1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২: গ্রুপ ‘বি’-তে সহজ বলে কিছু নেই

১১ মে ২০১২

জার্মানি, নেদারল্যান্ডস, পোর্তুগাল, ডেনমার্ক৷ সর্বাধুনিক ফিফা বিশ্ব ব়্যাংকিং’এ দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও দশম দেশ৷ জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ তারুণ্যের ভক্ত, তরুণ তুর্কিরাই তাঁর হাতের তুরুপ৷

ছবি: Reuters

ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ইতিহাসে জার্মানি সবচেয়ে সফল দেশ৷ খেতাব জিতেছে তিনবার: ১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬ সালে৷ এবারকার কোয়ালিফাইং'এ ১০টি খেলার মধ্যে ১০টিতেই জিতেছে জার্মানি৷ অপরদিকে ২০০৮ সালের ফাইনালে স্পেনের কাছে ফের্নান্দো টোরেস'এর একটিমাত্র গোলের জন্য হারার স্মৃতিটা মুছে ফেলার জন্য ব্যগ্র ইয়োগি ল্যোভ'এর স্কোয়াড৷ স্বদেশেও প্রত্যাশা তুঙ্গে৷

‘‘আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে, যারা কখনও কোনো বড় টুর্নামেন্টে খেলেনি,'' বলেছেন ল্যোভ, ‘‘ঠিক ২০১০ সালের বিশ্বকাপের মতো অবস্থা৷ একটা সুবিধা হল, আমাদের বুনিয়াদ এবার ২০০৮ কি ২০১০ সালের চেয়ে ভালো৷ আমাদের খেলার ধরণ গত দু'বছর ধরে পোক্ত হয়েছে৷'' বিশেষ করে মাঝমাঠে বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, মেসুত ওয়েজিল আর থোমাস ম্যুলার'কে ঘিরে দারুণ অ্যাটাক গড়ে তুলেছেন ল্যোভ৷

জার্মান ফুটবলে এখন জাতীয়তাবোধের জোয়ারছবি: AP

ল্যোভ তরুণ প্রতিভাকে মঞ্চে তুলতে, পাদপ্রদীপের আলোয় আনতে ভালোবাসেন৷ এবার তাঁর প্রাথমিক ২৭ জনের স্কোয়াডে শালকে'র মিডফিল্ডার, ১৮ বছর বয়সী জুলিয়ান ড্রাক্সলার'কে রেখেছেন, চতুর্থ গোলরক্ষক হিসেবে রেখেছেন বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখের ২০ বছর বয়সী মার্ক-অন্দ্রে টের স্টেগেন'কে৷ দলে তরুণদের মধ্যে আরো নাম করতে হয় বায়ার্ন মিউনিখের জেরোম বোয়াটেং এবং হল্গার বাডস্টুবার'এর, সেই সঙ্গে বোরুসিয়া ডর্টমুন্ডের মাট্স হুমেল্স৷ এরা সবাই এবার বুন্ডেসলিগায় দারুণ খেলেছে, কিন্তু সকলেরই আন্তর্জাতিক অভিজ্ঞতা কম৷ ও হ্যাঁ, অ্যাটাকে ল্যোভ'এর রাইজিং স্টার হলেন ১৯ বছর বয়সী মারিও গোয়েটসে৷

বিশ্ব ফুটবলের নিতবর

২৪ বছর ধরে একটি আন্তর্জাতিক খেতাবের অপেক্ষায় নেদারল্যান্ডস৷ টোটাল ফুটবল যে দেশে আবিষ্কৃত হয়েছে, তাদের যে কোনো টুর্নামেন্টের শেষ পর্যায়ে পৌঁছতে বেগ পেতে হয় না৷ তার পরেই কিরকম যেন সব ভেস্তে যায়৷ বিশ্বকাপে তিনবার ফাইনালে: ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে৷ ১৯৮৮'তে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতার পর নেদারল্যান্ডস তিনবার সেমিফাইনালে পৌঁছেছে, কিন্তু ফাইনালে পৌঁছতে পারেনি৷

অথচ ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্যায়ে চমক লাগিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস, ইটালি'কে ৩-০ এবং ফ্রান্স'কে ৪-১ গোলে হারিয়ে৷ অথচ তার পরেই তারা কোয়ার্টার ফাইনালে রাশিয়ার কাছে হেরে বিদায় নেয়৷ এবার তা বদলাতে পারে, এমন লক্ষণ আছে৷ কোয়ালিফাইং'এ সবচেয়ে বেশি গোল করেছে নেদারল্যান্ডস, ১০টি ম্যাচে ৩৭টি গোল - যেখানে জার্মানি করেছে ১০টি ম্যাচে ৩৪টি গোল৷ গত সেপ্টেম্বরে বেচারা সান মারিনো'কে ১১-০ গোলে হারায় কোচ বার্ট ফ্যান মারভাইক'এর দল৷

গোলের পরিসংখ্যানই বলে দিচ্ছে: নেদারল্যান্ডসের অমোঘ অস্ত্র হল তাদের অ্যাটাকিং লাইন৷ ক্লাস-ইয়ান হুন্টেলার জার্মানির শালকে'র হয়ে দারুণ ফর্মে৷ রবিন ফ্যান পার্সি ইংল্যান্ডের আর্সেনালের হয়ে এ'মরশুমে ৩০টি গোল করেছে৷ ওদিকে আরিয়েন রবেন আবার ফিট এবং বায়ার্ন মিউনিখের হয়ে আগুন ছোটাচ্ছে৷ শুধু গতবারের হিরো ওয়েসলে স্নাইডার এখনও চোটে, ইন্টার মিলানের হয়ে মাত্র ১৬ বার মাঠে নেমেছে৷

বাকি থাকে সেলেসাও

লুইস ফিগো'র ‘‘গোল্ডেন জেনারেশন''-এর পরে ক্রিস্টিয়ানো রোনাল্দো থাকা সত্ত্বেও পোর্তুগালের অবস্থা ভালো, এমন কথা বলা যায় না৷ নয়তো ২০০৪'এর ফাইনালিস্টকে এবার প্লে-অফ'এর মাধ্যমে বসনিয়া'কে ঠেলে ইউরো ২০১২'য় যাবার টিকিট সংগ্রহ করতে হতো না৷ সাইপ্রাসের বিরুদ্ধে স্বদেশে কোয়ালিফায়ারে পোর্তুগাল চার গোল খায়, এমন কথাই বা কে শুনেছে! ওদিকে গ্রুপ ‘বি'-র বাকিরা সবাই প্রাক্তন চ্যাম্পিয়ন৷ কাজেই পোর্তুগালের কোচ বেন্টো বলেছেন, ‘‘নক-আউট পর্যায়ে পৌঁছনোটা শক্ত হবে৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (এএফপি, রয়টার্স)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ