ইকুয়েডরের কারাগারে দুই পক্ষের সংঘর্ষে নিহত পাঁচ
২৪ জুলাই ২০২৩
শনিবার সন্ধ্যায় বন্দর নগরী গুয়ায়াকুইলের এক নম্বর কারাগারে এ সংঘর্ষ শুরু হয়৷ রবিবার সকাল পর্যন্ত চলে এ সংঘর্ষ৷
পরে এক বিবৃতিতে কারাকর্তৃপ্ক্ষ এসএনএআই জানায়, এ পর্যন্ত পাঁচ জনের প্রাণ কেড়ে নিয়েছে রক্তক্ষয়ী এ সংঘর্ষ৷ আহত হয়েছে অন্তত ১১ জন৷ আহতদের হাসপাতালে নেয়া হয়েছে৷ বিবৃতিতে আরো জানানো হয়, সংঘর্ষের জেরে চারটি কারাগারে কয়েদিরা কারাকর্মতাদের আটক করে রেখেছে৷ নিরাপত্তাকর্মীরা তাদের মুক্ত করার চেষ্টা করছেন৷
২০২১ সাল থেকে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে৷ সংঘর্ষের মূল কারণ কোকেন পাচারের রুটগুলোয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা৷ দক্ষিণ অ্যামেরিকা থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে কোকেন পাচারের অন্যতম প্রধান রুট ইকুয়েডরে কোকেন পাচারে জড়িত সন্ত্রাসীরা প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়৷ কারাগারেও ছড়িয়ে পড়ে এ সংঘর্ষ৷
২০২১ সাল থেকে বিভিন্ন কারাগারে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত মোট ৪২১ জনের মৃত্যু হয়েছে৷ সাম্প্রতিক সময়ে কারাগারে সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসো জরুরি অবস্থাও ঘোষণা করেছেন৷
এসিবি/ কেএম (রয়টার্স, এপি)