জার্মানির কর্মকর্তারা বলছেন, ইউরো কাপের প্রথম দিনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা খুশি।
বিজ্ঞাপন
ইউরো কাপ নিয়ে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাক্সিমিলান ক্যাল বলেছেন, ''নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে। এখনো পর্যন্ত অবাক করার মতো কোনো ঘটনা ঘটেনি।''
তবে সমস্যা যে হয়নি তা নয়। স্যাক্সনিতে দর্শক গ্যালারিতে একজনকে লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। কারণ, ওই ব্যক্তি একজনকে ছুরি দিয়ে আঘাত করেছিল। হামবুর্গে ডাচ সমর্থকরা যেখানে জড়ো হচ্ছিলেন, সেখানে একজন কুড়াল ঘোরাচ্ছিলেন। তা দেখে পুলিশ গুলি চালায়।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুইটি ঘটনার সঙ্গে ইউরো কাপের কোনো সম্পর্ক নেই।
ইংল্যান্ড ও সার্বিয়ার সমর্থকদের ঝামেলা
তবে মুখপাত্র জানিয়েছেন, রোববার ইউরো কাপের ম্যাচের আগে ইংল্যান্ড ও সার্বিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ইউয়েফা ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো ২০২৪ হচ্ছে জার্মানিতে। বাড়ছে নিরাপত্তা নিয়ে চিন্তা।
ছবি: Daniel Kubirski/picture-alliance
আইএস নিয়ে চিন্তা
গত সপ্তাহে এক সন্দেহভাজন আইএস, সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ইউরো ২০২৪-এ কাজ করার জন্য আবেদন করেছিল। তবে আবেদন খারিজ হয়। তার জার্মানি, মরক্কো ও পোল্যান্ডের নাগরিকত্ব আছে। সে আইএসের শাখা সংগঠনকে এক হাজার সাতশ পাউন্ড দিয়েছে বলে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর ইউরো ২০২৪-এর নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে।
ছবি: Michael Bihlmayer/CHROMORANGE/picture alliance
কী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী?
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন, ''যে কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলায় আমরা পুরোপুরি তৈরি। আমাদের বিশেষ দল আছে। তবে একশ শতাংশ নিরাপত্তা বলে কিছু হয় না। আমাদের কাছে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ প্রাথমিকতা পাচ্ছে। আমরা পুরোপুরি প্রস্তুত। আশা করি এই টুর্নামেন্ট শান্তিপূর্ণ হবে।''
ইউরো চ্যাম্পিয়নশিপ চলবে ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত। ২৭ লাখ দর্শক ইউরো কাপ দেখবেন। প্রচুর মানুষ জার্মানির বাইরে থেকে আসবেন। জার্মানির ১০টি শহরে ৫১টি ম্যাচ হবে। সেই সব ম্যাচ মোট ২৭ লাখ মানুষ দেখবেন বলে মনে করা হচ্ছে।
ছবি: Michel Euler/AP/picture alliance
অন্য দেশ থেকেও
অন্য দেশ থেকে ৫৮০ জন পুলিশ অফিসার আসছেন। যে সব শহরে ম্যাচ হবে, তারা সেখানে নিরাপত্তার কাজে জার্মানির পুলিশকে সাহায্য করবেন। উপরের ছবিটি জার্মানির পুলিশের।
ছবি: RONALD WITTEK/EPA
বিশেষ নজর
জার্মানির ট্রেন স্টেশনগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। ট্রেনও বাড়তি নজরদারি থাকবে। জার্মানির সীমান্তেও বিশেষ পরীক্ষার ব্যবস্থা থাকবে। ১৯ জুলাই পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।
ছবি: Annegret Hilse/REUTERS
চিন্তা ফুটবল গুণ্ডাদের নিয়েও
ফ্রেজা জানিয়েছেন, শুধু আইএসের মতো সংগঠনই নিরাপত্তার জন্য বিপদের কারণ নয়, ফুডবল গুণ্ডাদের নিয়েও তারা চিন্তিত। নিরাপত্তার ক্ষেত্রে সব ধরনের বিপদের কথা মাথায় রাখা হচ্ছে ও তা মোকাবিলার ব্যবস্থা করা হচ্ছে।
ছবি: Imago/B. Draws
তারকাদের দেখতে
ইউরো ২০২৪-এর আরেক আকর্ষণ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লুকা মডরিজ। রোনাল্ডোর বয়স ৩৯ ও লুকার ৩৮ বছর। বর্তমান ফুটবলে গতি, স্ট্যামিনা ও সর্বোচ্চ পর্যায়ের শারীরিক সক্ষমতা থাকা দরকার। এই বয়সেও সেটা দেখাতে পারছেন এই দুই ফুটবল তারকা। তারা প্রমাণ করে দিয়েছেন, বয়স তাদের কাছে হার মেনেছে। ইউরো ২০২৪-এর অন্যতম আকর্ষণ তারা। হয়ত এটাই তাদের শেষ ইউরো কাপ। তাদের খেলা দেখতেও প্রচুর মানুষ আসবেন।
ছবি: Burak Akbulut/AA/picture alliance
7 ছবি1 | 7
তিনি জানিয়েছেন, ''সপ্তাহান্তে সমর্থকদের গুণ্ডামির ঘটনা ঘটেছে। তবে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সবচেয়ে বড় কথা, পুলিশ সতর্ক ছিল।''
পুলিশ জানিয়েছে, সার্বিয়ার একদল সমর্থক একটি রোস্তোরাঁয় বসে খাচ্ছিলেন। সেসময় ইংল্যান্ডের সমর্থকরা সেখানে জোর করে ঢুকতে চায়।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সমর্থকরা একে অন্যের দিকে চেয়ার ছুঁড়ছে। ওই রেস্তোরাঁর বাইরেটা সার্বিয়ার পতাকা দিয়ে সাজানো ছিল।
পুলিশ কর্তা পিটার বুথ সাংবাদিকদের বলেছেন, ''সার্বিয়ার সাতজন ও ইংল্যান্ডের একজন সমর্থককে আটক করা হয়েছে।''
তিনি বলেছেন, ''একজন সমর্থককে হাসপাতালে নিয়ে যেতে হয়।তার মাথায় আঘাত লেগেছিল। পরে তিনি যাতে খেলা দেখতে যেতে পারেন, তার জন্য হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়।''
সোমবার ইংল্যান্ডের সমর্থকরা দাবি করেন, ম্যাচের পর তাদের ঘরে ফিরতে অনেক দেরি হয়েছে। কারণ উপযুক্ত পরিমাণ যানবাহন ছিল না।
ফ্রি লায়নস ফ্যান এমব্যাসি জানিয়েছে, ''খেলা শেষ হওয়ার তিনঘণ্টা পরেও সমর্থকদের স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে। এটা মেনে নেয়া যায় না।''