1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

৭ জুন ২০১২

‘ইউরো ২০১২’ হলো ইউরোপীয়দের প্রতিযোগিতা৷ তাই সেটা নিয়ে ইউরোপীয়দের উন্মাদনা থাকবে সেটাই স্বাভাবিক৷ কিন্তু বাস্তবে সেটা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে৷

Stadion Ukraine Kiew Quelle Wikipedia: http://de.wikipedia.org/w/index.php?title=Datei:%D0%9D%D0%A1%D0%9A_%C2%AB%D0%9E%D0%BB%D1%96%D0%BC%D0%BF%D1%96%D0%B9%D1%81%D1%8C%D0%BA%D0%B8%D0%B9%C2%BB.jpg&filetimestamp=20111014091347
কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামছবি: cc-bc-Ilya Chochlov-sa-3.0

তাইতো বিশ্বকাপ ফুটবলের পর এটাই সবচেয়ে উত্তেজনাকর টুর্নামেন্ট৷ তবে অনেকের মতে, ফুটবলের মান বিচারে ইউরো'ই সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা৷ কেননা ফিফা ব়্যাংকিং এ বিশ্বের সেরা ২০টি দেশের ১৩টিই খেলছে এবারের ইউরো'তে৷

সেকারণে ইউরোপের এই টুর্নামেন্টকে ঘিরে হাজার হাজার মাইল দূরের এশিয়াতেও উন্মাদনা শুরু হয়ে গেছে৷ বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল ইউরোর খেলাগুলো সরাসরি দেখানোর জন্য বিশাল অংকের টাকা খরচ করছে৷ এছাড়া ঢাকায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে৷

এশিয়ার আরেক দেশ মালয়েশিয়াও পিছিয়ে নেই৷ সেখানকার স্থানীয় সময় সকালের দিকে খেলাগুলো হবে৷ তাই অনেক হোটেল কর্তৃপক্ষ বেশি বেশি ক্রেতা আকর্ষণের জন্য তাদের হোটেলে সরাসরি খেলা দেখানোর ব্যবস্থা করেছে৷ তাদের এই আয়োজনের জানান দিতে হোটেলগুলোতে বড় বড় ব্যানার টাঙানো হয়েছে৷

মালয়েশিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজা সবাই ফুটবল পাগল৷ ২০০৬ সালে স্থানীয় লিগের ফাইনাল খেলা দেখার জন্য স্বয়ং মালয়েশিয়ার রাজা ৭৮ বছর বয়সে প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেঁটে স্টেডিয়ামে পৌঁছেছিলেন৷ কেননা তাঁর গাড়িটি যানজটে আটকে গিয়েছিল, আর ওদিকে খেলা শুরু হওয়ার সময় হয়ে গিয়েছিল৷

তো, যে দেশের রাজা এমন সে দেশের সাধারণ মানুষ কেমন হতে পারে সেটা সহজেই অনুমেয়৷ তাইতো ফ্রান্সিস নামের এক ফ্যাক্টরি শ্রমিক বলছেন, কোন কোন খেলা তিনি দেখবেন সেটা তিনি ইতিমধ্যেই বাছাই করে ফেলেছেন৷ এবং সেদিন তিনি ‘অসুস্থ' হয়ে যাওয়ার পরিকল্পনা করছেন৷ মানে অফিস ফাঁকি দেয়ার চিন্তা করছেন!

মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানির মালিকদের সংগঠন ব্যাপারটা বুঝতে পেরে সবাইকে এ ধরণের ‘বুদ্ধি' না করার আহ্বান জানিয়েছেন৷ কেননা তাদের আশঙ্কা, এর ফলে ইউরোর সময়ে মালয়েশিয়ার সামগ্রিক উৎপাদনে কমে যেতে পারে৷ তাই তারা রাত জেগে বা অফিস ফাঁকি দিয়ে পছন্দের খেলা না দেখে সেটা রেকর্ড করে পরে দেখার আহ্বান জানিয়েছেন৷

কিন্তু ফুটবলের মতো উত্তেজনাকর খেলা কে সরাসরি না দেখে পরে দেখবে, সেটা অবশ্য ভেবে দেখা যেতে পারে৷

প্রতিবেদন: ডিপিএ / জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ