1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ম্যাচের আগে হামলার চেষ্টা, পুলিশের গুলিতে আহত হামলাকারী

১৬ জুন ২০২৪

হামবুর্গের সেন্ট পাওলি জেলায় এক ব্যক্তি কুড়াল এবং আগুন বোমা দিয়ে পুলিশ অফিসারদের উপর হামলা করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

হামবুর্গে ম্যাচের আগে কড়া পুলিশি প্রহরা
জার্মান পুলিশ জানিয়েছে, রোববার এই ব্যক্তিকে গুলি করতে বাধ্য হন তারা।ছবি: Steven Hutchings/dpa/picture alliance

নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মধ্যে ইউরো কাপের ম্যাচের আগে এই ঘটনা ঘটে। পুলিশের ছোড়া সতর্কতামূলক গুলিতে ওই ব্যক্তি আহত হন।

জার্মান পুলিশ জানিয়েছে, রোববার এই ব্যক্তিকে গুলি করতে বাধ্য হন তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর জার্মানির হামবুর্গ শহরের পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে কারণ তিনি কুড়াল দিয়েপথচারীদের উপর হামলা করার চেষ্টা করেছিলেন।

শহরের কেন্দ্রস্থল সেন্ট পাওলি জেলায় এই ঘটনা ঘটেছে। এখানে ৪০ হাজার ডাচ সমর্থকেরা পোল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচের আগে একটি মিছিল বের করছিলেন।

জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, ওই অভিযুক্ত ফুটবল সমর্থকদের ভিড়ে মিশে গিয়েছিল এবং কুড়াল দিয়ে ফুটবল অনুরাগী এবং কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছিল।

পুলিশের ধারণা ফুটবলের সঙ্গে সংযোগ নেই

পুলিশ জানিয়েছে, হাতে একটি কুড়াল নিয়ে ওই অভিযুক্ত পানশালা থেকে বেরিয়ে এসেছিলেন। অফিসারদের উদ্দেশ্য করে হুমকির সুরে সেই কুড়াল দেখাচ্ছিলেন ওই ব্যক্তি।

পুলিশের একজন মুখপাত্র ডিপিএ নিউজ এজেন্সিকে বলেন, ''এখনো পর্যন্ত ফুটবলের সঙ্গে ওই ব্যক্তির কোনো সংযোগ আছে বলে জানা যায়নি।"

পুলিশ বলেছে, অভিযুক্তর কাছে খুব সম্ভবত মোলোটভ ককটেলও ছিল, যা দিয়ে আগুন জ্বালানো যায়।

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে ওই হামলাকারীর বিরুদ্ধে পিপার (মরিচ) স্প্রে ব্যবহার করেছিল।

সতর্কতামূলক গুলি

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একজন পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তির পা লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালান, তখন লোকটি আহত হয়ে মাটিতে পড়ে যায়।

পুলিশ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, আহত ওই অভিযুক্তের চিকিৎসা চলছে। রোববারের ফুটবল ম্যাচের কারণে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামবুর্গে শত শত ফেডারেল পুলিশ এবং স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার রাত থেকে জার্মানিতে একমাসব্যাপী ইউরো কাপ শুরু হয়েছে।

শুক্রবার পূর্ব জার্মানিতে ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত ব্যক্তিগত পার্টিতে এক ব্যক্তি হামলা চালায়। ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। জার্মান বার্তাসংস্থা ডিপিএ পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছিল, হামলাকারী ২৭ বছর বয়সি এক আফগান নাগরিক। পূর্ব জার্মান রাজ্য স্যাক্সনি-আনহাল্টের ব্যক্তিগত পার্টিতে আচমকাই ছুরি দিয়ে কয়েকজনের উপর হামলা চালান তিনি। হামলায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ রোববার জানিয়েছে ওই হামলার উদ্দেশ্য এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

আরকেসি/একেডি (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ