ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সবচেয়ে ছোট বয়সে গোল দিলেন লামিন ইয়ামাল। আর্জেন্টিনা হারিয়েছে ক্য়ানাডাকে।
বিজ্ঞাপন
ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে স্পেন। এক গোলে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত জয় নিশ্চিত করতে পারলো না ফ্রান্স। অন্য়দিকে কোপা অ্যামেরিকার ফাইনালে পৌঁছালো আর্জেন্টিনা। তারা হারিয়েছে ক্য়ানাডাকে। কোপায় প্রথম গোল পেলেন মেসি।
ইউরোর শুরু থেকেই স্বপ্নের দৌড়ে স্পেন। এদিনও তার ব্য়তিক্রম হয়নি। মিউনিখের স্টেডিয়ামে এম বাপের ক্রস থেকে প্রথম রাঁডাল কোলো। এক গোলে এগিয়ে যায় ফ্রান্স। ছোট ছোট পাসে এরপরেই আক্রমণে শক্তি বাড়ায় স্পেন।
ইউরোর সময় মাঠে বিয়ারের গ্লাস ছোড়ায় যত জরিমানা
ইউরো ২০২৪ জমে উঠেছে৷ অনেক ম্যাচে দর্শকদের গ্যালারি থেকে মাঠে বিয়ারের খালি গ্লাস, কৌটা ইত্যাদি ছুড়তে দেখা গেছে৷ এজন্য জরিমানা গুণতে হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে৷
ছবি: Lisi Niesner/REUTERS
জামানত নিয়ে নেই ভাবনা!
স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে আসা দর্শকেরা বিয়ার কিনলে গ্লাসের জামানত হিসাবে নেয়া হচ্ছে তিন ইউরো৷ এরপরও উদ্বেগ নেই দর্শকদের৷ দলের জয় উদযাপন কিংবা দলের প্রতি বিরক্তি প্রকাশ করতে গিয়ে সেই বিয়ারের গ্লাসগুলো ছুড়ে ফেলা হচ্ছে মাঠে৷ বিষয়টি যেমন দৃষ্টিকটু, তেমনি সেটি খেলোয়াড়দের প্রতি অসম্মানও৷
ছবি: Alex Livesey/Getty Images
জরিমানা
ইউরো ২০২৪-এর গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকে মোট ১২ লাখ ইউরো বা ১২ কোটি টাকারও বেশি জরিমানা আদায় করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা৷ এর মধ্যে সাত লাখ ১৯ হাজার ৩৭৫ ইউরো বা প্রায় নয় কোটি টাকা জরিমানা করা হয়েছে মাঠে বিয়ারের খালি গ্লাসসহ বিভিন্ন উপকরণ ফেলার কারণে৷
ছবি: Clive Mason/Getty Images
প্রথম দিন থেকেই শুরু
এবারের ইউরোর প্রথম ম্যাচে স্বাগতিক জার্মানির মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড৷ ৫-১ গোলের বড় ব্যবধানে ফুটবলের পরাশক্তি জার্মানির কাছে বিধ্বস্ত হয় তারা৷ ক্ষুব্ধ দর্শকেরা মাঠে ছুড়ে মারেন বিয়ারের খালি গ্লাস৷ দর্শকদের দায় মাথায় নিয়ে উয়েফার কাছে জরিমানা গুণতে হয়েছে স্টকল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে৷ গ্রুপ পর্বের ৩৬ ম্যাচের মধ্যে ২৫টিতে দেখা গেছে এই দৃশ্য৷
ছবি: Jerry Andre/Jan Huebner/IMAGO
জরিমানায় এগিয়ে ক্রোয়েশিয়া ও সার্বিয়া
যে ২৫টি ম্যাচে গ্লাস ছোড়া হয়েছে তার মধ্যে সাতটি ম্যাচে দুই পক্ষকেই গুণতে হয়েছে জরিমানা৷ গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচে অংশ নিয়েছে৷ প্রতিটি ম্যাচের জরিমানা দিতে হয়েছে হাঙ্গেরি, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া এবং সার্বিয়াকে৷ বিয়ারের গ্লাস ছোড়ার কারণে এককভাবে সবচেয়ে বেশি এক লাখ ৩৩ হাজার ১২৫ ইউরো জরিমানা দিয়েছে সার্বিয়া৷ সবমিলিয়ে বেশি অর্থাৎ দুই লাখ ২০ হাজার ৮৭৫ ইউরো গুণতে হয়েছে ক্রোয়েশিয়াকে৷
ছবি: Lisi Niesner/REUTERS
জরিমানা গুণতে হয়নি যাদের
এখন পর্যন্ত দর্শকের আচরণে জরিমানা গুণতে হয়নি তিনটি দেশকে৷ এগুলো হলো: ফ্রান্স, স্লোভাকিয়া ও স্পেন৷ ৪ জুলাই পর্যন্ত এই তিন দেশের দর্শকেরা খেলার মাঠে বসে ভদ্রলোকের পরিচয় দিয়েছে৷
ছবি: Michael Zemanek/Shutterstock/IMAGO
5 ছবি1 | 5
কিছুক্ষণের মধ্যেই অসাধারণ গোলে স্পেনকে খেলায় ফেরান ১৬ বছরের ইয়ামাল। আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় এটিই সবচেয়ে ছোট বয়সে কোনো ফুটবলারের গোল। গোটা খেলাতেই এদিন চোখ কেড়েছে ইয়ামালের পায়ের জাদু।
প্রথম গোলের চার মিনিটের মধ্যে দ্বিতীয় গোল পায় স্পেন। দানি ওলমো ইউরোয় তৃতীয় গোল পান।
এর আগে কোয়ার্টার ফাইনালে টান টান ম্য়াচে জার্মানিকে পরাস্ত করেছিল স্পেন। এদিন তারা জিতল বিশ্বকাপজয়ী ফ্রান্সের বিরুদ্ধে। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্য়ান্ড ও নেদারল্যান্ডস। যে জিতবে তার সঙ্গে ফাইনালে খেলবে স্পেন।
স্বাভাবিকভাবেই এদিন ম্য়াচের সমস্ত আলোচনা ইয়ামালকে ঘিরে ছিল। ম্য়াচের শুরু থেকেই একের পর এক গোলের সম্ভাবনা তৈরি করেছেন তিনি। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের গোল পর্যন্ত অনায়াস যাতায়াত করেছেন তিনি। বিপক্ষের স্টপারদের একের পর এক ভাঁজে পরাস্ত করেছেন ইয়ামাল। ফাইনালেও তার দিকে দৃষ্টি থাকবে ফুটবলপ্রেমী জনতার।
কোপা অ্যামেরিকা
কোপা অ্যামেরিকার সেমি ফাইনালে এদিন মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ক্য়ানাডা। শুরু থেকেই খেলার রাশ ছিল আর্জেন্টিনার হাতে। ম্য়াচের ২৩ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন হুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পান লিওনেল মেসি। ক্য়ানাডা দুই-একবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা তিনকাঠির ভিতরে যায়নি।