1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো’র ১০ বছর - সাফল্য, ব্যর্থতার খতিয়ান

২৭ ডিসেম্বর ২০১১

দেখতে দেখতে ১০ বছর পার করে দিচ্ছে ইউরোপের ১৭টি দেশের একক মুদ্রা ‘ইউরো’৷ ২০০২ সালের প্রথম দিন থেকে এর ব্যবহার শুরু হয়েছিল৷ ইউরো চালু করাটা কী ভাল হয়েছে, নাকি আগের মুদ্রাই ভাল ছিল - এই নিয়ে এখন চলছে আলোচনা৷

ইউরোছবি: picture-alliance/dpa

সাধারণ মানুষের ভাবনা

এক কথায় বলতে গেলে, তাঁরা মনে করেন ইউরো তাঁদের জীবনযাত্রার ব্যয়ভার বাড়িয়ে দিয়েছে৷ তবে এই অভিযোগ নিয়ে প্রথম দিকে ততটা উচ্চবাচ্য না করলেও, এখন যে সংকট চলছে সে কারণে সাধারণ মানুষ কিছুটা বিরক্ত বলা যায়৷ এই মুহূর্তে এমন অনেককেই পাওয়া যাবে, যাঁরা আবার আগের মুদ্রায় ফিরে যেতে চাইবেন৷ তবে বাণিজ্যিক কোম্পানিগুলো কিন্তু খুশি৷ কেননা আগে বিভিন্ন মুদ্রা বিনিময় করতে যে টাকাটা খরচ হতো এখন সেটা হচ্ছে না৷

ইতিহাস

ইউরোপকে সারা বিশ্বে একটা একক শক্তি হিসেবে পরিচিত করানো এবং সাধারণ জনগণের যে যেদেশেরই হোক না কেন নিজেকে একজন ইউরোপীয় হিসেবে ভাবতে শেখানো - এমন লক্ষ্য নিয়ে চালু করা হয়েছিল ইউরো৷ অর্থাৎ একজন জার্মান আর একজন ফরাসি - দুজনই যদি ইউরো ব্যবহার করেন তাহলে তাঁরা নিজেদের একটা একক সত্তা ভাববেন, এমনটা মনে করা হয়েছিল৷ ইউরোর শুরুর দিকে হয়তো সে উদ্দেশ্য পূরণও হয়েছে৷ কিন্তু ঐ যে কথায় বলে, খারাপ সময়ে মানুষের আসল চেহারা বেরিয়ে আসে, ইউরোর ক্ষেত্রেও হয়েছে সেটা৷ করদাতাদের পকেট থেকে টাকা দিয়ে গ্রিসকে সাহায্য করতে হওয়ায় জার্মানরা সহ অন্যান্যরা কিছুটা বিরক্ত৷ এছাড়া ইউরো সংকট মোকাবিলা প্রশ্নে জার্মানি নেতার আসনে থাকায় ফ্রেঞ্চরা নিজেদের প্রভাব নিয়ে কিছুটা শঙ্কিত৷

ইউরোর বাইরের দেশ

ইউরোপের মধ্যে থেকেও অনেক দেশ ইউরোতে যায়নি৷ যেমন ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ব্রিটেন৷ সেখানকার জনগণ এখন বেশ স্বস্তিতে৷ কেননা ইউরো সংকট তাদের জীবনে তেমন কোনো প্রভাব ফেলছে না৷ একইরকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সুইডিশ আর ডেনিশদের মধ্যেও৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ