় টিঁকে থাকা সম্ভব৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ এই আশঙ্কা প্রকাশ করেছেন৷

তাই ইউরো-র এই উত্থান নিয়ন্ত্রণ করতে ফ্রান্স আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের দাবি জানিয়েছে৷ ইউরো এলাকার বাকি দেশগুলির সঙ্গে মিলে ইউরো-কে নিয়ন্ত্রণে রাখতে চায় সে দেশ৷ ইউরোজোনের দেশগুলি আগামী শুক্রবার মস্কোয় জি টোয়েন্টি অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করতে চায়৷

ইউরোর দাম বেড়েছেছবি: Fotolia/Ciaobucarest

‘বাজারে হস্তক্ষেপ নয়'

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও জার্মানি অবশ্য নীতিগতভাবে ইউরোর বিনিময় মূল্যের ক্ষেত্রে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধী৷ মুদ্রা নিয়ে এমন খেলা বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে অনেক মহলে আশঙ্কা রয়েছে৷ বাজারের নিয়মেই মুদ্রার বিনিময় মূল্য ওঠানামা করে – সেটাই চলতে দেওয়া উচিত বলে তাদের মত৷ ইউরোগ্রুপের নতুন প্রধান নেদারল্যান্ডস-এর অর্থমন্ত্রী ইয়েরুন ডাইসেলব্লুম-ও একক পদক্ষেপ না নিয়ে জি টোয়েন্টি স্তরে এ বিষয়ে আলোচনার পক্ষপাতি৷

জি টোয়েন্টি-র মধ্যে শিল্পোন্নত দেশগুলির গোষ্ঠী জি সেভেন অবশ্য মঙ্গলবার জানিয়ে দিয়েছে, শুক্রবারের আলোচনায় তারা মুদ্রার বিনিময় মূল্যের বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চায় না৷ মুদ্রা বাজারের স্থিতিশীলতা বিপন্ন না করে কেন্দ্রীয় ব্যাংকগুলি বরং তাদের ক্ষমতার আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বাজারকে সঠিক বার্তা পাঠাতে পারে বলে মনে করছে জি সেভেন৷

অর্থনৈতিক চালচিত্র

ইউরোর বিনিময় মূল্য নিয়ে ফ্রান্সের আশঙ্কা সত্ত্বেও সোমবারই জার্মানির অর্থনৈতিক মন্ত্রণালয় ভবিষ্যতে সুদিনের আশ্বাস দিয়েছে৷ তবে মনে রাখতে হবে, জার্মানির রপ্তানির একটা বড় অংশও ইউরো এলাকার উপর নির্ভরশীল৷ তাই সার্বিক উন্নতি না হওয়া পর্যন্ত ইউরোপের অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে৷

গত সপ্তাহে ইইউ বাজেট অনুমোদনের সিদ্ধান্তের ফলে সোমবার পুঁজিবাজার বেশ চাঙ্গা হয়ে উঠেছিল৷ তাছাড়া ইউরো এলাকার অর্থমন্ত্রীদের বৈঠককে ঘিরেও বাজারে উৎসাহ দেখা গেছে৷ বিশেষ করে সাইপ্রাসের বেলআউটের প্রশ্নে অগ্রগতির অপেক্ষায় রয়েছে আর্থিক জগত৷ আগামী মার্চ মাসে এ বিষয়ে সিদ্ধান্তের আশা করা হচ্ছে৷

সাইপ্রাসকে নিয়ে আশঙ্কা

এদিকে সাইপ্রাসের আর্থিক সংকটের কারণে ইউরো এলাকার স্থিতিশীলতা বিপন্ন হতে পারে বলে বাজারে আশঙ্কা দেখা দিয়েছে৷ প্রথমে দুশ্চিন্তা ছিল গ্রিসকে নিয়ে৷ এখন সাইপ্রাসের দেউলিয়া হওয়ার আশঙ্কাকে ঘিরে ইউরো এলাকায় অস্বস্তি বাড়ছে৷ গত জুন মাসে সাইপ্রাস ১,৭০০ কোটি ইউরো বেলআউট চেয়েছিল৷ অঙ্কটা তেমন বেশি নয় বটে, কিন্তু অবৈধ আর্থিক লেনদেনের জন্য সাইপ্রাসকে যেভাবে ব্যবহার করা হয়ে থাকে, তা নিয়ে ইইউ সন্তুষ্ট নয়৷ তাই সে দেশের ব্যাংকগুলিকেও যে কোনো উদ্ধার কর্মসূচিতে অংশ নিতে হবে, এমন দাবি বাড়ছে৷ রাশিয়ার অনেক কোটিপতি এই সব কার্যকলাপে জড়িত বলে অভিযোগ৷ বিষয়টির নিষ্পত্তির আগে বেলআউট নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন না ইউরোজোনের অর্থমন্ত্রীরা৷

এসবি/এসি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ