1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্প

১৮ এপ্রিল ২০১৬

এবার ইকুয়েডরে হয়ে গেল ভয়াবহ ভূমিকম্প৷ দক্ষিণ অ্যামেরিকার দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ২৭২ জন মারা গেছে৷ রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরে ইকুয়েডরের প্রেসিডেন্ট জানিয়েছেন, মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে৷

ইকুয়েডরে ভূমিকম্প
ছবি: Getty Images/AFP/L. Acosta

গত সপ্তাহে জাপানে হানা দিয়েছিল ভূমিকম্প৷ ভূমিকম্প পর্যবেক্ষকরা বলছিলেন, আরো এক সপ্তাহ আতঙ্কেই থাকতে হাবে এশিয়ার এই দেশকে৷ তবে রোববার ভোরে জাপান নয়, ভূমিকম্প দানবের মতো আবির্ভূত হয় দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে৷

৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প শুরু হলেও পরে মাত্রা আরো বেড়ে ৭ দশমিক ৮ হওয়ায় বাড়ি-ঘর ধসে পড়তে থাকে৷ মানুষ চাপা পড়তে থাকে ভবনের নীচে৷ পরিণামে ভোরের ঘুম এ পর্যন্ত ২৭২ জনের চিরনিদ্রা হয়েছে৷

ভ্যাটিকান সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া৷ ফিরেই ছুটে গেছেন উপদ্রুত এলাকায়৷ ভয়াবহ মানবিক বিপর্যয় সচক্ষে দেখে তিনি বলেছেন, ‘‘যা ঘটে গেল তার যন্ত্রণাটা বিশাল৷ অতি বিশাল ট্র্যাজেডি৷ আমরা তারপরও নিশ্চয়ই সামনে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে পাবো৷'' নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে ইকুয়েডরের প্রেসিডেন্ট বলেন, ‘‘আমরা সবই পুনির্মাণ করতে পারবো৷ শুধু যাঁরা চলে গেলেন তাঁদের জীবন কখনো ফিরিয়ে আনতে পারবো না৷ সেটাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি৷''

ছবি: picture-alliance/dpa/Usgs

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্তা, পোর্টোভিয়েও এবং গুয়াকুইল শহরে৷ উদ্ধার তৎপরতা এখনো চলছে৷ ভবনের নীচে চাপা পড়াদের তাঁদের স্বজনরা খালি হাতে উদ্ধারের চেষ্টা করছেন – এমন মর্মান্তিক দৃশ্যের ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যম৷

আবার মা এবং তাঁর শিশু কন্যাকে উদ্ধার করতে পেরে পুলিশ নিজে থেকেই সেই সুসংবাদ টুইট করে জানাচ্ছে সবাইকে৷

এরই মাঝে বাড়তি আতঙ্ক হয়ে উঠেছে ভূমিকম্পের সুযোগে এক কারাগার থেকে কয়েদিদের পালিয়ে যাবার খবর৷ পোর্টোভিয়েওর কারাগার থেকে পালিয়ে যায় শতাধিক কয়েদি৷ পুলিশ জানিয়েছে ৩০ জন আত্মসমর্পন করে কয়েদখানায় ফিরলেও বাকিদের এখনো পাওয়া যায়নি৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ