1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইওয়াখিম ল্যোভ জার্মান কোচ থাকছেন ২০১২ সাল পর্যন্ত

২০ জুলাই ২০১০

বিশ্বকাপ ফুটবলে মাতোয়ারা ছিল জার্মানি৷ জার্মানদের আশা ছিল এবারের বিশ্বকাপটি দেশে নিয়ে আসবে তাদের তরুণ ছেলেরা৷ কোচ ইওয়াখিম ল্যোভের মুকুটে খচিত হবে শুভ্র একটি পালক৷ কিন্তু তা হয়নি৷ তাই বলে ইওয়াখিম ল্যোভ কোচের পদটি খোয়াবেনন

ল্যোভ ২০১২ সাল পর্যন্ত জার্মান দলের কোচ হিসেবে থাকবেনছবি: AP

বিশ্বকাপ না জিতলেও জার্মানি তৃতীয় অবস্থানটি ধরে রেখেছে ঠিক ২০০৬ সালের মতই৷ সবাই চাইছিল তিনি থাকুন কোচ হিসেবে৷ সেই প্রত্যাশা মিটিয়েছেন ল্যোভ৷ তাঁর চুক্তির মেয়াদ বেড়েছে৷ ২০১২ সাল পর্যন্ত তিনি জার্মান দলের কোচ হিসেবে থাকছেন৷ জার্মান বার্তা সংস্থা ডিপিএ -কে আজই একথা জানানো হয়৷

তিনি যেন দলের সঙ্গে থাকেন – তা ছিল সবার প্রত্যাশাছবি: AP

২০১২ সালে পোল্যান্ড এবং ইউক্রেনে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ৷ ততদিন পর্যন্ত ল্যোভ, টিম ম্যানেজার অলিভার বিয়েরহোফসহ কোচিং-এর অন্যান্য সদস্যরা দলের সঙ্গেই থাকবেন৷

আজ জার্মান ফুটবল ফেডারেশনের প্রধান টেও সোয়ানসিগার, কোচ ইওয়াখিম ল্যোভ এবং বিয়েরহফের সঙ্গে এক বৈঠকে মিলিত হন৷ গ্রীষ্মকালীন ছুটির রব পড়ে গেছে চারদিকে৷ ছুটিতে যাওয়ার আগেই সব কিছু নিশ্চিত করতে গত শুক্রবার এ নিয়ে আলাপ-আলোচনা কিছুটা এগিয়ে ছিল৷

অগাস্ট মাসের ১১ তারিখে একটি প্রীতিম্যাচে জার্মানি খেলবে ডেনমার্কের বিরুদ্ধে৷ ইউরো কাপের কোয়ালিফাইং রাউন্ড শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ