1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো এলাকায় মূল্যহ্রাস

২ এপ্রিল ২০১৪

সংকট কাটিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে ফিরছে ইউরোজোন৷ কিন্তু মূল্যস্ফীতি কমে চলার ফলে মূল্যহ্রাসের আশঙ্কা দেখা দিচ্ছে৷ সংশয় কাটাতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে কিনা, তা জানার জন্য অপেক্ষা করছে পুঁজিবাজার৷

Symbolbild EZB Europäische Zentralbank Frankfurt am Main
ছবি: Getty Images

ইউক্রেনকে ঘিরে সংকট কিছুটা স্তিমিত হলেও ইউরোপে মূল্যস্ফীতি কমে চলায় ‘ডিফ্লেশন', অর্থাৎ মূল্যহ্রাসের আশঙ্কা দেখা দিচ্ছে৷ এই মুহূর্তে ইউরো এলাকায় মূল্যস্ফীতির হার মাত্র ০.৫ শতাংশ৷ ‘ডিফ্লেশন'-এর ফলে ক্রেতারা মূল্য আরও কমার আশায় কেনাকাটা বন্ধ রাখতে পারেন৷ বিনিয়োগ ও কর্মসংস্থানের উপরও এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে৷ এই অবস্থায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি চলতি সপ্তাহে সুদের হার সম্পর্কে কী সিদ্ধান্ত নেয়, পুঁজিবাজার সে দিকে নজর রাখছে৷

ইউরোজোন প্রবৃদ্ধির পথে এগোচ্ছেছবি: Fotolia/Klaus Eppele

ইউরোজোন একদিকে আর্থিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে প্রবৃদ্ধির পথে এগোচ্ছে৷ ফলে সংকটের সময় ইসিবি যে সব পদক্ষেপ নিয়েছিল, সেগুলির আর প্রয়োজন থাকছে না৷ অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে ইসিবি সুদের হার আবার বাড়াতে চলেছে বলে অনুমান করা হচ্ছে৷ ফলে ঋণের ব্যয়ও বাড়বে৷ উল্লেখ্য, গত নভেম্বর থেকে সুদের হার মাত্র ০.২৫ শতাংশ রাখা হয়েছে৷ বৃহিস্পতিবার ইসিবি-র বৈঠকেও তাতে কোনো পরিবর্তনের আশা করা হচ্ছে না৷ অন্যদিকে সম্ভাব্য ‘ডিফ্লেশন'-এর মোকাবিলা করতে ইসিবি কোনো পদক্ষেপ নেবে কিনা, তা স্পষ্ট নয়৷ এর আগে অর্থনীতিকে চাঙ্গা করতে ইসিবি তার আর্থিক নীতিতে রদবদল করেছিল৷ এবারও তা ঘটবে কিনা, তা নিয়ে বাজারে সংশয় রয়েছে৷ মূল্যস্ফীতির হার শূন্যের নীচে নেমে গলে তবেই ইসিবি হস্তক্ষেপ করতে বাধ্য হবে বলে মনে করছে একটি মহল৷

সার্বিকভাবে ইউরো এলাকার সংকটগ্রস্ত দেশগুলির পরিস্থিতির উন্নতি হয়ে চলেছে, যদিও সেই উন্নতির গতির পার্থক্য রয়ে গেছে৷ ইউরো এলাকায় বেকারত্বের হার ১১.৯ শতাংশে কমে গেছে৷ চলতি সপ্তাহে ইউরোগ্রুপ-এর বৈঠকে পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছে৷ স্পেন অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করছে৷ নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইটালিতে সংস্কার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা বাড়ছে৷ অনেক আলাপ-আলোচনার পর গ্রিসের জন্য পরবর্তী দফার আর্থিক সহায়তার পথ খুলে গেছে৷ চলতি বছরের শেষ পর্যন্ত এই কর্মসূচি চলবে৷ তারপর এর প্রয়োজন পড়বে না বলে ক্ষীণ আশা দেখা যাচ্ছে৷ পর্তুগালের বাজেট ঘাটতি দ্রুত কমে চলেছে৷ অর্থাৎ ব্যয়সংকোচ ও সংস্কারের ফল দেখা যাচ্ছে৷ সাইপ্রাস ব্যাংকিং সংকট কাটিয়ে অদূর ভবিষ্যতে প্রবৃদ্ধির পথে ফিরবে৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ