1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশার আলো

৩১ জুলাই ২০১৩

অর্থনৈতিক সংকটে জর্জরিত ইউরো এলাকায় জুলাই মাসে সামগ্রিকভাবে কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে৷ তবে এর অন্যতম প্রধান কারণ জার্মানির একক সাফল্য৷ গ্রিস ও স্পেন থেকেও কিছু ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছে৷

ছবি: picture-alliance/dpa

জুলাই মাসে ইউরো এলাকার বেসরকারি ক্ষেত্রে বেশ উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে৷ এমনকি মন্দা কেটে যাবে বলে আশা করছেন অনেকে৷ সামান্য হলেও বেকারত্বের হার কিছুটা কমছে৷ মূলত স্পেনের পরিস্থিতির সামান্য উন্নতির ফলেই এটা ঘটছে৷

এই অবস্থায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নিয়ে কী করে, সবার নজর আপাতত সে দিকে৷ সামগ্রিকভাবে ইউরো এলাকায় কিছু উন্নতির ফলে ইসিবি আপাতত সুদের হার বদলাবে না বলে বিশ্লেষকরা মনে করছেন৷ জুলাই মাসের শুরুতেই ইসিবি প্রধান মারিও দ্রাগি বলেছিলেন, যতদিন প্রয়োজন থাকবে, ততদিন সুদের হার কম রাখা হবে৷ এমনকি তা আরও কমানো হতে পারে৷ এই বার্তার ফলে পুঁজিবাজার চাঙ্গা হয়ে উঠেছিল৷

এদিকে গ্রিস শর্ত পূরণ করায় সর্বশেষ কিস্তির আন্তর্জাতিক সহায়তা পেয়ে গেছে৷ সোমবার আইএমএফ সে দেশের জন্য ১৭২ কোটি ইউরো বরাদ্দ করেছে৷ ফলে বেলআউট কর্মসূচির আওতায় গ্রিস এখনো পর্যন্ত আইএমএফ-এর কাছ থেকে মোট ৮২৪ কোটি ইউরো পেল৷ গত শুক্রবারই ইউরো এলাকা সম্মিলিতভাবে গ্রিসের জন্য ৪০০ কোটি ইউরো সহায়তার ছাড়পত্র দিয়েছিল৷ এদিকে স্পেনের বিপর্যস্ত ব্যাংকিং ক্ষেত্রের মুনাফা আচমকা বেড়ে গেলেও সমস্যার ভারে তাদের খাবি খেতে হচ্ছে৷

চারিদিকে সংকটের মাঝে জার্মানি অনেকটা বিচ্ছিন্ন এক দ্বীপের মতো জেগে রয়েছে৷ কর্মসংস্থান, চাঙ্গা অর্থনীতি, স্থিতিশীলতার মতো কারণে জার্মানির ভোক্তাদের আস্থার সূচক বেড়েই চলেছে৷ সদ্য প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী জার্মানিই ইউরোপের একমাত্র দেশ, যেখানে ২০০৭ সাল থেকে বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে কমে চলেছে৷ তবে সামগ্রিকভাবে ইউরোজোনের পরিস্থিতি ও চীনের অর্থনীতি নিয়ে কিছুটা উদ্বেগ রয়ে গেছে৷

সোমবার ইউরোপের পুঁজিবাজার বেশ চাঙ্গা হয়ে উঠেছিল, তবে তার কারণ বেসরকারি ক্ষেত্রের কিছু ঘটনা৷ বেশ কিছু কোম্পানির মার্জার বা সংযুক্তিকরণ এবং অধিগ্রহণের ফলেই এমন উৎসাহ দেখা গেছে৷ ব্যাংকিং ক্ষেত্র নিয়ে অবশ্য বাজারের দুশ্চিন্তা রয়ে গেছে৷

এসবি / জেডএইচ (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ