1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইকুয়েডর

ইকুয়েডরের কারাগারে দুই পক্ষের সংঘর্ষে নিহত পাঁচ

২৪ জুলাই ২০২৩

ইকুয়েডরের কারাগারে আবার কয়েদিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ সংঘর্ষে এ পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কারাকর্তৃপক্ষ৷

কারাগারে চলছে ভয়ঙ্কর সংঘর্ষ৷ ছাদে উঠে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সশস্ত্র পুলিশ (ফাইল ফটো)
কারাগারে চলছে ভয়ঙ্কর সংঘর্ষ৷ ছাদে উঠে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সশস্ত্র পুলিশ (ফাইল ফটো)ছবি: Dolores Ochoa/AP Photo/picture alliance

শনিবার সন্ধ্যায় বন্দর নগরী গুয়ায়াকুইলের এক নম্বর কারাগারে এ সংঘর্ষ শুরু হয়৷ রবিবার সকাল পর্যন্ত চলে এ সংঘর্ষ৷

পরে এক বিবৃতিতে কারাকর্তৃপ্ক্ষ এসএনএআই জানায়, এ পর্যন্ত পাঁচ জনের প্রাণ কেড়ে নিয়েছে রক্তক্ষয়ী এ সংঘর্ষ৷ আহত হয়েছে অন্তত ১১ জন৷ আহতদের হাসপাতালে নেয়া হয়েছে৷ বিবৃতিতে আরো জানানো হয়, সংঘর্ষের জেরে চারটি কারাগারে কয়েদিরা কারাকর্মতাদের আটক করে রেখেছে৷ নিরাপত্তাকর্মীরা তাদের মুক্ত করার চেষ্টা করছেন৷

২০২১ সাল থেকে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে৷ সংঘর্ষের মূল কারণ কোকেন পাচারের রুটগুলোয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা৷ দক্ষিণ অ্যামেরিকা থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে কোকেন পাচারের অন্যতম প্রধান রুট ইকুয়েডরে কোকেন পাচারে জড়িত সন্ত্রাসীরা প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়৷ কারাগারেও ছড়িয়ে পড়ে এ সংঘর্ষ৷

ইকুয়েডরের জেলে নিহতের সংখ্যা বেড়ে ১১৬

01:26

This browser does not support the video element.

২০২১ সাল থেকে বিভিন্ন কারাগারে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত মোট ৪২১ জনের মৃত্যু হয়েছে৷ সাম্প্রতিক সময়ে কারাগারে সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসো জরুরি অবস্থাও ঘোষণা করেছেন৷

এসিবি/ কেএম (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ