1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো মুদ্রা রক্ষায় ‘ফিসক্যাল ইউনিয়ন' চান আঙ্গেলা ম্যার্কেল

২ ডিসেম্বর ২০১১

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এক শীর্ষ বৈঠকের ঠিক এক সপ্তাহ আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শুক্রবার আর্থিক দিক থেকে সুশৃঙ্খল এক ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷ লক্ষ্য, ইউরো মুদ্রার ভবিষ্যৎ সংকটমুক্ত রাখা৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: picture-alliance/dpa

ভবিষ্যতে গ্রিসের মত রাষ্ট্রীয় ঋণের পাহাড় যাতে কেউ তৈরি করে করতে না পারে, ইউরো মুদ্রার স্থিতির ওপর কোন আঘাত যাতে না আসে তা নিশ্চিত করতে চান ম্যার্কেল৷ তার জন্য প্রয়োজন ইউরোপীয় ইউনিয়নের মাস্ট্রিখ্ট চুক্তির সংস্কার৷ ঘাটতি করে রাষ্ট্রীয় ব্যয় ইচ্ছামত অব্যাহত রাখার ওপর রাশ টেনে ধরতে হবে৷ ১৭টি দেশের ইউরো মুদ্রা এলাকায় গড়ে তুলতে হবে এমন এক স্থিতিমূলক ইউনিয়ন, যেখানে মাত্রাধিক ঘাটতি করার কোন সুযোগ থাকবেনা৷

বর্তমানের ইউরো সংকট কাটাতে এই ব্যবস্থাই নিতে চান ইইউ'এর অর্থনৈতিক ভাবে সবচেয়ে শক্তিশালী দেশ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ আর এই লক্ষ্য পূরণে তাঁর সঙ্গী হলেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি৷ ঠিক একদিন আগে প্রেসিডেন্ট সার্কোজিও একই সুরে ইউরোপকে নতুন করে রূপায়ণের ডাক দিলেন৷ বললেন, আসছে ইইউ শীর্ষ বৈঠকে আঙ্গেলা ম্যার্কেল এবং তিনি ইউরোজোন এলাকায় অর্থকাঠামোর শৃঙ্খলা নিশ্চিত করতে, ইউরো মুদ্রা রক্ষা করতে সক্রিয় উদ্যোগ নেবেন৷

সোমবার সার্কোজির সঙ্গে বৈঠকে বসবেন ম্যার্কেলছবি: picture-alliance / landov

ব্রাসেলসে আসন্ন ইইউ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সামনে কী বিরাট দায়িত্ব যে অপেক্ষা করছে সে সম্পর্কে সন্দেহের কোন অবকাশ রাখেননি চ্যান্সেলর ম্যার্কেল তাঁর পার্লামেন্টে দেয়া বক্তব্যে৷ তিনি জোর দিয়ে বলেন, ইউরোর ভবিষ্যৎ ইউরোপের ঐক্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবেই যুক্ত৷

ইউরো জোনের স্থিতিশীলতার বিধি ভাঙার জন্য শাস্তি দিতে ইউরোপীয় বিচার আদালতের শরণ নেয়ার কথাও বলেন ম্যার্কেল৷ তাঁর যুক্তি - বিচারকরা রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকবেন৷ ইউরো জোনের কোন দেশ মাত্রাধিক ব্যয় করে বাজেট ঘাটতি আনলে তার বিরুদ্ধে ইউরোপীয় আদালতে মামলা করার অধিকার চান তিনি অন্য সদস্যদের জন্য৷ তিনি আশ্বস্ত করে বলেন, আর্থিক নীতির স্থিতিমূলক একটি ইউনিয়নের রূপরেখা নিয়ে জার্মানির যে সুস্পষ্ট ভাবনা তার সাথে ইউরোপে প্রাধান্য করার কোন সম্পর্ক নেই৷ ম্যার্কেল বলেন, ১৯৯০ সালে জার্মানির একত্রিকরণ এবং ইউরোপের ঐক্য একই মুদ্রার দুই পিঠ৷ তাঁর স্পষ্ট কথা: বিধি নিয়ম অবশ্যই মানতে হবে৷ তা মান্য করা হচ্ছে কিনা তা অবশ্যই তদারক করতে হবে৷ নিয়ম ভাঙলে তার ফল ভোগ করতে হবে৷

সোমবারই ম্যার্কেল প্যারিস যাচ্ছেন সার্কোজির সঙ্গে বসে একটা যৌথ জার্মান-ফরাসি অবস্থান ঠিক করতে৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ