1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ণবাদী ঠেকানোর পরিকল্পনা

২৫ মে ২০১২

এগিয়ে আসছে ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতা ‘ইউরো ২০১২’৷ ফুটবল অঙ্গনে বিশ্বকাপের পর সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও জনপ্রিয় এই টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি৷

ছবি: dapd

পোল্যান্ড আর ইউক্রেন এবার যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে৷ সে লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নিতে এখন ব্যস্ত আয়োজকরা৷

এসবের মধ্যে একটা ছোট্ট, কিন্তু ঠিকমত নিয়ন্ত্রণ করতে না পারলে যেটা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে, এমন বিষয় নিয়েও মাথা ঘামাতে হচ্ছে আয়োজকদের৷ সেটা হচ্ছে, খেলা চলার সময় স্টেডিয়ামগুলোতে বর্ণবাদী স্লোগানের আশঙ্কা৷

পোল্যান্ড আর ইউক্রেনে এ ধরণের ঘটনা আগেও ঘটেছে৷ বর্ণবাদ বিরোধী একটি সংগঠনের জরিপে দেখা গেছে, সেপ্টেম্বর ২০০৯ থেকে মার্চ ২০১১, এই দেড় বছরে পোল্যান্ডের স্টেডিয়ামগুলোতে বর্ণবাদীদের দৌরাত্ম্যের ১৩০টির মত ঘটনা ঘটেছে৷ তবে সংস্থাটি বলছে, এই সংখ্যাটা আসল সংখ্যার ছোট্ট একটা অংশ মাত্র৷ আরেক আয়োজক ইউক্রেনেও গত দুই বছরে আশিটির মতো বর্ণবাদী ঘটনার খবর পাওয়া গেছে৷

পরিস্থিতি সামলাতে জরিপ পরিচালনাকারী সংস্থাটি দুই দেশেই সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে চলেছে৷

অবশ্য এর পরও থেমে নেই বর্ণবাদীরা৷ কদিন আগে তারা এমন কিছু স্টিকার আর টি-শার্ট বিক্রি করেছে, যেগুলোতে লেখা ছিল ‘আমরা সবাইকে ঘৃণা করি', ‘বিভিন্ন দেশ থেকে আসা সমর্থকদের ক্ষমা করা হবে না' ইত্যাদি নানান সব স্লোগান৷ অবশ্য পরে নিরাপত্তা বাহিনী এসব পণ্য বিক্রিতে বাধা দেয়৷ আর বিক্রেতাদের আটক করে৷ ‘ইহুদিদের ঢুকতে দেয়া হবে না' এই জাতীয় স্লোগানও লেখা ছিল টি-শার্টগুলোতে৷

আপাতত পরিস্থিতি সামাল দেয়া গেলেও এই ঘটনা এটাই প্রমাণ করছে যে, ভবিষ্যতে খেলার সময় কিছু না কিছু ঘটতে পারে৷

ইংল্যান্ডের ফুটবল কর্তৃপক্ষ এফএ ইতিমধ্যে তাদের উদ্বেগের কথা জানিয়েছে৷ তারা বলছে, ইউরো প্রতিযোগিতার সময় তাদের কাল খেলোয়াড় ও সমর্থকরা বর্ণবাদের শিকার হতে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে৷

প্রতিবেদন: ডিপিএ / জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ