1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো এলাকার প্রবৃদ্ধি

১৬ এপ্রিল ২০১৪

আর্থিক ও অর্থনৈতিক সংকটের সময় ইউরো এলাকা ও অভিন্ন মুদ্রার সুরক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি৷ আর ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে৷

ছবি: Getty Images

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক – ইসিবি গত সপ্তাহান্তে অনেকগুলি বিষয়ে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেছে৷ দীর্ঘমেয়াদি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন ইসিবি কর্মকর্তারা৷ প্রথমত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নেওয়া হবে৷ আপাতত ইউরোপ ও জাপানে মূল্যস্ফীতির অস্বাভাবিক নিম্ন হার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ এই পরিস্থিতিতে আইএমএফ-এর চাপ সত্ত্বেও অর্থনীতিকে সরাসরি চাঙ্গা করতে ইসিবি অবশ্য এখনই সরাসরি কোনো পদক্ষেপ নিতে চাইছে না৷ প্রয়োজনে অবশ্য এমন সম্ভাবনা উড়িয়েও দেওয়া হচ্ছে না৷

ইসিবি প্রধান মারিও দ্রাগিছবি: Getty Images

তাছাড়া সুদের হার আরও বেশ কিছুকাল কম রাখা হবে বলে মন্তব্য করেছেন ইসিবি প্রধান মারিও দ্রাগি৷ জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে আবার মনে করিয়ে দিয়েছেন যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রার স্থিতিশীলতা সত্ত্বেও ইউরো এলাকার অবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি৷ তবে স্থায়ী ‘ডিফ্লেশন' বা মূল্যহ্রাসের কোনো আশঙ্কা তিনি দেখছেন না৷ এদিকে ফেব্রুয়ারি মাসে ইউরো এলাকার শিল্পক্ষেত্রে উৎপাদন বেড়ে গেছে বলে জানা গেছে৷ সপ্তাহান্তে ইসিবি-র এই সব মন্তব্যের ফলে ইউরো-র বিনিময় মূল্য কিছুটা পড়ে গেছে৷

আরও কিছু প্রবণতার কারণে ইউরোপের পুঁজিবাজারে চলতি সপ্তাহে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে৷ একদিকে অ্যামেরিকায় বিক্রির হার বেড়ে যাওয়ায় গোটা বিশ্বের বাজার চাঙ্গা হয়ে উঠেছিল৷ অন্যদিকে ইউক্রেনে উত্তেজনা বেড়ে চলায় সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে৷ এমনটা ঘটলে বিশেষ করে গ্যাস ও পেট্রোলিয়ামের সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করা হচ্ছে৷ পুঁজিবাজারের আরও আশঙ্কা, রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হলে ইউরোপের অর্থনীতি সামগ্রিকভাবে ধাক্কা খাবে৷

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রার স্থিতিশীলতা সত্ত্বেও ইউরো এলাকার অবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনিছবি: Reuters

এদিকে প্রায় চার বছর পর গ্রিস গত সপ্তাহে আবার বন্ড বাজারে প্রবেশ করে বেশ সাফল্য পেয়েছে৷ বৃহস্পতিবার সে দেশ বাজার থেকে ৩০০ কোটি ইউরো তুলতে সক্ষম হয়েছে৷ ইইউ ও আইএমএফ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, এর ফলে গ্রিসের প্রতি বাজারের আস্থা স্পষ্ট হয়ে যাচ্ছে৷

একের পর এক পদক্ষেপের মাধ্যমে সংস্কারের পথে এগিয়ে চলেছে ইটালি৷ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির দক্ষতা বাড়াতে পরিচালকমণ্ডলীতে ব্যাপক রদবদল করছে প্রধানমন্ত্রী মাটেও রেনসির সরকার৷ সে দেশে মূল্যস্ফীতিও কমে চলেছে৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ