1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৈশ্বিক অর্থনীতি

৪ জুন ২০১২

আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো একে একে দুর্বল হয়ে পড়ছে৷ একদিকে ইউরোপীয় ঋণ সংকট, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় মাসেও সীমিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উদ্বেগ বিশেষজ্ঞ মহলের৷

ছবি: Fotolia/imageteam

অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বিনিয়োগকারীরা এখন সবচেয়ে নিরাপদ পন্থার দিকে হাত বাড়াচ্ছেন৷ ফলে মার্কিন কোষাগারের ১০ বছর মেয়াদী নোটের সুদের হার কমে দাঁড়িয়েছে ১.৪৬ শতাংশে৷ আর ১০ বছর মেয়াদী জার্মান বন্ডের সুদের হার আরো নিচে নেমে দাঁড়িয়েছে ১.১৭ শতাংশে৷

গত মে মাসে মার্কিন শ্রম বাজারে যোগ হয়েছে মাত্র ৬৯ হাজার নতুন চাকরির সুযোগ৷ অথচ গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রতি মাসে গড়ে দুই লাখ বাহান্ন হাজার চাকরির বাজার সৃষ্টি হয়েছে৷ কিন্তু তারপর থেকেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির হার নামতে শুরু করে৷ এখন সেই হার মাসে ৯৬ হাজার৷ দু'দিন আগে মে মাসের চাকরির বাজারের খবর প্রকাশের পরই ডাও জোন্স শেয়ারবাজারের সূচক ২৭৫ পয়েন্ট নেমে যায়৷ গত নভেম্বর মাসের পর এটিই ডাও জোন্স এর সবচেয়ে বড় মাপের পতন৷ এ অবস্থায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, ২০১০ এবং ২০১১ সালের মাঝামাঝি মার্কিন অর্থনীতিকে যেমন ধাক্কা সহ্য করতে হয়েছে, এ বছরও ঠিক একই রকম ধাক্কার সম্মুখীন হতে পারে৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: picture-alliance/dpa

এদিকে, বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইউরোপের ঋণ সংকট৷ কারণ সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে মধ্য জুনে গ্রিসের ভোটারদের রায়'কে৷ আশঙ্কা করা হচ্ছে, গ্রিসের জন্য ১৭০ বিলিয়নের বেইলআউটের সাথে আরোপিত শর্তসমূহ প্রত্যাখ্যান করতে পারে গ্রিসের জনগণ, ব্যালট বক্সের মাধ্যমে৷ কারণ এসব শর্তকেই তাদের দেশের বাজেট কাটছাঁটের জন্য দায়ী বলে মনে করে গ্রিকরা৷ ফলে ইউরো অঞ্চল থেকে বেরিয়ে আসার মতো কঠিন সিদ্ধান্তেও উপনীত হতে পারে তারা৷ আর তা ইউরোপের অর্থনৈতিক কাঠামোতে বেশ নাড়া দেবে এমন আশঙ্কা অনেকেরই৷

এমতাবস্থায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি'র সাবেক প্রধান জাঁ-ক্লদ ট্রিশে'র গত বছরে উত্থাপিত প্রস্তাবের দিকে ফিরতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা৷ ট্রিশে গত বছরের জুন মাসে জার্মানির আখেনে এক বক্তৃতায় বলেছিলেন ইউরো অঞ্চলে একটি কেন্দ্রীয় অর্থনৈতিক কর্তৃপক্ষ গড়ে তোলার কথা৷ চলতি মাসের ২৮ ও ২৯ তারিখে অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে এখন জার্মানি তার সঙ্গীদের অর্থনৈতিক ইন্টেগ্রেশনের জন্য এমন একটি বড় পদক্ষেপ নেওয়ার কথা বলছে৷ বার্লিনে জার্মান কর্মকর্তারা জানিয়েছেন, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এখন চাচ্ছেন ইউরো অঞ্চলের অর্থ কাঠামো ব্যবস্থাপনায় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ৷ এছাড়া শ্রম বাজার, সামাজিক নিরাপত্তা কাঠামো ও কর নীতি সংস্কারে সমন্বিত ইউরোপীয় উদ্যোগের জন্যও চেষ্টা করছেন ম্যার্কেল৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (রয়টার্স, এপি)

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ