1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ফাইনালে স্পেন, কোপা ফাইনালে আর্জেন্টিনা

১০ জুলাই ২০২৪

ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সবচেয়ে ছোট বয়সে গোল দিলেন লামিন ইয়ামাল। আর্জেন্টিনা হারিয়েছে ক্য়ানাডাকে।

লামিন ইয়ামাল
ইয়ামালের প্রথম গোলছবি: Bradley Collyer/empics/picture alliance

ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে স্পেন। এক গোলে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত জয় নিশ্চিত করতে পারলো না ফ্রান্স। অন্য়দিকে কোপা অ্যামেরিকার ফাইনালে পৌঁছালো আর্জেন্টিনা। তারা হারিয়েছে ক্য়ানাডাকে। কোপায় প্রথম গোল পেলেন মেসি।

ইউরোর শুরু থেকেই স্বপ্নের দৌড়ে স্পেন। এদিনও তার ব্য়তিক্রম হয়নি। মিউনিখের স্টেডিয়ামে এম বাপের ক্রস থেকে প্রথম রাঁডাল কোলো। এক গোলে এগিয়ে যায় ফ্রান্স। ছোট ছোট পাসে এরপরেই আক্রমণে শক্তি বাড়ায় স্পেন।

কিছুক্ষণের মধ্যেই অসাধারণ গোলে স্পেনকে খেলায় ফেরান ১৬ বছরের ইয়ামাল। আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় এটিই সবচেয়ে ছোট বয়সে কোনো ফুটবলারের গোল। গোটা খেলাতেই এদিন চোখ কেড়েছে ইয়ামালের পায়ের জাদু।

প্রথম গোলের চার মিনিটের মধ্যে দ্বিতীয় গোল পায় স্পেন। দানি ওলমো ইউরোয় তৃতীয় গোল পান।

এর আগে কোয়ার্টার ফাইনালে টান টান ম্য়াচে জার্মানিকে পরাস্ত করেছিল স্পেন। এদিন তারা জিতল বিশ্বকাপজয়ী ফ্রান্সের বিরুদ্ধে। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্য়ান্ড ও নেদারল্যান্ডস। যে জিতবে তার সঙ্গে ফাইনালে খেলবে স্পেন।

স্বাভাবিকভাবেই এদিন ম্য়াচের সমস্ত আলোচনা ইয়ামালকে ঘিরে ছিল। ম্য়াচের শুরু থেকেই একের পর এক গোলের সম্ভাবনা তৈরি করেছেন তিনি। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের গোল পর্যন্ত অনায়াস যাতায়াত করেছেন তিনি। বিপক্ষের স্টপারদের একের পর এক ভাঁজে পরাস্ত করেছেন ইয়ামাল। ফাইনালেও তার দিকে দৃষ্টি থাকবে ফুটবলপ্রেমী জনতার।

কোপা অ্যামেরিকা

কোপা অ্যামেরিকার সেমি ফাইনালে এদিন মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ক্য়ানাডা। শুরু থেকেই খেলার রাশ ছিল আর্জেন্টিনার হাতে। ম্য়াচের ২৩ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন হুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পান লিওনেল মেসি। ক্য়ানাডা দুই-একবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা তিনকাঠির ভিতরে যায়নি। 

কালিকা মেহতা/এসজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ