1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো এলাকার উপর কালো ছায়া

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)৫ নভেম্বর ২০১৪

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি-র পূর্বাভাষ অনুযায়ী চলতি ও আগামী বছরে ইউরো এলাকার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে দাঁড়াবে ১ শতাংশের মতো৷ ফলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকই আবার রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হবে বলে আশা৷

Symbolbild Geldverschwendung
ছবি: Nikolai Sorokin - Fotolia.com

ইসিবি মঙ্গলবার ২০১৪ ও ২০১৫ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাষের মাত্রা আরও কমিয়ে দেওয়ায় বাজারে আরও ধস নেমেছে৷ মাত্র ১ শতাংশের মতো প্রবৃদ্ধি বর্তমান সংকট কাটানোর পক্ষে যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ এমনকি জার্মানির প্রবৃদ্ধির হারও প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না৷ ফ্রান্স ও ইটালিও ঘুরে দাঁড়াতে পারছে না৷ ফলে বাজার আবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংককেই রক্ষাকর্তার ভূমিকায় দেখতে চাইছে৷

ইসিবি নানা স্তরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে চলেছে৷ সেই সঙ্গে ইউরো এলাকার রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্যেও ঐক্যবদ্ধ হয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবার ডাক দিচ্ছে৷ অর্থাৎ তাদেরও সরকারি ব্যয় ও কাঠামোগত সংস্কার নীতি গ্রহণ করতে হবে৷ তবেই ফল দেখা যাবে৷ সদ্য গঠিত ইউরোপীয় কমিশনও অর্থনীতিকে চাঙ্গা করতে ও কর্মসংস্থান বাড়াতে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে৷

চলতি সপ্তাহের বৈঠকে ইসিবি কিছু পদক্ষেপের ঘোষণা করবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ তবে সুদের হার এমনিতেই সবচেয়ে কম মাত্রায় রয়েছে, ফলে সে ক্ষেত্রে নতুন করে কিছু করার নেই৷ শোনা যাচ্ছে, চলতি বছরের শেষ পর্যন্ত তেমন কোনো বড় সিদ্ধান্ত না নিয়ে অপেক্ষা করতে পারে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক৷ তাছাড়া মঙ্গলবার থেকে ব্যাংকিং সুপারভাইজার-এর দায়িত্ব গ্রহণ করেছে ইসিবি৷ ফলে নতুন করে ব্যাংকিং সংকটের আশঙ্কা দূর হলো বলে ধরে নেওয়া হচ্ছে৷ ইউরো এলাকায় ব্যাংকিং ইউনিয়ন গড়ে তোলার পথে এটা অন্যতম পদক্ষেপ৷

ইউরোপের বাজারে আরও ধস নেমেছেছবি: picture-alliance/Wiktor Dabkowski

প্রবৃদ্ধির পূর্বাভাষ কমে যাওয়ায় ইউরোপীয় নেতাদের উপর চাপ আরও বেড়ে গেছে৷ ইউরো এলাকার দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতি – অর্থাৎ যথাক্রমে ফ্রান্স ও ইটালিকে নিয়ে উদ্বেগ কাটছে না৷ দুই দেশের সরকারই নানা কারণে দ্রুত ও যথেষ্ট সাহসী পদক্ষেপ নিতে পারছে না৷ ফ্রান্সের বিপুল ঋণভার কমাতে হলে ব্যয় সংকোচ করতে হবে, যা মোটেই জনপ্রিয় হবে না৷ ইটালির অর্থনীতির সংকোচন ঘটছে৷ আগামী বছর অবশ্য আবার প্রবৃদ্ধির আশা রয়েছে৷ তবে আশার কথা, স্পেনের অর্থনীতি ধীরে হলেও উন্নতির পথে এগিয়ে চলেছে৷

এদিকে পর পর প্রায় চার সপ্তাহ ধরে মোটামুটি চাঙ্গা থাকার পর সোমবার ইউরোপের পুঁজিবাজারে দরপতন ঘটেছে৷ অ্যামেরিকা ও চীনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ সত্ত্বেও ইউরোপের অর্থনীতির নেতিবাচক প্রবণতাই এর প্রধান কারণ৷ বিশেষ করে উৎপাদন ক্ষেত্রের অবস্থা খুবই দুর্বল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ