1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো কাপ ২০১২

২০ জুন ২০১২

ওয়েন রুনি’র কল্যাণে ইংল্যান্ড চলে গেল ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে৷ ইউক্রেনের সঙ্গে গতকালের খেলায় ইংল্যান্ড একটি মাত্র গোল করতে সক্ষম হয়৷ এবং তা করেছেন ওয়েন রুনি৷

England's Wayne Rooney (C) celebrates after scoring against Ukraine during their Group D Euro 2012 soccer match at the Donbass Arena in Donetsk, June 19, 2012. REUTERS/Michael Buholzer (UKRAINE - Tags: SPORT SOCCER TPX IMAGES OF THE DAY)
রুনির গোলছবি: Reuters

গতকালের খেলায় ৪৮ মিনিটের মাথায় ইংল্যান্ড ১-০ গোলে এগিয়ে যায় ইউক্রেনের সঙ্গে৷ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইংল্যান্ড এবং তার ফ্যানরা৷ গত আট বছরে কোনো বড় ধরণের টুর্নামেন্টে এই প্রথমবারের মতো গোল করলেন রুনি৷

ওয়েন রুনি বিশ্বাস করেন যে, ইংল্যান্ড এবারের ইউরো কাপে সেমি ফাইনাল পর্যন্ত যেতে সক্ষম হবে৷ গত ১৬ বছরে ইংল্যান্ড সবসময়ই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে সক্ষম হয়েছে৷ এর বেশি ইংল্যান্ড যেতে পারেনি৷ এমনকি গত ২০১০ সালের বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে৷

রুনি জানান, ‘‘আমার আশা আছে এবারের ইউরো কাপে কোয়ার্টার ফাইনালের চত্বর পেরিয়ে আরেকটু সামনে এগিয়ে যাবো আমরা৷ ইটালির সঙ্গে খেলা হয়তো একটু কঠিন হবে৷ তবে আমার মনে হচ্ছে বেশ ভালো লড়াই হবে দুটি দেশের মধ্যে৷ আমরা চেষ্টা করবো ভালো খেলার জন্য৷ কোনো একটি দল হয়তো জিতবে৷ কিন্তু ফলাফল যাই হোক না কেন আমরা তৈরি৷''

২৪ তারিখে কিয়েভ'এর অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ইটালি৷

জন টেরির গোল বাঁচানোর চেষ্টাছবি: dapd

ইউরো কাপ শুরু হওয়ার আগে ইংল্যান্ড দলের অবস্থা ছিল সংকটাপন্ন৷ জন টেরি'র কাছে থেক ক্যাপ্টেন্সি কেড়ে নেয়া হয়৷ এবং ফাবিও কাপেলো রিজাইন দেন৷ তখন হজসনকে নিয়োগ করা হয় কোচ হিসেবে৷ তাই ইংল্যান্ড চমক দেখাবে এমন কোন আশা খেলোয়াড় বা ফ্যান কারো মধ্যেই ছিল না৷

তাই গতকালের খেলায় জেতার পর উচ্ছ্বসিত হজসন জানান, গ্রুপ ডি-র সর্বোচ্চ পয়েন্ট পাবে ইংল্যান্ড তা তিনি কিছুতেই ভাবতে পারেননি৷ বিশেষ করে ফ্রান্সকে পিছে ফেলে ইংল্যান্ড এগিয়ে যাবে - তা ছিল কল্পনার বাইরে৷ তিনি বলেন, ‘‘ফাবিও কাপেলো পদত্যাগ করার পর অনেকেই ভেবেছিল টিম নতুন কোচকে নিয়ে কাজ করার মতো যথেষ্ট সময় পায়নি৷ কোচ টিমকে তৈরি করার খুব কম সুযোগ পেয়েছেন৷ সবার আশঙ্কাকে আমরা ভুল প্রমাণ করেছি৷ এ জন্য আমি আমার দলের ওপর খুবই সন্তুষ্ট৷ আমার দলের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে৷ এখন ইংল্যান্ড থেকে আমাদের সমর্থন আসছে৷ এই সমর্থন আমাদের ভেতর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে৷ এখন আর আশা এবং প্রত্যাশার প্রশ্ন নয়, বরং এগিয়ে যাওয়া, ভালো খেলে যাওয়া এবং ইউরো টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত উপভোগ করে যাওয়াই আসল৷''

এমজে / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ