অর্থনৈতিক সংকটে জর্জরিত ইউরো এলাকায় জুলাই মাসে সামগ্রিকভাবে কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে৷ তবে এর অন্যতম প্রধান কারণ জার্মানির একক সাফল্য৷ গ্রিস ও স্পেন থেকেও কিছু ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছে৷
বিজ্ঞাপন
জুলাই মাসে ইউরো এলাকার বেসরকারি ক্ষেত্রে বেশ উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে৷ এমনকি মন্দা কেটে যাবে বলে আশা করছেন অনেকে৷ সামান্য হলেও বেকারত্বের হার কিছুটা কমছে৷ মূলত স্পেনের পরিস্থিতির সামান্য উন্নতির ফলেই এটা ঘটছে৷
এই অবস্থায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নিয়ে কী করে, সবার নজর আপাতত সে দিকে৷ সামগ্রিকভাবে ইউরো এলাকায় কিছু উন্নতির ফলে ইসিবি আপাতত সুদের হার বদলাবে না বলে বিশ্লেষকরা মনে করছেন৷ জুলাই মাসের শুরুতেই ইসিবি প্রধান মারিও দ্রাগি বলেছিলেন, যতদিন প্রয়োজন থাকবে, ততদিন সুদের হার কম রাখা হবে৷ এমনকি তা আরও কমানো হতে পারে৷ এই বার্তার ফলে পুঁজিবাজার চাঙ্গা হয়ে উঠেছিল৷
ইউরোপের যা কিছু নজর কাড়ে
ইউরোপের সাংস্কৃতিক জীবনের নানা দিকের ব়্যাংকিং হচ্ছে ‘ইউরোপ লিস্ট’৷ জার্মানির গ্যোটে ইন্সটিটিউট ৩০টি দেশের ২২ হাজার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি করেছে এই তালিকা৷ এখানে তার সারাংশ উপস্থাপন করা হলো৷
ছবি: Fotolia
গণতন্ত্র, দ্য ভিঞ্চি, ডন কিখোটে
ইউরোপীয়দের মধ্যে যোগসূত্র কি? এই মহাদেশের সেরা শিল্পী কে? কোন দেশের রান্নার সবচেয়ে সেরা? জার্মানির গ্যোটে ইন্সটিটিউট তাদের ‘ইউরোপ লিস্ট’ তৈরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো বেছে নিয়েছে৷ ৩০টি দেশের এবং ২৪টি ভাষার ২২ হাজার মানুষ এই সমীক্ষায় অংশ নিয়েছেন৷ অনলাইন সমীক্ষায় সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে: গণতন্ত্র, ডন কিখোটে এবং দ্য ভিঞ্চি৷
ছবি: Fotolia
সংস্কৃতির মাধ্যমে সংযোগ
‘সংস্কৃতি’ হচ্ছে ইউরোপীয়দের মধ্যকার সংযোগসূত্র – সমীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ মানুষ এমনটাই মত দিয়েছেন৷ ‘কমিউনিটি’ এবং ‘ভ্রমণের স্বাধীনতাও’ তালিকার উপরের দিকে রয়েছে৷ বিশ্বের সংস্কৃতিতে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে গণতন্ত্র, মনে করেন সমীক্ষায় অংশ নেওয়ারা৷
ছবি: Marco Caselli Nirmal
বিদেশের চোখে
সমীক্ষায় শুধু ইউরোপীয়দের প্রশ্ন করা হয়নি৷ ২৯৪ জনের মতো মিশরীয় এই অনলাইন সমীক্ষায় অংশ নিয়েছেন৷ তাদের মধ্যে ৬৩ শতাংশ জানিয়েছেন, ইউরোপে বসবাসের সুযোগ পেলে সবার আগে জার্মানিকে বেছে নেবেন তারা৷
ছবি: Reuters
আইফেল টাওয়ার
মিশরীয়দের মতে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হচ্ছে আইফেল টাওয়ার৷ জরিপে অংশ নেওয়াদের ২৫ শতাংশই এটির পক্ষে ভোট দিয়েছেন৷ তবে জাতিভেদে গ্রিক, ইটালীয় এবং ফরাসিরা তাদের নিজস্ব স্থাপনার পক্ষেও অবস্থান নিয়েছেন৷
ছবি: Loic Venance/AFP/GettyImages
‘লাইফ ইজ বিউটিফুল’
ইউরোপের সেরা ছবি বাছাইয়ের কাজটি বেশ দুরূহ৷ ইটালীয় ছবি ‘লাইফ ইজ বিউটিফুল’ এক্ষেত্রে আট শতাংশ ভোট পেয়ে সেরার আসনটি জয় করেছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে একটি ইহুদি পরিবারের অবস্থা নিয়ে তৈরি হয়েছে ছবিটি৷ জার্মান ছবি ‘দ্য লাইভস অফ আদারস’ এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে৷
ছবি: picture-alliance/dpa
‘মোনালিসা’
সমীক্ষায় ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পী’ বিভাগে ২৫ শতাংশ ভোট পেয়েছেন লিওনার্দো দ্য ভিঞ্চি (১৪৫২-১৫১৯)৷ তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, স্থাপত্যবিদ, শরীরতত্ত্ববিদ এবং প্রকৌশলী৷ ‘মোনালিসা’ ছবিরি সৃজনকর্তা দ্য ভিঞ্চি৷
ছবি: Getty Images
ডন কিখোটে
গ্যোটে ইন্সটিটিউটের সমীক্ষায় সাহিত্যের ক্ষেত্রে সবার শীর্ষে রয়েছে স্পেন৷ সাহিত্যিক মিগুয়েল দে কেরভান্তেস-এর লেখা ‘ডন কিখোটে’ বইটির প্রতি আগ্রহ দেখেয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া অনেকে৷
ছবি: Getty Images/Afp/Str
সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ
‘সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ’ বিভাগের ফলাফল অনেক বিস্মিত করতে পারে৷ অতীতের নন বরং এক্ষেত্রে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বর্তমান জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ সমীক্ষায় অংশ নেওয়াদের ১৮ শতাংশ তাঁকে ভোট দিয়েছেন৷ তারপরেই আছেন ইংরেজ রাজনীতিবিদ উইন্সটন চার্চিল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডল্ফ হিটলারের কাছ থেকে ব্রিটেনকে রক্ষা করেছিলেন৷
ছবি: AFP/Getty Images
সেরা ক্রীড়াবিদ
সার্বিয়ার টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ ইউরোপের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে বিবেচিত হয়েছেন৷ সমীক্ষায় অংশ নেওয়া সার্বদের মধ্য থেকে ৭২ শতাংশ তাঁকে ভোট দিয়েছেন৷ ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের জুলাই অবধি এটিপি বিশ্ব ব়্যাংকিংয়ে ১ নম্বরে ছিলেন জোকোভিচ৷ জার্মানির ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন মিশায়েল শুমাখার এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছেন৷
ছবি: Getty Images
ইউরোপের বিষয়ে আলোচনা
গ্যাটো ইন্সটিটিউট, ব্রাসেলস-এর পরিচালক বার্থল্ড ফ্রাঙ্কের মতে, ‘‘এই সমীক্ষার মাধ্যমে ইউরোপের সাংস্কৃতিক পরিচয়কে একটি নতুন এবং ভিন্ন আঙ্গিকে বিবেচনা করা হয়েছে৷’’ ভবিষ্যতে এই ‘ইউরোপ লিস্ট’ বিষয়ে গণ্যমান্য ব্যক্তিরা টেলিভিশন এবং ওয়েবসাইটে আলোচনা অংশ নেবেন৷
ছবি: Fotolia
10 ছবি1 | 10
এদিকে গ্রিস শর্ত পূরণ করায় সর্বশেষ কিস্তির আন্তর্জাতিক সহায়তা পেয়ে গেছে৷ সোমবার আইএমএফ সে দেশের জন্য ১৭২ কোটি ইউরো বরাদ্দ করেছে৷ ফলে বেলআউট কর্মসূচির আওতায় গ্রিস এখনো পর্যন্ত আইএমএফ-এর কাছ থেকে মোট ৮২৪ কোটি ইউরো পেল৷ গত শুক্রবারই ইউরো এলাকা সম্মিলিতভাবে গ্রিসের জন্য ৪০০ কোটি ইউরো সহায়তার ছাড়পত্র দিয়েছিল৷ এদিকে স্পেনের বিপর্যস্ত ব্যাংকিং ক্ষেত্রের মুনাফা আচমকা বেড়ে গেলেও সমস্যার ভারে তাদের খাবি খেতে হচ্ছে৷
চারিদিকে সংকটের মাঝে জার্মানি অনেকটা বিচ্ছিন্ন এক দ্বীপের মতো জেগে রয়েছে৷ কর্মসংস্থান, চাঙ্গা অর্থনীতি, স্থিতিশীলতার মতো কারণে জার্মানির ভোক্তাদের আস্থার সূচক বেড়েই চলেছে৷ সদ্য প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী জার্মানিই ইউরোপের একমাত্র দেশ, যেখানে ২০০৭ সাল থেকে বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে কমে চলেছে৷ তবে সামগ্রিকভাবে ইউরোজোনের পরিস্থিতি ও চীনের অর্থনীতি নিয়ে কিছুটা উদ্বেগ রয়ে গেছে৷
সোমবার ইউরোপের পুঁজিবাজার বেশ চাঙ্গা হয়ে উঠেছিল, তবে তার কারণ বেসরকারি ক্ষেত্রের কিছু ঘটনা৷ বেশ কিছু কোম্পানির মার্জার বা সংযুক্তিকরণ এবং অধিগ্রহণের ফলেই এমন উৎসাহ দেখা গেছে৷ ব্যাংকিং ক্ষেত্র নিয়ে অবশ্য বাজারের দুশ্চিন্তা রয়ে গেছে৷