ইউরো ম্যাচের আগে হামলার চেষ্টা, পুলিশের গুলিতে আহত হামলাকারী
১৬ জুন ২০২৪
হামবুর্গের সেন্ট পাওলি জেলায় এক ব্যক্তি কুড়াল এবং আগুন বোমা দিয়ে পুলিশ অফিসারদের উপর হামলা করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মধ্যে ইউরো কাপের ম্যাচের আগে এই ঘটনা ঘটে। পুলিশের ছোড়া সতর্কতামূলক গুলিতে ওই ব্যক্তি আহত হন।
জার্মান পুলিশ জানিয়েছে, রোববার এই ব্যক্তিকে গুলি করতে বাধ্য হন তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর জার্মানির হামবুর্গ শহরের পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে কারণ তিনি কুড়াল দিয়েপথচারীদের উপর হামলা করার চেষ্টা করেছিলেন।
শহরের কেন্দ্রস্থল সেন্ট পাওলি জেলায় এই ঘটনা ঘটেছে। এখানে ৪০ হাজার ডাচ সমর্থকেরা পোল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচের আগে একটি মিছিল বের করছিলেন।
জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, ওই অভিযুক্ত ফুটবল সমর্থকদের ভিড়ে মিশে গিয়েছিল এবং কুড়াল দিয়ে ফুটবল অনুরাগী এবং কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছিল।
পুলিশের ধারণা ফুটবলের সঙ্গে সংযোগ নেই
পুলিশ জানিয়েছে, হাতে একটি কুড়াল নিয়ে ওই অভিযুক্ত পানশালা থেকে বেরিয়ে এসেছিলেন। অফিসারদের উদ্দেশ্য করে হুমকির সুরে সেই কুড়াল দেখাচ্ছিলেন ওই ব্যক্তি।
পুলিশের একজন মুখপাত্র ডিপিএ নিউজ এজেন্সিকে বলেন, ''এখনো পর্যন্ত ফুটবলের সঙ্গে ওই ব্যক্তির কোনো সংযোগ আছে বলে জানা যায়নি।"
পুলিশ বলেছে, অভিযুক্তর কাছে খুব সম্ভবত মোলোটভ ককটেলও ছিল, যা দিয়ে আগুন জ্বালানো যায়।
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে ওই হামলাকারীর বিরুদ্ধে পিপার (মরিচ) স্প্রে ব্যবহার করেছিল।
সতর্কতামূলক গুলি
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একজন পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তির পা লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালান, তখন লোকটি আহত হয়ে মাটিতে পড়ে যায়।
পুলিশ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, আহত ওই অভিযুক্তের চিকিৎসা চলছে। রোববারের ফুটবল ম্যাচের কারণে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামবুর্গে শত শত ফেডারেল পুলিশ এবং স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুক্রবার রাত থেকে জার্মানিতে একমাসব্যাপী ইউরো কাপ শুরু হয়েছে।
শুক্রবার পূর্ব জার্মানিতে ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত ব্যক্তিগত পার্টিতে এক ব্যক্তি হামলা চালায়। ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। জার্মান বার্তাসংস্থা ডিপিএ পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছিল, হামলাকারী ২৭ বছর বয়সি এক আফগান নাগরিক। পূর্ব জার্মান রাজ্য স্যাক্সনি-আনহাল্টের ব্যক্তিগত পার্টিতে আচমকাই ছুরি দিয়ে কয়েকজনের উপর হামলা চালান তিনি। হামলায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ রোববার জানিয়েছে ওই হামলার উদ্দেশ্য এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
ইউরো ২০২৪ এর যত স্টেডিয়াম
১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ইউরো ২০২৪ এর আয়োজক জার্মানি৷ ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, ফাইনাল ম্যাচ হবে বার্লিনে৷
ছবি: Arno Burgi/picture alliance / dpa
বার্লিন
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামটা অনেকটা জার্মান ওয়েম্বলির মতো৷ মূলত ১৯৩৬ সালের অলিম্পিক গেমসের জন্য এটি নির্মাণ করা হয়েছিল৷ ১৯৬৩ সাল থেকে হের্থা বার্লিন ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড এই স্টেডিয়াম৷ ১৯৮৫ সালের পর থেকে জার্মান কাপ, ডিএফবি পোকালের ফাইনাল আয়োজন হয়েছে স্টেডিয়ামটিতে৷ ২০০৬ বিশ্বকাপ ফাইনাল এবং ২০১৫ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেরও ভেন্যু ছিল এটি৷ ১৪ জুলাই ইউরো ২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হবে এখানে৷
ছবি: picture-alliance/dpa/O. Lang
মিউনিখ
স্টেডিয়ামটি দেখে শুরুতে অ্যালিয়েনদের নিয়ে আসা ইউএফও বলে মনে হতে পারে৷ কিন্তু এটি আসলে ২০০৫ সাল থেকে জার্মান ফুটবল জায়ান্ট বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ড৷ বায়ার্ন যখন এখানে খেলে তখন এর বাইরের দেয়াল লাল রঙে জ্বলে ওঠে৷ জার্মান জাতীয় দলের খেলার সময় দেয়াল সেজে ওঠে পতাকার রঙে৷ ২০০৬ বিশ্বকাপকে সামনে রেখে এটি নির্মিত হয়েছিল৷ ১৪ জুন ইউরো ২০২৪ এর উদ্বোধনী ম্যাচ এবং একটি সেমিফাইনাল হবে এই মাঠে৷
ছবি: DW/A.Götzmann
ডর্টমুন্ড
বরুশিয়া ডর্টমুন্ডের স্টেডিয়ামটি অনেক ভক্তের কাছে এখনও ওয়েস্টফালেনস্টাডিয়ন নামে পরিচিত৷ জার্মানির সবচেয়ে বড় ফুটবল মাঠ এটি, যার মোট ধারণক্ষমতা ৮১ হাজার ৩৬০ জন৷ তবে ইউরোর জন্য এটি কমিয়ে ৬২ হাজার করা হবে৷ ২০০৬ বিশ্বকাপে জার্মানি এই স্টেডিয়ামেই সেমিফাইনালে ইটালির কাছে পরাজিত হয়েছিল৷ ২০২৪ সালের অন্য সেমিফাইনালটি এখানে হবে৷
ছবি: picture-alliance/SvenSimon
লাইপজিশ
লাইপজিশ শহরেই ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন- ডিএফবি৷ ১৯০৩ সালে প্রথম জার্মান ক্লাব চ্যাম্পিয়ন ভিএফবি লাইপজিশ এর হোম গ্রাউন্ড এটি৷ ঐতিহাসিক সেনট্রালস্টাডিয়নের ভেতরে ২০০৬ বিশ্বকাপের আগে নতুন মাঠ তৈরি করা হয়েছিল৷ ২০১০ সালে এর নাম পরিবর্তন করা হয় এবং আর বি লাইপজিশ এর হোমগ্রাউন্ডে পরিণত হয় এটি৷ এখানে গ্রুপ পর্বের তিনটি খেলা এবং শেষ ১৬ এর একটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে৷
ছবি: picture-alliance/dpa/J. Woitas
কোলন
পুরানো মুঙ্গার্সডর্ফার স্টাডিয়নের জায়গাতেই ২০০৬ বিশ্বকাপের জন্য নতুন স্টেডিয়ামটি নির্মিত হয়েছিল৷ চতুর্ভুজ এই স্টেডিয়ামটি এফসি কোলোন ক্লাবের হোমগ্রাউন্ড এবং ইউরো কাপের জন্য এর ধারণক্ষমতা ৪৩ হাজার৷ এখানে ইউরো ২০২৪ এর গ্রুপ পর্বের চারটি ম্যাচ এবং রাউন্ড অফ সিক্সটিনের একটি খেলা অনুষ্ঠিত হবে৷
ছবি: picture-alliance/ULMER
গেলসেনকিরশেন
ফুটবল ক্লাব শাল্কে এর হোম স্টেডিয়ামটি গেলসেনকিরশেনের উত্তরে একটি পাহাড়ের উপরে অবস্থিত৷ ইউরোর জন্য ৫০ হাজার দর্শকের ব্যবস্থা করতে পারবে স্টেডিয়ামটি৷ ২০০৬ বিশ্বকাপের ভেন্যুও ছিল এটি৷ এখানেও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং শেষ ১৬ এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে৷
জার্মানির অন্য অনেক মাঠের মতো সাম্প্রতিক বছরগুলোতে এই মাঠও স্পনসরদের নামেই পরিচিত হতো৷ কিন্তু এখন স্টেডিয়ামটি তার আসল শিরোনামে ফিরে পেয়েছে৷ ফোক্সপার্কস্টাডিয়ন বা জনতার পার্ক স্টেডিয়াম নামে এখন পরিচিত হচ্ছে এটি৷ ২০০০ সাল থেকে চালু হওয়া স্টেডিয়ামটিতে ইউরোর জন্য ধারণক্ষমতা হতে পারে ৪৯ হাজার৷ এখানে একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের পাশাপাশি গ্রুপ পর্যায়ের কয়েকটি ম্যাচও অনুষ্ঠিত হবে৷
ছবি: picture-alliance/HOCH ZWEI/P. Szyza
ফ্রাঙ্কফুর্ট
গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচের পাশাপাশি শেষ ১৬ এর একটি খেলাও আয়োজন করবে ফ্রাঙ্কফুর্ট৷ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে এর ধারণক্ষমতা হবে ৪৭ হাজার৷ মাইন নদীর তীরে জার্মানির অর্থনৈতিক রাজধানী হিসাবে পরিচিত শহরটিতেই জার্মান ফুটবল ফেডারেশনের সদরদপ্তর অবস্থিত৷
ছবি: dpa
ড্যুসেলডর্ফ
২০০৬ সালে বিশ্বকাপের ভেন্যু ঘোষণার সময় ড্যুসেলডর্ফই সম্ভবত সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল৷ নতুন সংস্কার করা স্টেডিয়াম থাকা সত্ত্বেও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী কোলোন ভেন্যু হিসাবে স্থান পেয়েছিল৷ ইউরো ২০২৪ এর একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে৷
ছবি: picture-alliance/dpa/R. Weihrauch
স্টুটগার্ট
স্টুটগার্টের ফুটবলপ্রেমীরা এখন বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন৷ শহরের ক্লাব ভিএফবি স্টুটগার্ট জার্মানির জাতীয় ফুটবল লিগ বুন্ডেসলিগায় দ্বিতীয় স্থান অর্জন করেছে৷ শহরটির আংশিক সংস্কার করা স্টেডিয়ামটিতে ইউরো ২০২৪ এর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি এখানে অনুষ্ঠিত হবে৷ এর ধারণক্ষমতা ৫১ হাজার৷