1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

১৯ মে ২০১২

সার্ডিনিয়ায় স্ত্রী কি বান্ধবী, এমনকি পুত্র-কন্যারাও সঙ্গে যেতে পেরেছিল৷ এবার দক্ষিণ ফ্রান্সে পৌঁছনোর পর কোচ ইওয়াখিম ল্যোভ ও তাঁর খেলোয়াড়দের নজর স্রেফ ৯ই জুনের প্রথম খেলার দিকে৷

Bundestrainer Joachim Löw (hinten) beobachtet am Montag (14.05.2012) die Nationalspieler Cacau (l-r), Lars Bender, Per Mertesacker und Julian Draxler im Stadion Andrea Corda in Abbiadori auf der italienischen Insel Sardinien während des Trainings der deutschen Nationalmannschaft. Die deutsche Fußball-Nationalmannschaft bereitet sich an der Costa Smeralda auf Sardinien auf die EM 2012 vor. Foto: Marcus Brandt dpa
Training Nationalmannschaftছবি: picture-alliance/dpa

কান, যেখানে চলচ্চিত্র উৎসব চলেছে, সেখান থেকে গাড়িতে মাত্র ২০ মিনিট৷ জায়গাটির নাম তুরেৎস, যেখানে পাহাড় আর বেলাভূমির মধ্যে একটি আনকোরা নতুন ট্রেনিং'এর মাঠ সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র জার্মান দলটির জন্য৷ ল্যোভ শুক্রবার সেখানে পৌঁছন প্রাথমিক কাডারের মাত্র ১৭ জনকে নিয়ে৷ রবিবার মাদ্রিদ থেকে যোগ দেবেন মেসুত ওয়েজিল ও সামি খেদিরা৷ বায়ার্নের খেলোয়াড়দের জাতীয় কাডারে যোগ দিতে আরো কিছুটা সময় লাগবে৷

দলের ‘ওল্ডি' হলেন মিরোস্লাভ ক্লোজে৷ ৩৩ বছর বয়স৷ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আর বিশ্বকাপ মিলিয়ে চারটি বড় মাপের টুর্নামেন্ট দেখেছেন৷ ১৪৪ বার জার্মানির হয়ে খেলেছেন৷ ফরোয়ার্ডে প্রতিদ্বন্দ্বী বায়ার্নের মারিও গোমেজ'কে নিজেই প্রশংসা করা সত্ত্বেও ক্লোজে গভীর আস্থার সঙ্গে বলেছেন: ‘‘ফিট থাকলে আমিই প্রথম খেলাটায় নামব বলে আমার ধারণা৷'' যে প্রথম খেলা আবার পোর্তুগালের বিরুদ্ধে৷ যাই হোক, টুরেৎস থেকেই ল্যোভ'এর মন্তব্য: ‘‘আমাদের কিরকম প্রতিভাধর খেলোয়াড় আছে, এবং পিচে কি দুর্ধর্ষ গতিতে খেলা হচ্ছে, সেটা যখন দেখি, তখন মনে হয়, আমাদের অবস্থা ভালোই৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (ডিপিএ)
সম্পাদনা: রিয়াজুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ