1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ‘ইমেজ’ সমস্যা

নিনা হাসে / এসি২৮ মার্চ ২০১৩

সংকটের সময় আর্থিক সাহায্যের ক্ষেত্রে জার্মানিই সিংহভাগ প্রদান করে থাকে৷ অপরদিকে জার্মানি বলতে বাকি ইউরোপ বোঝে কঠোর ব্যয়সংকোচের শর্ত৷ জার্মানির ভাবমূর্তির উন্নতি ঘটানোর জন্য ইউরো এলাকার অধিকতর একীকরণ প্রয়োজন৷

ছবি: AFP/Getty Images

ইউরো সংকটের সূচনা যাবৎ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে একই ধরনের দৃশ্য দেখতে পাওয়া গেছে: ক্রুদ্ধ বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল'কে নাৎসি ‘সোয়াস্তিকা' বা স্বস্তিকা মার্কা নাৎসি উর্দি পরিয়ে, তাঁর মুখে হিটলারি গোঁফ এঁকে কার্টুন চিত্র করে দেখানো হচ্ছে৷ গ্রিস, ইটালি কি সাইপ্রাস - যে দেশের নিজেদের যতোটা দায়িত্বই থাক না কেন, শেষমেষ যত দোষ নন্দ ঘোষ পদ্ধতিতে জার্মানিকেই দোষী করা হচ্ছে৷ যেন জার্মানি দাবি না করলে ইউ ট্রোইকা কিংবা আইএমএফ সম্পূর্ণ অন্য সিদ্ধান্ত নিতো, অনেক নরম শর্ত আরোপ করতো৷

নাৎসিদের সঙ্গে তুলনা

বিপদে পড়লে কেউই নিজের দোষ দেখে না, অপরকেই দোষী করতে চায়৷ ইউরোপের সুবিধা হল, জার্মানি থাকতে আর দোষী খোঁজার প্রয়োজন পড়ে না: দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি তো আছেই৷ ব্যাপারটা এতোদূর এগিয়েছে যে, স্পেনের ‘এল পাইস'-এর মতো দৈনিকের ওয়েবসাইটে সেভিইয়া'র এক অর্থনীতির অধ্যাপক, হুয়ান টরেস লোপেজ, নির্দ্বিধায় ম্যার্কেলকে হিটলারের সঙ্গে তুলনা করে বসে আছেন৷ লোপেজ লিখেছেন: ‘‘হিটলারের মতো আঙ্গেলা ম্যার্কেলও বাকি ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তবে এবার ‘লেবেন্সরাউম' বা রাজ্যাঞ্চলের জন্য নয়, অর্থনৈতিক রাজ্যাঞ্চলের জন্য৷'' প্রবন্ধটি ইত্যবসরে ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷

সাইপ্রাসের এই কার্টুনে ম্যার্কেলের মুখে হিটলারি গোঁফ বসিয়ে দেয়া হয়েছেছবি: picture-alliance/dpa

খানিকটা ঈর্ষাও

আসলে সমস্যাটা হল এই যে, ইউরোপের অর্থনৈতিক আঙ্গিকে জার্মানির নেতৃস্থানীয় ভূমিকা অনস্বীকার্য - কথাটা বলেছেন ব্রাসেলস'এর ‘ইউরোপিয়ান পলিসি সেন্টার'-এর ইইউ-বিশেষজ্ঞ ইয়ানিস এম্মানুইলিডিস৷ ডয়চে ভেলের সাক্ষাৎকারে তিনি বলেন: ‘‘জার্মানির আয়তন এবং জার্মানি যে অন্য সকলের চেয়ে ভালোভাবে আর্থিক সংকটের মোকাবিলা করতে পেরেছে, এই দু'টি কারণে বাকি সকলেই জার্মানির দিকে তাকিয়ে৷ ইউরোপে জার্মানির মতামত ও ধ্যানধারণার গুরুত্বই সবচেয়ে বেশি৷''

প্রাশিয়ান নীতিবাগিশ

অপরদিকে ইউরো এলাকায় জার্মানি এখন ‘‘আধিপত্য, শৃঙ্খলা অথবা ব্যয়সংকোচের'' প্রতীক হয়ে দাঁড়িয়েছে, বলে ‘আইরিশ টাইমস' দৈনিকের বার্লিন সংবাদদাতা ডেরেক স্ক্যালি'র অভিমত৷ স্ক্যালি বিগত ১৩ বছর ধরে বার্লিনে আছেন এবং জার্মানির ক্রমবর্ধমান ‘ইমেজ' সমস্যা নিয়ে ইতিপূর্বেও লিখেছেন৷ বহির্বিশ্ব জার্মানদের সেই ইতিহাসের পাতা থেকে উঠে আসা প্রাশিয়ান নীতিবাগিশ হিসেবেই দেখে: সব কিছুর জন্য স্পষ্ট নিয়ম থাকা চাই এবং সেই নিয়ম পালন করা চাই, রাজনৈতিক বাস্তব যাই হোক না কেন৷ এই নাকি হল জার্মানদের মনোভাব৷

ইইউ’র এই দুই বড় নেতার নীতির মধ্যে ফারাক রয়েছেছবি: Reuters

জার্মানদের এই ভাবমূর্তির জন্য বিদেশী গণমাধ্যমেরও দোষ দেখেন স্ক্যালি৷ সাধারণত জার্মানিতে কি ঘটছে না ঘটছে, তা সরাসরি উপেক্ষা করা হয়৷ যেমন জার্মান সরকার যখন জার্মানিতে দারিদ্র্য বৃদ্ধি নিয়ে সংসদে রিপোর্ট পেশ করেন, তখন বিদেশী মিডিয়ায় তা নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয় না৷ কিন্তু সংকট দেখা দিলেই জার্মানদের চিরাচরিত, মান্ধাতার আমলের ছবিগুলো টেনে বার করা হয়৷ তার সঙ্গে হয়তো সেই মান্ধাতার আমলের কিছু বিরূপতা ও বিদ্বেষ৷

দায় সকলেরই

অপরদিকে জার্মানরাও মাঝেমধ্যে এমন কথা বলে ফেলেন, যেগুলো না বললেই বোধহয় ভালো হতো৷ ব্রাসেলস'এর ইইউ-বিশেষজ্ঞ এম্মানুইলিডিস একটি উদাহরণ দিলেন: ‘‘যখন আমরা শুনি, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ইঙ্গিত করেছেন যে, গ্রিকরা নাকি কম কাজ করে - তখন তার একটা প্রতিক্রিয়া হয় বৈকি৷'' আজ হয়তো ম্যার্কেল কথাটা বলতেন না, বলে এম্মানুইলিডিস'এর ধারণা৷ এম্মানুইলিডিস লক্ষ্য করেছেন, আর্থিক সংকটে জার্মানির যে অবস্থান, নেদারল্যান্ডস কিংবা ফিনল্যান্ডের মতো ছোট অথচ সমৃদ্ধশালী দেশগুলি তা সমর্থন করে - কিন্তু প্রকাশ্যে নয়৷ এক্ষেত্রে জার্মানির পিছনে আত্মগোপন করাটাই নিরাপদ বলে মনে করে তারা৷

গ্রিসে ম্যার্কেলের সফরের বিরুদ্ধে আন্দোলন হয়েছেছবি: AP

জার্মানি একা তার ইমেজ সমস্যার সমাধার করতে পারবে বলে এম্মানুউলিডিস কি স্ক্যালি'র মতো বিশেষজ্ঞরা মনে করেন না৷ ইউরোপীয় পর্যায়ে তথাকথিত ব্যাংকিং ইউনিয়ন একটি পন্থা হতে পারে, কেননা তার ফলে ইউরো এলাকার কাঠামো- ও পদ্ধতিগত কিছু গলদ দূর করা সম্ভব হবে, এবং ‘নন্দ ঘোষ' জার্মানিও কিছুটা দায়মুক্ত হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ