1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের অর্থনীতি

২০ ফেব্রুয়ারি ২০১৩

ইউরোপের অর্থনীতি জগতে এই মুহূর্তে সাফল্য ও ঝুঁকির এক মিশ্রণ দেখা যাচ্ছে৷ সংকটের কালো ছায়া কেটে গেলেও ঝুঁকি এখনো দূর হয়নি বলে সতর্ক করে দিয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান৷

ছবি: Reuters

সার্বিক উন্নতি

আশার কথা হলো, সংকট কাটাতে প্রায় সব দেশই লক্ষ্যমাত্রা পূরণ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে৷ গ্রিস, স্পেন, পর্তুগাল ও ইটালি তো বটেই, ফ্রান্সের অর্থমন্ত্রীও বাজেট ঘাটতি কাটাতে সংস্কার চালিয়ে যাবার অঙ্গীকার করেছেন৷ চলতি বছরেই বাজেট ঘাটতির মাত্রা ৩ শতাংশের কম করতে চায় ফ্রান্স৷ স্পেনের ব্যাংকিং জগতেও কিছুটা আশার আলো দেখা যাচ্ছে৷ ‘ব্যাড লোন' অর্থাৎ যে বকেয়া ঋণ আর ফেরত পাবার আশা নেই, তার অনুপাত কমে চলেছে৷

ইউরোপের কিছু দেশে নির্বাচনের দিকে বাজার লক্ষ্য রাখছে৷ সাইপ্রাসের নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে এমন এক নেতার জয়ের সম্ভাবনা বাড়ছে, যিনি বেলআউট-এর আবেদন করতে চান, যা বাজারের জন্য ইতিবাচক বার্তা৷ অন্যদিকে ইটালির বিদায়ী প্রধানমন্ত্রী মারিও মন্টি বিশাল সংস্কার কর্মসূচি চালিয়ে বাজারের আস্থা অর্জন করেছেন৷ কিন্তু আসন্ন নির্বাচনে কার জয় হয়, তার উপর নির্ভর করছে, সেই নীতি চালিয়ে যাওয়া হবে কি না৷ বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী বার্লুস্কোনি ঢালাও কর ছাড়ের জনমোহিনী প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন৷

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগিছবি: Reuters

ইসিবি প্রধানের দৃষ্টিভঙ্গি

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগি মঙ্গলবার বলেছেন, ইউরো এলাকা এখনো অর্থনৈতিক সংকট থেকে পুরোপুরি বেরিয়ে আসে নি৷ কিছু ঝুঁকি রয়ে গেছে৷ বিশেষ করে সংকটে জর্জরিত দেশগুলিকে ব্যয় সংকোচ ও সংস্কারের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷ মনে রাখতে হবে, দ্রাগি-র অবস্থান পুঁজিবাজারের উপর বেশ প্রভাব ফেলে৷ গত বছরই তিনি বলেছিলেন, ইউরো-র সুরক্ষার জন্য যা প্রয়োজনীয়, তাই করা হবে৷ তখন বাজারে স্বস্তির নিঃশ্বাস পড়েছিল৷

আপাতত ইউরো এলাকায় সংকট নেই বটে, কিন্তু অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানির মাত্রা কমে গেছে৷ তাছাড়া কাঠামোগত সংস্কারের ধীর গতির কারণেও দ্রাগি সতর্কতার বাণী শোনালেন৷ তাঁর মতে, কঠিন এই সংস্কারের কাজ দ্রুত শেষ করতে পারলে সবাই লাভবান হবে৷ শ্রম বাজার থেকে শুরু করে ব্যাংকিং ক্ষেত্রে এই সব সংস্কারের প্রয়োজন রয়েছে৷ মোটকথা যতদিন না ইউরোপ প্রবৃদ্ধির মুখ দেখছে, ততদিন নিশ্চিন্ত হওয়া চলে না বলে মনে করেন তিনি৷ তাছাড়া ইউরোপের বাইরেও অনেক কিছু ঘটে চলেছে, যার প্রভাব সামলাতে হচ্ছে ইউরো এলাকাকে৷ ব্রাসেলস-এ ইউরোপীয় পার্লামেন্টে তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখেন৷

জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বলছে ইউরো অঞ্চলে মন্দা কেটে গিয়ে প্রবৃদ্ধি ফিরে আসছেছবি: picture-alliance/Wolfram Steinberg

‘ঋণভার কমাতে হবে'

ব্যয় সংকোচ ও অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ – এই দুই বিপরীতমুখী নীতির মধ্যে টানাপোড়েন প্রসঙ্গে ইসিবি-র প্রধান দ্রাগি বলেন, যে সব দেশের বিপুল ঋণভার রয়েছে তাদের বাজেট ঘাটতি সামলাতেই হবে – এর কোনো বিকল্প নেই৷ তবে সে সব দেশের সরকারকে একইসঙ্গে তার প্রভাব নিয়ন্ত্রণ করতে হবে৷ ইউরো এলাকায় করের হার যথেষ্ট বেশি, তাই করের হার আরও বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই৷ তাতে শিল্প-বাণিজ্য জগতের কাছে ভুল বার্তা যাবে৷ তারা বিনিয়োগ করতে এগিয়ে আসবে না৷

জার্মানির আশা

ইসিবি-র প্রধান সতর্ক থাকার পরামর্শ দিলেও জার্মানি সহ গোটা অঞ্চলে মন্দা কেটে গিয়ে প্রবৃদ্ধি ফিরে আসতে চলেছে বলে পূর্বাভাষ দিয়েছে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক৷ চলতি বছরের প্রথম ৩ মাসেই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাবে বলে তাদের ধারণা৷ চলতি মাসেই জার্মানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা তার আগের মাসের তুলনায় অনেক বেড়ে গেছে৷ গত বছরের শেষের দিকে যে নৈরাশ্য দেখা যাচ্ছিল, তা কেটে যাচ্ছে৷ বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গিতে গোটা ইউরো এলাকার সার্বিক পরিস্থিতিরও অনেক উন্নতি দেখা যাচ্ছে৷

ইউরোর বিনিময় মূল্য অস্বাভাবিক হারে বেড়ে চলায় গত সপ্তাহে বাজার কিছুটা দুশ্চিন্তায় পড়েছিল৷ এখন জাপানের মুদ্রা ইয়েন-এর বিনিময় মূল্য পড়তে থাকায় ইউরোপের বাজারে স্বস্তির নিঃশ্বাস পড়ছে৷ গত সপ্তাহে জি টোয়েন্টি সম্মেলনে এ নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে৷

এসবি/এসি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ