1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইকুয়েডর

ইকুয়েডরে ভূমিধসে সাতজন নিহত, নিখোঁজ ৬২

২৮ মার্চ ২০২৩

ইকুয়েডরের আন্দিজ পর্বতমালায় ঘেরা এক বসতিতে রোববার রাতে ভূমিধসে সাতজন প্রাণ হারিয়েছেন৷ এখনো নিখোঁজ আছেন ৬২ জন৷

ইকুয়েডরে ভূমিধস
ইকুয়েডরে ভূমিধসছবি: Dolores Ochoa/AP/picture alliance

রাজধানী কিটো থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণের আলাউসি এলাকায় ভূমিধসে ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয়৷ ৩০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে৷ পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রস উদ্ধারকাজে সহায়তা করছে৷

প্রেসিডেন্ট গিলিয়ার্মো লাস্সো সোমবার রাতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন৷

চারদিক সবুজ পাহাড়ে ঘেরা আলাউসিতে প্রায় ৪৫ হাজার মানুষ বাস করেন৷ ভূমিধসে কয়েকটি সরকারি ভবন ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বন্ধ হয়ে গেছে তিনটি স্কুল৷

বছরের শুরু থেকে ইকুয়েডরে ভারি বৃষ্টিপাত হচ্ছে৷ এতে ভূমিধস, বন্যাসহ প্রায় এক হাজার বিপজ্জনক ঘটনা ঘটেছে৷ এসব ঘটনায় ২২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয়৷

ইকুয়েডরের আন্দিজ পর্বতমালায় ঘেরা এক বসতিতে রোববার রাতে ভূমিধসে সাতজন প্রাণ হারিয়েছেনছবি: Dolores Ochoa/AP/picture alliance

ফেব্রুয়ারিতে আরও কয়েক জায়গায় ভূমিধসের পর আলাউসি এলাকায় হলুদ এলার্ট জারি করা হয়েছিল৷

রোববারের ভূমিধসের এক সপ্তাহেরও বেশি সময় আগে ইকুয়েডর-পেরু সীমান্তে সাড়ে ছয় মাত্রার ভূমিকম্প হয়েছিল৷ এতে ১৫ জন নিহত হন৷ ভূমিকম্পের কারণে ২২টি ভূমিধসের ঘটনা ঘটেছিল৷

ভূমিকম্পের পর সরকার ২৪ রাজ্যের মধ্যে ১৩টিতে দুই মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে৷

ইকুয়েডরের আন্দিজ পর্বতমালা এলাকায় অক্টোবর থেকে মে পর্যন্ত বর্ষা মৌসুম চলতে পারে৷

জেডএইচ/কেএম (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ