1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১৬ শুরু হচ্ছে

১০ জুন ২০১৬

প্যারিসের রাস্তায় জঞ্জাল জমছে৷ ট্রেন ঠিকমতো চলবে কিনা, তার নিশ্চয়তা নেই৷ সরকার পদক্ষেপ নেবার হুমকি দিচ্ছেন৷ স্টাড দ্য ফ্রঁস-এ শুক্রবার রাত্রে ফ্রান্স-রোমানিয়ার উদ্বোধনী ম্যাচে পাহারায় থাকবে নব্বই হাজার পুলিশ৷

Frankreich Paris Fans in Tricolore Farben gekleidet
ছবি: picture-alliance/dpa/A. Morissard

শুক্রবার সকালেও প্যারিসের মেয়র আন হিদালগোকে বলতে শোনা গেছে, ‘‘সমস্ত জঞ্জাল সরিয়ে ফেলা হবে....কাজ শুরু হয়ে গেছে৷'' দেশের পরিবহণ মন্ত্রী অ্যালঁ ভিদালি ঘোষণা করেছেন যে, শুক্রবারের ম্যাচে যাতে ফ্যানরা স্টেডিয়াম অবধি পৌঁছাতে পারেন, সেজন্য সর্বরকম ব্যবস্থা নেওয়া হবে৷ শনিবার যাতে ট্রেন চলে, সেজন্য দরকার হলে আদেশ জারি করা হবে৷

তবে আসল ভয় ছিল – এবং আছে – সন্ত্রাসের৷ তার একটি পরীক্ষা হয়ে গেল বৃহস্পতিবার রাত্রে৷ আইফেল টাওয়ারের নীচে ৯২ হাজার মানুষের পাবলিক ভিউয়িং-এর জন্য যে ভেন্যু সৃষ্টি করা হয়েছে, সেখানে ফরাসি ডিজে দাভিদ গেত্তার একটি ফ্রি কনসার্টের আয়োজন করা হয়েছিল৷ এসেছিলেন ৮০ হাজার সংগীতমোদী৷ তাদের সকলকেই দু'টি চেকপয়েন্ট দিয়ে পাশ করতে হয়েছে৷ শুক্রবারের উদ্বোধনী ম্যাচে নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়েছে ৯০ হাজার পুলিশ ও বেসরকারি সিকিউরিটি৷ এই বেসরকারি সিকিউরিটি টিমগুলির সদস্যদের সম্পর্কে আগে থেকে খোঁজখবর নিয়ে তাদের ৩০০ জনকে খারিজ করা হয়েছে – এ কথা জানান স্বরাষ্ট্রমমন্ত্রী বের্নার কাজন্যোভ গত বুধবার৷

প্যারিসে ইতিমধ্যেই লাখ খানেক ফ্যান এসে পৌঁছেছেন৷ সব মিলিয়ে বিশ লাখ বিদেশি ফুটবল ফ্যান ইউরো ২০১৬ চলাকালীন ফ্রান্সে আসবেন বলে মনে করা হচ্ছে৷ তবে বৃহস্পতিবার সন্ধ্যাতেই দক্ষিণের মার্সাই শহরে ইংল্যান্ড ফ্যানদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের গোলযোগ বাঁধে, পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়৷ দু'জন ব্রিটিশ ফ্যান ও চারজন পুলিশকর্মী আহত হয়েছেন, বলে প্রকাশ৷ মার্সাইতে শনিবার ইংল্যান্ডের প্রথম খেলা, রাশিয়ার বিরুদ্ধে৷

ফরাসি দল থেকে এবার করিম বেনজেমা বাদ পড়ার ফলে অলিভিয়ের জিরু এবার ফরাসি দলের স্টার হবার সুযোগ পাবেন৷ তার সাথে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেড-এর অ্যান্টনি মার্শাল, বায়ার্ন মিউনিখের কিংসলে কোম্যান আর ওয়েস্টহ্যামের দিমিত্রি পাইয়ের মতো তরুণ উইংগার৷

এসি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ